-
আমি স্টপ লস বলতে যা বুঝি তা হলো স্পট লস বলতে বুঝায় আপনি যদি ট্রেড ওপেন করে মনে করেন আমি এই ট্রেড বিপরীত দিন যেথে পারে এবং বিপরীত দিক গেরে আমার অনেক লস হবে সেজন্য আপনি যেন বেশি লস না করেন তার জন্য আপনার ট্রেডের সাথে আপনি স্টপ লস যোগ করে দেন তাতে আপনার একাউন্ট ওই পরিমান লস খেলে একা একাই ক্লজ হয়ে যাবে। তাই আমি বলবো সবার তার ট্রেডে স্টপ লস যোগ করা উচিত এবং যারা জানেনা তাদের এই সর্ম্পকে জানা দরকার।
-
ফরেক্সে মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে ।আর স্টপ লস হচ্ছে একটি পদ্ধতি যা প্রত্যেক ব্রোকারের এমটি৪ আছে । আপনি একটি ট্রেড ওপেন করে কোন না কোন কারণে ফরেক্স টাইম দিতে পারলেন না তখন আপনি স্টপ লস ব্যবহার করলে এই বিপদ গুলো থেকে রক্ষা পাবেন ।
-
স্টপ লস হচ্ছে লস কে প্রতিরোধ করার ব্যবস্থা ।স্টপ লাস আপনাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে,স্টপ লস হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার কোন ওপেন ট্রেডে একটা সীমারেখা টেনে দিতে পারবেন যে আপনার অনুপস্থিতিতে যদি আপনার ট্রেডটি লসে চলে যায় তাহলে এই সীমারেখার বেশি লস হবে না।
-
স্টপ লস হল আপনার লসে থাকা ট্রেড টি কত লস হলে অটো ক্লোজ হবে তা নিধারন করে দেয়া হয়। অর্থাৎ মনে করুন আপনি একটি ট্রেড ওপেন করেছেন। মার্কেট সব সময়ই পরিবর্তনশীল। আপনি সব সময় ট্রেডের সামনে থাকতে পারেন না। আপনি যাচ্ছেন যে, আপনি যেখান থেকে ট্রেড ওপেন করেছেন, সেই খান থেকে মার্কেট যদি আপনার বিপরীতে ৫০/৬০ পিপ যায় তাহলে যেন আপনার লসে থাকা ট্রেড টি অটো বন্ধ হয়ে যায়। স্টপ লসের মাধ্যসে সেটাই নিধারন করে দিতে হয়।
-
মেটাট্রেডার প্লাটফর্মের অন্যতম একটি অপশন হল স্টপ লস এই আপশনটি আমি মনে করি ঝুকি হ্রাস করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে সাথে সাথে ট্রেডারদের বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করতে ও রাখে অগ্রানি ভূমিকা। এই আপশনের মাধ্যমে আপনি ফরেক্সে কোন ট্রেড ওপেনের পর মার্কেট মুভমেন্ট আপনার ট্রেডের প্রতিকূলে কত পিপস গেলে আপনি চান যে ট্রেডটি আপনা আপনি ভাবে ক্লোজ হয়ে যাবে তা নির্ধারন করে দিতে পারেন।
-
আমারা ডানি যে ফরেক্স হলৈ একটি জনপ্রিয় ও একটি লাভজনক ব্যাবসা।আমাদের অনেকের অনেক কাজ থেকে থাকে এই জন্য আমরা সব সময় কমপুটারের সামনে বসে থাকতে পারি না।অার এর জন্যই সটপ লস ব্যবহার করা হয়।
-
ফরেক্স থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে স্টপ লস অপশনটি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। স্টপ লস বলতে বুঝায় যে আপনি সব্বোচ্চ কত লসে আপনার ট্রেড টি ক্লোজ করতে চান। স্টপ লস অপশনটি ব্যবহার করলে আপনার ট্রেডটি আপনা আপনি ই বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনাকে নিজে ট্রেড ক্লোজ করা লাগবে না। তাই আমি মনে করি ফরেক্স এর জন্য স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
-
স্টপলস হল সর্বোচ্চ কত লসে ট্রেড ক্লোজ করবো তার অটোমেটিক সিস্টেম। ফরেক্স মার্কেটে প্রাইসের মুভমেন্ট খুবই দ্রুত হয়। এজন্য আমরা অনেক সময় অটোমেটিক এবং অগ্রিম কিছু প্লানিং আমাদের মেটাট্রেডারে প্রয়োগ করি। স্টপলস সেমনই একটা সিসস্টেম। যদি আমরা স্টপলস ব্যবহার সঠিকভাবে করতে পারি তবে ভালো ট্রেডার হতে পারবো।
-
কোন ট্রেড ওপেন করার পর আমাদের জন্য সারাক্ষণ তারমিনাল নিয়ে বসে থাকা অসম্ভব ।
স্টপ লস বলতে বোঝাই লসের একটি সীমাবদ্ধতা
-
স্টপ লস এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আপনি একটি সীমা নির্ধারণ করে দিবেন যে সীমানায় লস পৌছা মাত্রই আপনা আপনি তা বন্ধ হয়ে যাবে,আমাদের দক্ষ ট্রেডার হতে হলে অবশ্যই এটা ব্যবহার করা উচিত।