-
ভাই আমি ফরেক্স মাকেটে কিছু মাস ধরে করছি আমি ফরেক্স মাকেটে দিনে ৪ থেকে ৫ ঘন্টা সময় দিয়ে থাকি ফরেক্স | আমি মনে করি ফরেক্স মাকেটে যদি ৫ থেকে ৬ ঘন্টা সময় দিয়া যায় তবে ফরেক্স মাকেটে সম্পরকে ভাল ভাবে গেন অজন করা সম্ভব | আমি ফরেক্স থেকে আয় করতে চাই তাই আমি ফরেক্স মাকেটে বেশি বেশি সময় দিয়ে ফরেক্স থেকে বেশি বেশি আয় করতে চাই | আমি মনে করি ফরেক্স থেকে একদিন ভাল কিছু আয় করতে পারব |
-
ব্যক্তিগতভাবে আমি বলবো প্রতিদিন আমি ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্যায় করে থাকি এই সময়ের মধ্যে আমি মার্কেট অ্যানালাইসিস করি,ট্রেড ওপেনের আগে মানিম্যানেজমেন্ট করি,অভিজ্ঞ ফরেক্স মার্কেট বিশ্লেষকদের দেওয়া অ্যানালাইসিসের সাথে নিজের অ্যানালাইসিস কমপেয়ার করি অবশেষে ট্রেড ওপেন করি।
-
আমি ফরেক্স এ অনেক সময় দিয়ে থাকে। আমি ফরেক্স মার্কেট এ ২৪ ঘন্টার মধ্যে আমি বেশীর ভাগ ফরেক্স এ সময দিয়ে থাকি। আমি দিনে কলেজ করে আমি বাকি সময় টুকু ফরেক্স এ সময় দিয়ে থাকি। আমি প্রতিদিন ফরেক্স এ ৩ থেকে ৫ ঘন্টা ফরেক্স এ সময় দিয়ে থাকি। আমার ইচ্ছে যে আমি ফরেক্স মার্কেট এর একজন ভাল ট্টেডার হয়ে আমি কাজ করে ফরেক্স থেকে আয় করব এবং আমি নতুন নতুন ট্টেইনাদেরকে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা উপহার দিব।
-
প্রতিদিন আমি ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্যয় করে থাকি । ফরেক্স মার্কেটে যত বেশি সময় দেওয় যায় ততই বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করা যায় । আমার ইচ্ছে ফরেক্স কে আমার ফুল টাইম পেশা হিসেবে নেয়ার । অামরা ফরেক্স মার্কেটের একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য যা কিছু দরকার সব চেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ।
-
আমি আগে জব করতাম এখন আমি আর কিছু করি না । আমি অনেক শুধু ফরেক্স ব্যবসা করি । আমি এখন ফরেক্স ব্যবসায় অনেক বেশি বেশি সময় দেই । আমি মনে করি যারা ফরেক্স ব্যবসায় সময় দেয় না তারা কখও অনেক ভাল ট্রেডার হতে পারে না । তাই আমি বলতে পারি যে আমাদের ফরেক্সে অনেক সময় দেয়া উচিত ।
-
আপনি ফরেক্স এ কত সময় দিবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি যদি বেশি সময় দেন তাহলে মার্কেটট অভিজ্ঞতা আপনার বাড়বে। আর আপনি মার্কেট ট্রেন্ড ধরতে পারবেন। আবার যারা মার্কেট এ দক্ষ তারা মার্কেট এ আসে দেখে এন্ট্রি নিয়ে বের হইয়ে যায় কারন তারা মার্কেট ট্রেন্ড ধরা শিখে গেছে। আর এটা যে যত বেশি সময় দিবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে।
-
সারাদিনই প্রায় ফরেক্স নিয়েই থাকি আর এর জন্য ক্ষতিও হচ্চে। কারন ফরেক্স এ এতো বেশি সময় দেওয়া যাবে না কারন কিছু কিছু সময় আছে যা ট্রেড করার জন্য ভাল নয়। ফরেক্স ট্রেড করতে হলে মার্কেট নিয়ে দিনে 1 ঘন্টা আলোচনা করাই ভাল আমি মনে করি।
-
প্রথম অবস্থায় ফরেক্স এ বেশি সময় দেয়া ভাল। কারন অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনাকে অব্যশই একটা বিষয়ের উপর সময় দিতে হবে। তা না হলে আপনি এতে দক্ষতা অর্জন করতে পারবেন না। ফরেক্স এ আমি ৩-৪ ঘন্টা সময় দেই। আমি যত টুকু পারি মার্কেট এর সাথে আপডেত ঠাকাড় চেষ্টা করি।
-
ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য যথেষ্ট সময় দরকার। অল্প সময়ে মার্কেট সম্পর্কে ভালো ধারনা করা সম্ভব না। তাই একটু বেশী সময় নিয়ে এনালাইসিস করা ভালো। আমি ১ ঘন্টার বেশি সময় নিয়ে এনালাইসিস করে থাকি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট যারা সারাদিন বসে থাকেন তারাই বেশীর ভাগ লস করেন। তাই আমি এখন আমার স্ট্রেটিজি পরিবর্তন করেছি। প্রাইচ একশন ট্রেডিং ই সবেচ্এয়ে ভালো। কারন লং টাইম এ মার্কেট দেখতে হয়।