ফরেক্স এত যে সহজ তা কিন্তু না ।ফরেক্স এ ট্রেড করতে গিয়ে ৯০% লোক লস খাই ,কেন না তারা ফরেক্সের রুল মেনে চলে না এবং তাদের কন অভিজ্ঞতা না নিয়েই ট্রেড করা শুরু করে দেই ।তাই তাদের এত লস হয়। আমাদের ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে শিখে নিয়া দরকার ।
Printable View
ফরেক্স এত যে সহজ তা কিন্তু না ।ফরেক্স এ ট্রেড করতে গিয়ে ৯০% লোক লস খাই ,কেন না তারা ফরেক্সের রুল মেনে চলে না এবং তাদের কন অভিজ্ঞতা না নিয়েই ট্রেড করা শুরু করে দেই ।তাই তাদের এত লস হয়। আমাদের ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে শিখে নিয়া দরকার ।
অনেকেই আছে যারা টাকার লভ করতে গিয়ে ,ফরেক্স একটু শিখেই ট্রেড করা শুরু করে দেই ,আর ট্রেড করলেই লস খাই এইটা প্রথম লস এর কারন বলে আমি মনে করি ।ফরেক্স বিষয় টা এত সহজ না ভাল ভাবে শিখতে হবে জানতে হবে তাছাড়া ফরেক্স এ লাভ করা সম্ভব নই ।
ফরেক্স লস এর কারন হতে পারে শুধু আপনার কারনে ,যেম্ন না বুজে ট্রেদ কর ,বাজার টা ভাল করে বুঝা ।এই সব না বুজতে পারলে ট্রেড করা থাকে বিরত থাকুন ।তাছারা আপনার অনেক লস র পরিমান বেশি হত্র পারে বলে আমি মনে করি ।তাই বুজে শুনে ট্রেড করুন ।
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।
ফরেক্স লসের কারণ প্রথম এবং প্রধান হচ্ছে অতিরিক্ত এক্সাইটমেন্ট। আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে। তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয়। ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে।
আমরা ফরেক্সে লস করি আমাদের ভুলের কারনে । কারন আমাদের ধৈর্য অনেক কম বলে আমরা প্রতিকূল অবস্থার শিকার হই । আমাদের অভিজ্ঞতা কম আমরা তাড়াহুড়া করে যেখানে সেখানে ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করি বলেই লস খাই এমনকি সেটাকে রিকভার করার জন্যে আরও একটা ভুল জায়গায় ট্রেড ওপেন করি এ চিন্তায় যে এবার লাভ হবে কিন্তু আবারও লস খাই কারন আমাদের দক্ষতার অভাব । আর এগুলোই আমাদের ফরেক্সে লসের মূল কারন হয়ে দাঁড়ায় ।
ফরেক্স মার্কেটে লস তারাই করে যারা বেশির ভাগ সময় ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করে এবং উক্ত লস কভার করার জন্য আরোও বেশি ভূল করে অতিরিক্ত ট্রেড ওপেন করার ফলে। আর অল্পতেই ট্রেডাররা ধৈর্য্যহারা হয়ে যায়। উক্ত কারণগুলোর জন্যই বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে।
ফরেক্স মার্কেট এ লস হয় ট্রেডারদের অবিজ্ঞত্র অভাবের কারনে আর ভালো জ্ঞান না থাকার কারনে তাই নতুন ট্রেডারদের বলব লস থেকে বাঁচতে হলে আপনাকে আগে ডেমোর দিকে ভালোভাবে প্রাকটিস করতে হবে তাহলে আপনে লস কম করবেন আর নতুন ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় ট্রেডার অতিলাভের আসায় ট্রেড ওপেন করে বসে এবং পরে অনেক বেশি লস করে বসে।
বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ প্রত্যেক ব্যাবসায় লাভ লস রয়েছে। তবে ফরেক্সে যদি সঠীক ভাবে ট্রেড করা যায় তাহলে লসের সম্ভাবনা অনেক কম থাকে। ফরেক্সে দক্ষতা দ্বারা যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি লস খাবেন না।