-
ফরেক্স মার্কেট এ আমার সব সময় প্রফিট হয় না। এক সময় লাভ হয়, আবার এক সময়তে লস ও হয়। তবে আমি বেশীর ভাগই ফরেক্স এ লাভ করে থাকি। আমি ফরেক্স মার্কেট এ মাসে গড়ে ৩-৪ ডলার এর মত প্রফিট হয়। তবে আমি কিন্তু রিয়েল একউন্ট এ লাভ করি নি। আমি এখন ডেমো একাউন্ট এ লাভ করেছি।
-
ফরেক্স মার্কেটের ট্রেড করে ফফিট করাটা খুব একটা সহন কাজ না বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেটে যারা নতুন তারা হয়ত ভাবতে পারে যে ট্রেড করতে পারলেই বুঝে লাভ করা যায়। আমার প্রতিদিন গড়ে ৩-৫ডলার ইনকাম করতে পারলেই আমি নিজেকে ট্রেডার হিসাবে ধরবো। তাই আমার এটাই হবে টার্গেট।
-
সকলেরই উচিত একটি নির্দিষ্ট লক্ষ ঠিক রেখে ফরেক্স করা। লক্ষ ঠিক না রাখতে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই সবার আগে লক্ষ ঠিক করুন। তারপরে ফরেক্স করুন। আমার ও একটি লক্ষ আছে আর সেটা হল নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা। আমি প্রতিদিন নির্দিষ্ট করে কোন টার্গেট রাখি না। কারন- আমি জানি প্রতিদিন মার্কেট আমার অনুকুলে থাকবে না। প্রতিদিন ফরেক্স মার্কেট হতে লাভ করা সম্ভাব নয়। তাই আমি সময় এবং সুযোগের অপেক্ষায় থাকি। এবং সুযোগ পেলে ট্রেড করি।
-
সাধারণত আমি একজন লং-টার্ম ফরেক্স ট্রেডার,আমি প্রতেক দিন এর প্রফিট এর হিসাব করিনা,আমি মাসিক টার্গেট এ ট্রেড করে থাকি,আমার মাসিক ১০০০ পিপস প্রফিট টার্গেট থাকে,সেই হিসেবে আমি মাস শেষ এ লাভ এবং লস মিলে ১০০০ পিপস সহজে ইনকাম করে থাকি,সবার এ লং প্রফিট এর টার্গেট নেওয়া উচিত।
-
আমার প্রতিদিনের গড় প্রফিট ৩ ডলারের মত যা হয়তো অনেক কম তবে আমি লাভ করতে পারছি নিয়মিত এটাই আমার জন্য যথেষ্ট। আমি এখনো যেহেতু শিক্ষনীয় পর্যায়ে আছি তাই আমার জন্য এতটুকু প্রফিটই যথেষ্ট আশা করি প্রফিট ধীের ধীরে বাড়বে।
-
আমি ফরেক্স মারকেট এ নতুন একজন ট্রেডার আমি আসলে অল্প কিছুদিন ধরে ট্রেড করি তাই আমর গড় প্রফিট নির্দিষ্ট করে হিসাব করি নি তবে আনুমানিক ৫% হবে হয়ত কিন্ত যদি ফরে ভালো ভাবে শেখা যায় তা হলে আমরা অনেক প্রফিট আয় করতে পারব আপনি যদি ঠান্ডা মাথায় কাজ করেন সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনার প্রতিদিনে গড়ে ১ পারসেন্ট আসবে মাস শেষে দেখবেন আপনার যা ব্যলান্স ছিলো তার থেকে ৩০ পারসেন্ট লাভ হবে ।
-
আমার মতামত আপনাদের থেকে একটু আলাদা। আমার লক্ষ্য হলো মাস শেষে (২০-৪০)% প্রফিট করা। আর আমার এই লক্ষ অর্জনের জন্য আমি সবসময়ই মানি-মেনেজমেন্ট মেনে ট্রেড করি। এখন পর্যন্ত আমি আমার লক্ষ অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি এভাবেই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবো।
-
ফরেক্স মার্কেটের ট্রেড করে ফফিট করাটা খুব একটা সহন কাজ না বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেটে যারা নতুন তারা হয়ত ভাবতে পারে যে ট্রেড করতে পারলেই বুঝে লাভ করা যায়। আমার প্রতিদিন গড়ে ৩-৫ডলার ইনকাম করতে পারলেই আমি নিজেকে ট্রেডার হিসাবে ধরবো। তাই আমার এটাই হবে টার্গেট।
-
আমি মনে করিয়ে দিতে চাই যে ফরেক্স মার্কেটে যে যত কম রিস্ক নিয়ে টিকে থাকতে আরে এভারেজে সে ই সফল হতে পারে। কেও একজন পর পর কয়েক দিন ১০ ডলার প্রফিট করে পরে যদি এক দিনে সব টা ক্ষতি করে ফেলে তবে সেটি অবশ্যই খুব ই দুঃখজনক ব্যাপার। আমাদের লস কম করার জন্য লাভ ও কম করতে হবে। ইজি একটা টার্গেট সেট করে নিতে হবে তাহলে সুবিধে হবে। আমার গড় প্রফিট আমি সেট করেছি ২ ডলার
-
বৈদেশিক এ বাণিজ্য বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাদের অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। দৈনিক বা মাসিক ভিত্তিতে আমাদের যে লাভ অর্জনের একটা লক্ষ্য থাকবে সেটা আমাদের নিজেদের ই খুব গভীর ভাবে ভেবে নির্ধারন করতে হবে। এই লাভের অর্জনের লক্ষ্যের উপর অনেক কিছুই নির্ধারন করে থাকে। অধিক লক্ষ্য নির্ধারনের ফলে আমাদের অনেক বেশি পরিমান হিসেব খুলতে হয় যার ফলে আমাদের ক্ষতি হয়ে যাবার সম্ভবনা থেকে যায়। সুতরাং লক্ষ্যের প্রতি দায়িত্বশীল হোন