-
ট্রেডিং বিজনেস এক টি অনলাইন বিজনেস। এতাকে আবার বলা হই ফঅঅরেক্স বিজনেস। কিন্তু বিজনেস করস্তা জততা সহজ ঠিক অত টাইই কঠিন এখানে টিকে থাকা। প্রপার টেনিং ও এক্সপেইয়ান্স না হওয়া পর্যন্ত বিজনেস থেকে লাভবা হওয়া যাইনা। আর এই জন্য ফরেক্সে রেয়াল অ্যাকাউন্ট এর সাথে সাথে ডেমো ট্রেড করা ভাল। আমি রিয়েল ট্রেড করি অনেক দিন থেকে। তার পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর জন্য আমি ডেমো ট্রেড করে থাকি। কারন ডেমো ট্রেড করলে অনেক উপকার হয়। আমার অনেক ট্রেড এ ভুল হয়। যেটা আমি পরে শং শোধন করে নেই ডেমো ট্রেড এর সাহায্য।
-
আসলে আমি মনে করি, ফরেক্সে অভিজ্ঞ হওয়ার জন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড চালিয়ে যাওয়া অনেব ভালো।এতে করেরে ট্রেডে অনেক ভালো ধারনা তৈরী হয়।যেকোন স্ট্রাটেজি ডেমোতে টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।ডেমোতে রিয়েল ট্রেডের মত ইমোশন কাজ করে না, তাই ডেমোতে যতই প্রফিট হোক না কেন, রিয়েলে তার প্রয়োগ ঘটে না।
-
ফরেক্স ট্রেড ডেমো এবং রিয়াল দুটুতেই ট্রেড করে থাকি। কারন ডেমো একাউন্টে ট্রেড করি শুধু অবিজ্ঞতা অর্জনের জন্য। ডেমো একাউন্টে যদি নতুন কোন থিউরি এপ্লাই করি আর সেটাই যদি সফলতা অর্জন হয় তবে তা রিয়াল একাউন্টে এপ্লাই করি।
-
ফরেক্স মার্কেট এ আমি যেহেতু নতুন তাই আমি ডেমো ট্রেড করছি। আমি এখনো ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেমো ট্রেড করে ফরেক্স ট্রেড আয়ত্ত করার চেষ্টা করছি। ডেমো ট্রেড এ দক্ষ হলে অবশ্যই রিয়েল ট্রেড করব।
-
অনেক ট্রেডার আছেন যারা ট্রেড না করলে ভালো লাগে না। তাদের আমার দৃষ্টিকোন থেকে দুইটা একাউন্ট থাকলে ভালো হয়। কেননা যে একাউন্ট এ ডলার বেশি সেটায় কম ট্রেড নিল আর যেটা্য় ডলার কম সেটায় ছোট ছোট স্কালপিং করল। এতে দেখা যাবে সেখানে বড় একউন্ট লসের পরিমান কমবে। আর ছোট একাউ্নট এ বিভিন্ন স্ট্রেটিজি পরীক্ষা করতে থাকল।নতুন অবস্থায় অনেক কিছুতে অজ্ঞ থাকার পরও এভাবে ট্রেডিংয়ে আসা ঠিক নয় কিন্তু আমাকে তো সামনে এগোতে হবে তা না হলে আমি শিখব কিভাবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডেমোর পাশাপাশি রিয়েল ট্রেডিংটাও কন্টিনিউ করব।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন একজন ট্রেডার। আমি ফরেক্স মার্কেট সম্পর্কে শেখার চেষ্টা করছি ডেমো অ্যাকাউন্ট থেকে। আমি এখনো রিয়েল ট্রেডিং শুরু করি নাই রিয়েল ট্রেনিং শুরু করার পূর্বে আমি ডেমো একাউন্ট প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করে তারপরে রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং শুরু করব। তবে হ্যাঁ একজন ফরেক্স ট্রেডার ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করলে সে অনেক কিছু ধারনা পাবেন ডেমো একাউন্ট থেকে। কারণ ডেমো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট একই। একটার মানি উইথড্র করা যায় আরেকটা মানি উইথড্র করা যায় না শুধু এইটুকুই তফাৎ।
-
আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে অভিজ্ঞ হওয়ার জন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড চালিয়ে যাওয়া অনেব ভালো।এতে করেরে ট্রেডে অনেক ভালো ধারনা তৈরী হয়।যেকোন স্ট্রাটেজি ডেমোতে টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।তাই আমার মতেও রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করে যেতে হবে দীর্ঘদিন পর্যন্ত।
-
না, আমি ঠিক ফরেক্সের জেনুইন মার্কেটের বিনিময় করেছি, তবে আমি খাঁটি বাজারে যাওয়ার আগে আমি বেশ কিছুক্ষণ ফরেক্স ডেমোসের বিনিময়ে নিজের প্রবণতা এবং অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। এছাড়াও, আমি মনে করি সত্যিকারের এক্সচেঞ্জিং প্রবণতা বৃদ্ধি এবং অভিজ্ঞতার বৈদেশিক মুদ্রার অভিজ্ঞতা অর্জনের জন্য সবচেয়ে আদর্শ পদ্ধতিটি এই ডেমো এক্সচেঞ্জের পর্যায়ে রয়েছে।
-
আমি আপনার সাথে একমত, ডেমো আর রিয়েল ট্রেড করলে অভিজ্ঞতা আরো বারানো যায়।আমার ও লাইভ একাওন্ট এর পাশাপাশি একটি ডেমো একাওন্ট আছে।লাইভ এর চেয়ে ডেমোতে এক্টু বেশি ট্রেড করে থাকি।
-
আসলে আমি মনে করি, ফরেক্সে অভিজ্ঞ হওয়ার জন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করা ভালো।এতে করে ট্রেডে অনেক ভালো ধারনা তৈরী হয়।যেকোন স্ট্রাটেজি ডেমোতে টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার সুযোগ থাকে।ডেমোতে রিয়েল ট্রেডের মত ইমোশন কাজ করে না, তাই ডেমোতে যতই প্রফিট হোক না কেন, রিয়েলে তার প্রয়োগ ঘটবে না।এজন্য রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করা উচিত।