ফরেক্সের ক্ষতি হ'ল কারণ আমরা বাজারটি বুঝতে পারি না এবং এমন একটি ট্রেন চালিত করি, যা আমাদের হারাতে বাধ্য করে, যদি আমরা বাজারটি সঠিকভাবে বুঝতে চেষ্টা করি এবং প্রশিক্ষণ না দিয়ে থাকি তবে আমরা খুব ভাল লাভ করব
Printable View
অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করে চেষ্টা করতে হবে।
লোভ ফরেক্স ট্রেডিংয়ের সাথে জড়িত থাকবে। যখন আমরা এটির খুব বেশি পরিমাণে আসি তখন আমরা নিজেকে সর্বদা হারাতে থাকি, সুতরাং আমাদের কখনই এতে লোভী মানুষ হওয়া উচিত নয়। সুতরাং আমাদের কখনই এ জাতীয় প্রলোভিত হওয়া উচিত নয় এবং কখনই প্রলুব্ধ হওয়া এবং স্বাচ্ছন্দ্য মিটারটি বন্ধ করা উচিত নয়।
ফরেক্সে লসের অনেক কারন থাকতে পারে। আমাকে যদি বলা হয় ফরেক্সে লসের কারন কি আমি বলবো আমাদের শিক্ষার অভাব। বিশেষ করে আমরা বাঙালি যারা আছি নিজেদের অনেক বেশী ইন্টেলিজেন্ট মনে করে থাকি। তাই আমরা একদিন পড়ি ,পরের দিন প্র্যাকটিস করি আর তারপর দিন রিয়েল ট্রেড শুরু করে দেই। এইখানেই অনেক ট্রেডার ভুল করে থাকে। ওরে ভাই দুই দিন পড়েই যদি কেও ট্রেডার হয়ে যাইতো তাইলে কি এত বেকার বসে থাকতো আর তুমি লস করতা? ধৈর্য বাড়াও আগে ৬ মাস ডেমো করো তারপর রিয়েল ট্রেডে আসো
কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে।
ফরেক্স এ আমরা সবাই কম বেশি লাভ লস করে থাকি , তবে ফরেক্স এ ট্রেড করার সময় যে শুধু লস খেতে হবে এমন কোন কথা নয় । ফরেক্স এ আমরা লাভ ও করতে পারি । তবে লস করার অনেক গুলো কারন থাকতে পারে তার মধ্যে একটি কারন হোল ফরেক্স এ লোভ করে ট্রেডিং করা লোভ করে ট্রেড করলে কখনও সাফল্য পাওয়া যায় না । এর একটি কারন হতে পারে সেটি হোল আমরা ফরেক্স সম্পর্কে এ খুব কম অভিজ্ঞতা অর্জন করে থাকি যার ফলে ট্রেডিং করার সময় আমাদের অনেক লস খেতে হয় ।
সাইন উপর নির্ভরতা: বেশিরভাগ বণিক সাইন সাপেক্ষে। সঙ্গী বা বহিরাগতদের এক্সপ্রেশন এক্সচেঞ্জ করুন। কোনও পরীক্ষা ছাড়াই একা না করে, আপনার যে অফারটি দরকার তা এই সুযোগে, আপনি এটি করতে পারেন। দুর্ভাগ্য নিয়ে আসা। এমনকি কেউ কেউ $ 5-20 with 20 দিয়ে সিগন্যালও কিনে দেয়। যে কোনও ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিবেচনা করুন, যদি লক্ষণগুলি আসলে ক্রমাগত দুর্দান্ত থাকে
ফরেক্সে লসের কারণঃফরেক্স একটি রিস্কি বিজনেস। এখানে বিভিন্ন কারণে লস হতে পারে।সামান্য ভুলেও বড় লসের মুখে পড়তে হতে পারে।তার মধ্যে কিছু নিজেরও ভুল আছে।যার জন্য বেশী লসের মুখে পড়তে হয়।ফরেক্স বিষয়ে পূর্ণ জ্ঞান না থাকা।না বুঝেই ট্রেড ওপেন করা।অভিজ্ঞতার অভাবের কারণে অনেক লস হয় অনেক সময়।দক্ষতা না থাকার কারণে অনেক ট্রেড ই ভুলবশত ওপেন করে ফেলে অনেকে যার ফলে প্রফিটের বদলে লস হয়।সিগন্যালেরর ওপর নির্ভরশীলতা। উদ্দেশ্যবিহীনভাব ট্রেড করা।বড় রিস্ক নিয়ে ট্রেডিং করা।টেকপ্রফিট সেট না করে ট্রেড ওপেন করা।স্টপলস না সেট করেই ট্রেডিং চালিয়ে যাওয়া।নির্দিষ্ট কোনো ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।ইচ্ছামতোও ট্রেডিং করা। এনালাইসিস ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই এনালাইসিস ছাড়াই ট্রেডিং করে থাকে যার ফলে লস হয়।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করা
অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন।কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে লসের অন্যতম কারণ হল লোভ । ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেটে ট্রেড করা বাদ দিয়ে দেয় । ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডারই নতুন , তাই তারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে খুব বেশি জ্ঞান নিয়ে রিয়েল ট্রেড করে না । ফরেক্স মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় কারণ এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনার অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট এর উপরে ।