-
ফরেক্সে এক টি ট্রেডিং মারকের। এখানে লাভ লস দুই টা হতে পারে। এটি এক ধরনের শেয়ার মার্কেট। কিন্তু এখানে ২ টা টাইফ এর ট্রেড করা হয় বাই (buy) এবং সেল (sell)। কোন মার্কেট এ ট্রেড করার পরে যদি লস হয় তাহলে ট্রেডিং লাইন বিপরিতে যাচ্ছে আর আর লাভ হইলে এইটা বিপরিত।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে লাভ লস হয়ে থাকে। ফরেক্স মার্কেট মূলত একটি মুদ্রা এক্সচেঞ্জ বাজার।
-
আপনি মনে করেন একটি করেন্সি পেয়ার এর উপর একটি পয়েন্ট বাই বা সেল ধরলেন এখন যদি মার্কেট আপনার পক্ষে যায় তবে লাভ হবে আর যদি মার্কেট আপনার বিপক্ষে যায় তবে লসে পড়ে যাবেন অবশ্যই সেটা নির্ধারণ করবে কত পিপস আপ ডাউন করেছে।
-
ফরেক্স মার্কেটে আমরা যেভাবে প্রফিট করে বা লস করে তাহলে আমরা বিভিন্ন পিয়ারে বা মেটালে কিংবা এলার্জি প্রডাক্টকে বাইপাসের এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের ট্রেডিং করে থাকি। সেই ট্রেডকৃত পেয়ার যদি আমাদের মার্কেটের নিয়ন্ত্রণে মার্কেট মুভমেন্ট করে তাহলে প্রফিট হয়, আর যদি আমাদের নিয়ন্ত্রণে বিপরীতে মুভমেন্ট করে থাকে তাহলে লস হয়ে থাকে। কোন পেয়ারে বাই দিলে মার্কেট প্রাইস যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রফিট হয়ে, আবার যদি হ্রাস পায় সে ক্ষেত্রে লস হয়। তাই আমাদের সঠিকভাবে এনালাইসিস করে বাই বা সেল দিতে হয়।
-
ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার সময় দেখতে পারবেন সেখানে দুটো অপশন আছে একটা বাই আরেকটা সেল। অর্থাৎ আপনি যদি কোন পেয়ারে বাই মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং তারপর যদি ঐ ওপেনকৃত ট্রেডটি ডাউন মুখি চলে যায় তাহলে আপনি লস খাবেন আর যদি আপমুখী চলে যায় তাহলে আপনি লাভবান হবেন। ঠিক তেমনি কোন পেয়ারে সেল মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং সেটা যদি আপ মুখী চলে যায় তাহলে আপনার লস হবে এবং পরবর্তীতে যদি সেটা ডাউনমুখী যায় তাহলে আপনি লাভবান হবেন।
-
শেয়ার বাজারের সাথে এর মিল থাকলেও শেয়ার বাজারের সাথে এর মূল পার্থক্য হলো শেয়ার বাজার এক মুখী আর ফরেক্স মার্কেট দ্বিমুখী। এখানে মার্কেট যেদিকেই যাক না কেন আপনি লাভ লস করতে পারবেন। আপনি বাই নেয়ার পর মার্কেট উপরে গেলে লাভ হবে, নীচে আসলে লস হবে।কোন ট্রেড ফরেক্সে ওপেনের পর মার্কেট যদি ঐ ট্রেডের বিপরীর্তে এন্ট্রি নেয় বা মুভ করে তা হলে সেক্ষেত্রে ঐ ট্রেডে লস করে থাকি অপর দিকে কোন ট্রেড ওপেনের পর মার্কেট মুভমেন্ট যদি ঐ ট্রেডের অনুকূলে মুভ করতে থাকে তাহলে লাভ।
-
এক্সচেঞ্জ রেট হল একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত। যেমনঃ usd/chf এর এক্সচেঞ্জ রেট নির্দেশ করে, কত ইউ. এস. ডলার এর বিনিময়ে ১ সুইস ফ্রাঙ্ক কেনা যাবে, অথবা ১ ইউ. এস. ডলার কিনতে কত সুইস ফ্রাঙ্ক প্রয়োজন।কিভাবে ফরেক্স কোটেশন পড়তে হয়,প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়।
-
ফরেক্স মার্কেটে এই মুদ্রা ট্রেড করা হয়ে থাকে। ট্রেড দুই প্রকার। বাই ট্রেড ও সেল ট্রেড। এই দুই ভাবেই ট্রেড করে আপনি লাভ করতে পারেন। ফরেক্স ব্যবসার পূর্ব শর্ত হল ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানা তার পর ফরেক্সে ট্রেড করা । ফরেক্স মার্কেট থেকে অর্থ লাভ করা খুবই কঠিন । অনেকে লাভ করতে গিয়ে ক্ষতির সম্মুক্ষীন হয় । ফরেক্স বিষয়ে জ্ঞান না থাকলে, না বুঝে ট্রেড করলে, আবেগ থাকলে ফরেক্স লস হতে পারে। একই ভাবে ফরেক্স এর জ্ঞান, জেনে বুঝে ট্রেড করলে।
-
আমরা সবাই জানি যে ফরেক্স ব্যবসাতে লাভ ও লস আছে । শুধু ফরেক্স ব্যবসাতে নয় সব ব্যবসাতে লাভ ও লস আছে । আমি মনে করি ফরেক্স ব্যবসা শুধু বাই ও সেল দেওয়া । কিন্তু লাভ ও লস হওয়ার কারন হলো দিলাম বাই কিন্তু ট্রেন্ড গেলো নিচে । তখন তো লস হবে । আমি মনে করি এই ভাবেই ফরেক্স ব্যবসাতে লাভ ও লস হয়ে থাকে ।
-
একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। সব ফরেক্স কোটেশনে ২ টি প্রাইস দেখান হয়। বিড এবং আস্ক। প্রায় সবক্ষেত্রে বিড প্রাইস, আস্ক প্রাইস থেকে কম হয়। বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়।ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার।এখান এক কারেন্সির বিপরীতে অন্য কারেন্সি উঠানামা করে।তাই এখানে আপনি বাই অথবা সেল দুটো করেই লাভবান হতে পারবেন।যেমন ধরুন gbp/usd আপনি যদি এই কারেন্সিতে ট্রেড করেন তবে gbp এর বিপরীতে usd এর মান কমবে নাকি বাড়বে সেটা বুঝে বাই অথবা সেল করতে পারবেন।যদি usd এর মান কমে তবে buy এবং usd এর মান বাড়লে সেল দিবেন এভাবেই লাভ লস করবেন।