আমি বের্শি ট্রেড করি যখন আমার এনালাইসিস বাই সিগন্যাল দিচ্ছে কিন্ত মার্কেট প্রাইস নেমে যাচ্ছে তখন সামর্থ অনুযায়ী মানিমেনেজম্যান্ট মেনে বেশি ট্রেড করে থাকি। গড় লাভে সকল ট্রেড ক্লোজ করে দেই।
Printable View
আমি বের্শি ট্রেড করি যখন আমার এনালাইসিস বাই সিগন্যাল দিচ্ছে কিন্ত মার্কেট প্রাইস নেমে যাচ্ছে তখন সামর্থ অনুযায়ী মানিমেনেজম্যান্ট মেনে বেশি ট্রেড করে থাকি। গড় লাভে সকল ট্রেড ক্লোজ করে দেই।
আমি বলবো প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
আমি কোন নির্দিষ্ট সময়ে মার্কেটে ট্রেড করি না সবসময়ই মার্কেটে ফলো করি যখন দেখি মার্কেট কোন একটি দিকে মুভ করতে পারে তখন এনাললাইসিস করেই ট্রেড করার চেষ্টা করি যাতে আমি প্রফিট করতে পারি।
আমি স্কাল্পিং করে জিবনে অনেক লস করেছি। আগে ভাবতাম বেশি ট্রেড মানেই বেশি লাভ। আসলে বিষয়টা পুরোটাই উলটা। যে ট্রেড একাউন্ট এ রিস্ক তত বেশী। আমি এখন লং ট্রেড পছন্দ করি। লং ট্রেড এর দাধ্যমে আমরা মার্কেট এ দীর্ঘ সময় টিকে থাকতে পারি।
ফরেক্সে কখনো বেশি ট্রেড করা উচিত না । আমি কখনো ফরেক্সে বেশি ট্রেড করিনা । তার কারন হল যখন আমার ডলার কম থাকে তখন অনেক বেশি ট্রেড ওপেন অবস্থায় থাকলে মারকেট আমার বিপরীতে গেলে প্রফিটের চিন্তা করা যায় না বরং লসের সম্ভাবনা বেশি থাকে ।তাই ব্যালেন্স অনুযায়ি অল্প ট্রেডই করা ভাল।
প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
আমি একসাথে বেশী টেড করি না। কেননা একসাথে বেশি রিস্ক নিলে আমাদের একাউন্ট এর জন্য ক্ষতিকর। একাউন্ট সেফ রাখার জন্য একসাথে অল্প ট্রেড করা উচিত। একসাথে বেশি না অল্প ট্রেড করে আপনাকে আস্তে আস্তে ফরেক্স এ বিজয় লাভ করতে হবে।
ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা মার্কেট সপ্তাহে ৫ দিন ওপেন থাকে সোমবার থেকে শুক্রবার তাই আমরা এই ৫ দিন যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি আর ফরেক্স মার্কেট ট্রেড করতে কোন সময় নেওয়া যায় আমি তা নিয়ে বিবেচনা করিনা কারন আগে মার্কেট এনালাইসিস করি যদি ভালো সিগনাল পাই তারপর ট্রেড ওপেন করি।তাই আমি মনে করি ট্রেড আপনে মার্কেট এর গতিবেগ বুঝে নিতে পারেন আর ট্রেড নেওয়ার জন্য কোন সময় প্রয়োজন হয় না।
ভাই আমি সাধারণত আমার সিস্টেমে এবং আমার এ্যানালাইসিস অনুযায়ী যখন দেখি মার্কেট আমার ফেবারে, তখন আমি ট্রেডিং এর জন্য পিপারেশন নিয়ে থাকি। তাই আমার ধারনা মতে আপনি যখনি কোন পজিশন পাচ্ছেন, তখন দেরি না করাটাই বুদ্ধিমানের পরিচয় হবে। কারন এই মার্কেটে ভাই কখন কি ঘটে তার কোন নিশ্চয়তা কেউ এখানে দিতে পারবে না। কেননা আপনার সিস্টেম যদি ভাল থাকে এবং আপনার সিস্টেমের উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনি যখন-তখন ট্রেড করে প্রফিট নিতে পারবেন।
আমি একজন চাকুরীজীবি আমি রাত ৮ টার পর সময় পাই. এ জন্য রাত ৮ থেকে ১০ পর্যন্ত ট্রেড করি. সারাদিন ফরেক্স মার্কেট একটু একটু করে দেকি। কিন্তু সন্ধ্যার পর থেকে ট্রেড করাটা অনেক ভালো বলে আমি মনে করি. এ সময় ইনডিকেটর অনেক বেশি ওটা নাম করে তাই অল্প সময় ট্রেড করে বেশ লাভ করা যাই.