-
কম্পিউটার ছাড়া মোবাইল দিয়েও ফোরামে পোস্ট করা যায়, আপনার কাছে যদি একটা এন্ড্রয়েড বা উইন্ডস মোবাইল থাকে তাহলে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন।তবে মোবাইলে সব্রকম টুলস থাকে না অনেক কষ্ট হয়ে যায়।পি সি ব্যাবহার করাই বেশি সুবিধার।তবে কম্পুতার সবখানে নেয়া জায় না মোবাইল এর মাধ্যমে যে কনো পরিবেশ বা স্থান থেকে কাজ করা যায়।
-
আমি নিজেই করি তাই বলি মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।
-
মোবাইলেও খুব দ্রুত এবং ভালভাবে ফোরামের পোষ্ট করতে পারবেন। তার জন্য কিছু জিনিস লাগে, যেমন আপনার একটি *android mobile or tab লাগবে সাথে OTG support করার মতো হতে হবে। তবে এখন বাজারের প্রায় সবগুলি android mobile OTG support করে, এবার একটি keyboard and otg convert cable ক্রয় করুন 300 টাকা total লাগবে, এই হলো system যা দিয়ে কম্পিউটারের মতো করে কাজ করতে পারবেন। না বঝলে আমাকে জানান
-
মোবাইল দিয়ে ফরেক্স মার্কেটে কাজ করা যায় । মোবাইলে অনেক সুযোগ সুবিধা আছে যেমন আমি পড়তে বসলাম তখন আমি একটু মোবাইলে দেখে নিলাম যে মার্কেটের কি অবস্হা । তাছারা লেপটপ কম্পিউটার সকল যায়গায় বহন করা সম্ভব নয় তাই এনড্রোয়েড মোবাইল থেকে ফরেক্স মার্কেটে কাজ করা যায় । তবে সবচেয়ে ভাল হচ্ছে লেপটব ডেক্সটপ দিয়ে মার্কেটে কাজ করা তাহলে টোটাল মার্কেট হাতের মুঠোয় থাকে এত অনেক সুবিধা পায়া যাবে ।
-
মোবাইল দিয়ে ও ফরেক্স এ কাজ করা যায়। অনেকে মোবাইল দিয়ে ফরেক্স এ কাজ করে থাকে আমি ও মোবাইল দিয়ে ফোরাম এ কাজ করেছি তবে আমি পি সি দিয়ে কাজ করি বেশি। মোবাইল দিয়ে ফরেক্স এ ট্রেড ও করা যায়। তবে পি সি তে ট্রেড বেশি ভাল করে করা যায়।
-
আমরা জানি একটা স্মার্টফোন দিয়ে অনেক কিছুই করা সম্ভব । আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তবে আপনি ফোরামে পোস্ট করতে পারবেন। তবে সব স্মার্টফোন দিয়ে ফোরামে একাউন্ট খোলা যায় না। তবে পোস্ট করতে কোনো সমস্যা হয়না। আপনি হয়তো কিছু ফিচার ফোন থেকেও ফোরামে পোস্ট করতে পারবেন। মোবাইল থেকে বেশ ভালো ভাবেই ফোরাম পোস্ট করা সম্ভব।
-
আমার জানামতে মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার।তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিদা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই অামার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা টাই সুবিদাজনক।
-
মোবাইল থেকে ফরেক্স ফোরামে পোস্টিং করা যায়। তবে তা এন্ড্রোয়েড সেট হতে হবে। কারন এন্ড্রোয়েড সেট এ বাংলা সার্পোট পায় ও টাইপ করতে অনেকটা সুবিধা। আমি কোন মোবাইল থেকে ফরেক্স এ পোস্টিং করি না। আমি আমার কম্পিউটার থেকে ফরেক্স পোস্টিং করি এবং ফরেক্স করি।
-
হ্যা ভাই আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও ফরেক্সের ফোরামে পোষ্ট করতে পারবেন তবে তার জন্য আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইড ফোন হতে হবে। আপনি আপনার অ্যানড্রোইড ফোনে বাংলা টাইপিং সফটওয়্যারটি ব্যবহার করে তার পর লেখালেখি করতে পারেন।
-
এখান পোস্ত করতে হ্য বাংলায়। তাই আপনার মোবাইল জদি বাংলা লেখা সাপোরত না করে তাহলে টো আর করতে পারবেন না। আর বাংলা তাইপ করা অনেক কষ্ট হবে মোবাইলে। আর আমার মনে হ্য এখানে কেউ কাজ করে না মোবাইলে।অ্যানড্রোইড ফোনে বাংলা টাইপিং সফটওয়্যারটি ব্যবহার করা অনেক ঝামেলার। আমি পিসি থেকে পোস্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এতে আমার টাইম কম লাগে। তাই আমার কাছে পিসিই হল বেস্ট।