ভাল ট্রেডারদের উচিত নতুন দের পরামরশ দেয়া তারা কিভাবে ট্রেড করলে প্রফিট করতে পারবে । তাদের ক্যাশ ন জিরো হবার ভয় থাকে না । বিষয়টি অনেক মানবিক এবং কল্যান মূলক কাজ হবে বলে আমি মনে করি । আপনারা কি বলেন ।
Printable View
ভাল ট্রেডারদের উচিত নতুন দের পরামরশ দেয়া তারা কিভাবে ট্রেড করলে প্রফিট করতে পারবে । তাদের ক্যাশ ন জিরো হবার ভয় থাকে না । বিষয়টি অনেক মানবিক এবং কল্যান মূলক কাজ হবে বলে আমি মনে করি । আপনারা কি বলেন ।
আমি এখানে কাজ করে একটা শিক্ষা নিয়েছি সেটা হল যে বেশি কাজ করবে সে বেশি শিখবে আর যারা কাজ কম জানে বা কাজ কম শিখবে তারা কাজ কম পারবে তাছাড়া যার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকেআমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি এছাড়া ফরেক্স শিখায়
খুব ভালো প্রসঙ্গ৷ধন্যবাদ৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷যা গুরুত্ত্বপূর্ণ তা হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ৷ স্টাডির জন্য অবশ্য্ই ভালো কোনো ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে হয়৷সাফল্য আসবেই৷
ফরেক্স এ দক্ষ হতে হলে অবশ্যই কোনো বড় ভাই যে অনেক দিন ধরে ফরেক্স এর সাথে জরিত তার নির্দেশনা মেনে চলতে হবে।আর সবচেয়ে ভালো হলো অনেক দিন কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে আর লোভ করা যাবে না তবেই ফরেক্স এ সফল হওয়া যাবে।
ফরেক্স মার্কেট এ লাভ করা যেমন কঠিন, আবার কার কার কাছে এই ফরেক্স মার্কেট থেকে আয় করা বা লাভ করা অনেক সোজা। কারন যারা ফরেক্স মার্কেট এর অনেকটা জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে কাজ করছে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারেছ। ফরেক্স শিখার জন্য অনেক অপশন আছে। যেমন, কেউ বিভিন্ন ধরনের ভিডিও দেখে, কেউ ই-বুক পরে, আবার কেউবা ফরেক্স মার্কেট এর ডেমো প্রাকটিস্ করে এই ফরেক্স শিখছে। আমার মতে আপনি ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের ভিডিও ও ডেমো প্রাকটিস করে ফরেক্স শিখতে পারেন।
ফরেক্স ট্রেডিং বিষয়ে অনেক ভাল জ্ঞান রাখা প্রত্যেক ট্রেডারেরই উচিত কারন তাতে করে অনেক ভাল প্রফিট লাভ করা যায় আর সেই ট্রেডিং জ্ঞান লাভ করতে হলে শুরুতে নিয়মিত ভাবে ডেমো ট্রেডিংযে অনুশীলন করতে হবে। আমি যখন প্রথম ফরেক্স ট্রেডিং জগতে প্রবেশ করি সেই সময় আমি প্রথমে ডেমো ট্রেডিংয়ে সময় দিতাম এবং নিয়মিত ভাবে অনুশীলন করতাম এভাবে অনুশীলনের পর অনুশীলন করে আমি ট্রেডিং বিষয়ে দক্ষতা লাভ করেছি।
ফরেক্স মার্কেটে আয় নির্ভর করে দক্ষতার উপর । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
না আমি নিজেকে এখনো সফল ট্রেডার বলব না। তবে নিজের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে ধৈর্য্য ধরে ফরেক্স করতে হবে। একটি ট্রেড ওপেন করার পরে আপনাকে লাভ না আসা পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। কখনোই ওভার ট্রেড করা যাবে না। সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা যাবে না। মার্কেটের মুভমেন্ট না বুঝে ট্রেড করলে আপনার লস হবে। তাই ট্রেড ওপেন করার আগে মার্কেট নিয়ে ভাল ভাবে এ্যানালাইসিস করুন। ফরেক্স এ এ্যানালাইসিসের কোন বিকল্প নাই। হতাশ হওয়া চলবে না। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল ধারনা আপনার থাকতে হবে।
ফরেক্স শিখার জন্য আপনাকে সর্বপ্রথম মাইন্ড সেট করতে হবে । এরপরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিক কি করলে আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন সেটা । আপনাকে নিয়মিত ইন্টারনেনেটে কোন একটা স্বিকৃত ও বিশ্বস্ত সাইটে ফরেক্স নিয়ে স্টাডি চালিয়ে যেতে হবে । ফরেক্সে যত বেশি শিখার আগ্রহ রাখবেন তত বেশি শিখতে পারবেন ।
আমরা কেঊ কোনো সফল ট্রেডারের ট্রেড স্ট্রাটেজী জানি না,হয়ত সেভাবে জানাও সম্ভব না তাই ফরেক্স শিখতে হলে এবং ভালো ট্রেডার হবার জন্য গুগোল, এবং ডেমো ট্রেড আমাদের সথেকে ভালো সাহায্য করতে পারে। তাই আমাদের কোনো ট্রেডারের উপর নির্ভর না করে সাঈট ভিজিট করে ট্রেড শিখে ডেমো ট্রেড করা উচিত।তারপর সফল হলে আমরা লাইভ ট্রেড করতে পারবো।