ফরেক্স থেকে মাসে ফিক্সড আয় কত হবে তা বলা যাবে না। কারন এটি একটি ব্যবসা। আর একমাত্র শুধু আপনি চাকরি করেই একটা নির্দইশ ঙ্কাম হবে। ফরেক্স থেকে কোন মাস এ বেশি আবাব্র কোন মাসে কম প্রফিট করতে পারেন।
Printable View
ফরেক্স থেকে মাসে ফিক্সড আয় কত হবে তা বলা যাবে না। কারন এটি একটি ব্যবসা। আর একমাত্র শুধু আপনি চাকরি করেই একটা নির্দইশ ঙ্কাম হবে। ফরেক্স থেকে কোন মাস এ বেশি আবাব্র কোন মাসে কম প্রফিট করতে পারেন।
আমি মনে করি আমাদের শুরুতে কম টার্গেট নেও্যাই ভালো। টার্গেট ছোট হলে যেমন সেটা কমপ্লিট করতে সুবিধা আবার লস হলে সেটা রিকভার করাও সুবিধা। আমি এ মাসে অনেক পরিমান টাকা লস করেছি। ১২ ডলার লস হয়ে গেছে আমার। এখন আমি লস রিকভার করতেছি। আমি সাম্নের মাসে লস রিকভার সহ মোট ৩০ ডলারের টার্গেট নিয়েছি। আমি ৩০ না পারলে যদি ২০ ডলার ও ফিলাপ করতে পারি আমি তাতেও খুশি হবো
Newbies কোন ভাল দক্ষতা আছে তাই তারা শুরুতে ক্ষতি পেতে আমাদের নিয়মিত একটি সমুদ্রের মতো শেখার দরকার যেখানে আমাদের শেখার এবং উপার্জনের কোনও শেষ নেই তাই কেবল এখানে আপনার শেখা উপভোগ করুন এবং কেউ যদি একবার সে শিখতে পারে তবে এই বাজার থেকে ভাল লাভ করুন make বাজারে মাস্টার ক্লাস ব্যবসায়ী এবং তার প্রয়োজনের চেয়ে আরও বেশি মুনাফা অর্জন করবে।
মত আমাকে এই বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে বলে অমি মনে করি ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই যোগ্যতা বা দক্ষতাটাকেই প্রথমে বড় করে দেখতে হবে কেননা দক্ষতাই টকা নিয়ে আসবে এখানে দক্ষতাই মূল পুঁজি আমি দক্ষতা অর্জনের জন্যই প্রয়াস চালাচ্ছি।
আমি তেমন আয় করতে পারি নাই, আয় এর চেয়ে লস করি অনেক। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি চেষ্টা করছি মার্কেটে টিকে থাকার জন্য।
আমি এই প্রথমবার এই মাস থেকে ফোরামে পোস্ট করা শুরু করেছে এবং এই মাসের এখনো বোনাস পাইনি যার জন্য এখনো ট্রেডিং করেনি যখন ট্রেডিং করব আরকি বোনাস পেয়ে ট্রেডিং করব তখন হয়তো দৈনিক ইনকাম অনেক অনেক থাকবে।
ফরেক্স থেকে মাসে কত টাকা আয় করা যাবে সেটা সঠিকভাবে বলা যাবে না। কেননা এটি একটি শেয়ার ব্যবসার মত। এখানে শিওরভাবে কোন কিছু বলা যাবে না। কত টাকা আয় হবে সেটাও বলা কঠিন। আপনি যদি দক্ষ হয় থাকেন আর আপনার অনেক বড় ক্যপিটাল থাকলে আপনি মাসে প্রচুর পরিমান টাকা আয় করতে পারেন।
এখনো ফরেক্সে প্রফেশনালি ট্রেড করিনি।তাই আমার মাসিক আয় ঠিক হয়নি।
আমি ফরেক্স মার্কেটে মন দিয়ে কাজ করতেছি শুধু ভাল প্রফিট করার জন্য।আমি ফরেক্স মার্কেটে এসেছি ৩মাস হলো এর ভিতর আমি ৩৫ ডলার উইথড্র দিয়েছি।আশা করতেছি ফিউচারে আমি ভাল প্রফিট করে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবো।আমার এই বছরের টার্গেট হলো আমি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার আর পাশাপাশি ফোরাম থেকে বোনাস অর্জন করা।আর ২০২১ সালের টার্গেট আমি প্রতি মাসে মিনিমাম ১৫০ ডলার আয় করবো।সেই লক্ষ্যে আমি ফরেক্স মার্কেটে কাজ করতেছি।
ফরেক্স কে আমি পেশা হিসাবে এখনো নি নাই। তবে আমি মনে করি এটি একটি ভালো বিজনেস আয় করার জন্য। প্রয়োজন দক্ষতা বৃদ্ধি। আর ভালো ট্রেড্রার হতে পারলে ১০০ ডলার দিয়েও মাসে ৩০-৪০%চলে আসবে। আর ধারাবাহিক ট্রেড করলে ৫ থেকে ১০% মাসে অনেক অনেক বেটার।