কোন সমস্যা নেই যে মোটামুটি একটু শিক্ষা অর্জন করেছে সেই করতে পারবে। কারন ইহা একটি online ব্যবসা সবার জন্য অধিকার আছে। তাছাড়া এখানে invest ছাড়া তো ব্যবসা করা যায় না সুতরাং ইহা করতে তো কোন সমস্যা নেই বৃকার তো লাভ পাবেই।
Printable View
কোন সমস্যা নেই যে মোটামুটি একটু শিক্ষা অর্জন করেছে সেই করতে পারবে। কারন ইহা একটি online ব্যবসা সবার জন্য অধিকার আছে। তাছাড়া এখানে invest ছাড়া তো ব্যবসা করা যায় না সুতরাং ইহা করতে তো কোন সমস্যা নেই বৃকার তো লাভ পাবেই।
যেহেতু ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷মনে করেন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷এই মার্কেটে অনলাইনের সুবাদে আমরা অতি খুচরা দরে ফরেন কারেন্সী ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷ শিক্ষিত যে কেউই পারবেন৷শুধু প্রয়োজন আপনার দৃঢ়তা, মনোযোগ, ধৈর্য্য,নির্লোভ মন-মানষিকতা৷
আমার মতে সবাই ফরেক্স করতে পারবে না। আমার এক ব›দ্ধু আছে যে ফরেক্স তো দূরের কথা কম্পিউটার সম্পর্কে ভাল করে জানে না। এখন আপনারা বলুন তার পক্ষে কিভাবে ফরেক্স করা সম্ভব। কেবল মাত্র আধুনিক যুগউপযোগি শিক্ষায় শিক্ষিত লোকেরা ফরেক্স ট্রেড করার জন্য উপযোগী। তাছাড়া ফরেক্স করার জন্য যে সকল গুণাবলী থাকা জরুরী সে সকল গুণাবলী অবশ্যই থাকতে হবে। যেমন:-ধৈর্য্য থাকতে হবে,নিয়ম মানা, লোভ না করা ইত্যাদি।
ফরেক্স মার্কেটে সবাই ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। কারণ ফরেক্স ব্যবসা বুঝা অনেক কঠিন। এই ব্যবসায় সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই ফরেক্স ব্যবসা করতে হলে আগে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। আর এই ব্যবসায় লোভ করা যাবে না।
যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারবে যদি সবার মাঝে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান ধারনা থাকে । ফরেক্স মার্কেট এমনি একটা মার্কেট যেখানে আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয় করা যায় । এটি একটি অনলাইন বিজনেস তাই যার এ বিষয়ের উপর ভালো জ্ঞান ও অভিজ্ঞতা থাকবে সে সে এই ব্যবসা করতে পারবে । ফরেক্স এ বুঝে শুনে বিজনেস করতে পারলে তার অবস্থার উন্নতি করা সম্ভব । ফরেক্স সম্পর্কে ভালো বুঝতে হলে তার আগে ডেমো প্রাকটিস করা দরকার । এর মাধ্যমে সে তার বিজনেস মার্কেট এ ভালো করতে পারবে । তাই যার ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকবে তারা সবাই ফরেক্স এ বিজনেস করতে পারবে ।
কেন নয় ফরেক্স একটি অনলাইনে আয় করার ভালো মাধ্যম এখানে সবাই তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে বাধা দেয়ার মতো কেউ নেই তাই নিরদিধায় ফরেক্সে কাজ করতে পারা।তবে ফরেক্সে কাজ করতে হলে কিছুটা দক্ষতা অর্জন করতে হয়।দক্ষ সকল ব্যক্তি ফরেক্সে বিজনেছ করতে পারে। কিন্তু অদক্ষ ব্যক্তিদের কিছুটা ঝামেলা পোহাতে হয়।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভাল করে ফরেক্স মার্কেট বুঝতে হবে । এই প্লাট ফর্মে সকল ধরনের মানুষ ব্যবসা করতে পারবে । এখানে ধনি-গড়িব এর কোন ভেদাভেদ নাই । এখানে রাজনিতি করার কোন অবকাশ নেই । এখানে কাজ করতে লাগবে অভিজ্ঞতা এবং দক্ষতা । আপনি অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে এই মার্কেটে কাজ করতে পারলে জিবনে আর কিছুই করা লাগবে না । তবে ভাল দক্ষতা ছাড়া আপনি এই মার্কেটে কাজ করতে পারবেন না ।
ফরেক্স মার্কেটে সকল মানুষ ব্যবসা করতে পারে এখানে ছোট - বড়, ছাত্র - ছাত্রী, পুরুষ - মহিলা সবাই কাজ করতে পারবে । তবে যেই কাজ করুক না কেন সকলকেই প্রথমে অভিজ্ঞতা লাভ করতে হবে । কোন ব্যক্তি এখানে অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে পারবে না । মার্কেট বেশি করে এনালাইসেস করতে হবে । ফরেক্স মার্কেটে যত বেশি এনালাইসেস করবে তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে তাহলেই সফলাতা আসবে ।
যে কেউ চাইলেই ফরেক্সে ইনকাম করতে পারবে। তবে তার বয়স ১৮ প্লাস হতে হবে, ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, তার ঠিকানা সনাক্তকরণের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলের কপি থাকতে হবে যেখানে তার বর্তমান ঠিকানা লিখা থাকবে। এই ডকুমেন্টগুলো থাকলে ফরেক্স ট্রেড করা যায় এমন যেকোনো ব্রোকারে একাউন্ট খোলা যাবে এবং ব্রোকার একাউন্টে ডলার ডিপোসিট করে ট্রেড করা যাবে এবং ট্রেডে প্রফিট হলে সেই টাকা উইথড্র করা যাবে।
ফরেক্স সবা্য় করতে পারে ।কিনতু যোগ্যতা আর্জন করতে হবে ।এবং বেশি বেশি করে ফরেক্স করতে হবে এ সম্পর্কে জানতে হবে ।