হু,আমার চিন্তাভাবনা কয়েকজন মিলে একটা ফরেক্স ফার্ম তৈরি করা।রিস্কের জন্য কয়েকজন আগে বাড়ে না তাছাড়া ফরেক্স তাদের কাছে নতুন,এইটাও একটা কারন।
Printable View
হু,আমার চিন্তাভাবনা কয়েকজন মিলে একটা ফরেক্স ফার্ম তৈরি করা।রিস্কের জন্য কয়েকজন আগে বাড়ে না তাছাড়া ফরেক্স তাদের কাছে নতুন,এইটাও একটা কারন।
সন্দেহে ফরেক্স একটি ভাল পেশা এবং আমাদের মানব জীবনের জন্য অনেক মঙ্গল কর। যেকোনো কাজের বা পেশার পাশাপাশি ফরেক্স করা সম্ভব। তাই আমি যেমন আমার কাজের পাশাপাশি আরো আয়ের উৎস বাড়াচ্ছি সেই হিসেবে ফরেক্স পেশাকে বেছে নিয়েছি তাই আমার বন্ধুদের আমি ফরেক্স করতে উৎসাহিত করব। এতে করে আমার বন্ধুদের উপকার হবে এবং তারা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবে এবং দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।
ধন্যবাদ
অবশ্যই। আমাদের এই বাংলা ফোরামের মধ্য দিয়েই একদিন সারা দেশে এই ব্যবসার প্রচার ও প্রসার ঘটবে। তাই আমরা যে যতটুকুই জানি তা এই ফোরামের মধ্য দিয়ে একে অপরের সাথে শেয়ার করা উচিত। এখানে সবাই টীম ওয়ার্ক করলে আমরা বেশী বেশী লাভবান হতে পারব।
আমি যখন ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ হয়ে একজন সফল ট্রেডার হতে পারবো তখন সবাইকে উৎসাহিত করবো কারন আমি নিজে সফল না হয়ে ফরেক্স সম্মন্ধে প্রচার করা ঠিক হবেনা বলে আমি মনে করি।
হ্যাঁ আমি ফরেক্স করতে আমার বন্ধুকে অবস্যয় উৎসাহিত করবে কারণ ফরেক্স একটা আন্তর্জাতিক বানিজ্য আর ফরেক্স দিয়ে আনেক কিছু করা সম্ভব ।
ফরেক্স বিজিনেস এ আমি আমার এক বড় ভাই এর মারধ্যমে যুক্ত হয়,তারপর অনেক সাইট থেকে ফরেক্স বিষয় এ অনেক টপিক পড়ে এবং দীর্ঘ দিন ডেমো অনুশীলন করে ফরেক্স শিক্ষালাভ করি,তারপর থেকে আমি আমার অনেক বন্ধুকে এই বিজিনেস এ জইন করাই এবং তাদের ফরেক্স শিখতে সাহায্য করি।
আমার অনেক ফ্রেড এর সাথে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আলোচনা করেছি এবং ইনভেস্ট না করে যে ফরেক্স ট্রেডিং এ কাজ করা যায় সেই টা আমি তাদের কে বুজায়ছি।সকলেই এই সাইড এ কাজ করতে খুব আগ্রহ প্রকাশ করছে।বাংলাদেশের প্রতিটি মানুষ চায় তারা কোন ইনভেস্ট ছাড়ায় কাজ করতে আর যেই কাজ করবে সেই টা তে যেনো প্রফিট অবশ্যই হয় তাই আমি তাদেরকে উতসাহ করছি তারা খুবই পজিটিভ ভাবে নিছে।আর তাদেরকে ফরেক্স ফরাম সম্পর্কে বুজায়লাম তার জন্য বেশি আগ্রহী হয়ে পড়ছে।
ফরেক্স সম্পর্কে আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি। যদিও আমি এখনো ফরেক্স সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আসা করি ফরেক্স সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হলে অন্য বন্ধুদের ও এ ব্যাপারে উৎসাহী করে তুলতে পারবো।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, আমি একজন উৎসাহিত হয়ে এই ফরেক্স মার্কেটে নতুন জয়েন্ট করেছি । আর আমিও আমার বন্ধুদেরকে এই ফরেক্স মার্কেট সম্পর্কে বলে উৎসাহিত করি । তারা ও এই ফরেক্স মার্কেটে কাজ করতে চায় । যেহেতু আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমি ভালো করে যানি না যে কিভাবে এই ফরেক্স মার্কেটে নতুন একাউন্ট খুলতে হয়। এক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা করছি। ধন্যবাদ ।
আমি আমার সকল বন্ধুদেরকে এই ব্যবসা সম্পর্কে আগেই অবগত করেছিলাম এবং তার মধ্যে কয়েকজন এই ব্যবসা এখনও করতে আছে। তাছাড়া আমি যখন কোন নতুন কাউকে পাই যে কিনা ইন্টারনেট থেকে উপার্জন করতে আগ্রহী, তাকে আমি আগ্রহের সাথে এই ব্যবসা সম্পর্কে বলি এবং কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। আমার মতে যদি অন্যরা এই ব্যবসা হতে সুফল নিতে পারে তাহলে তারা খুব সহজেই তাদের কষ্টের জীবন দূর করতে পারবে এবং এই ব্যবসার টাকা দিয়ে তারা খুব সহজেই তাদের জীবনধারণ বদলাতে পারবে।