ওভার ট্রেড আসলে লভের কারনে মানুষ করে থাকে। যারা ফরেক্সে লোভ করে থাকে তারা ওভার ট্রেড করে থাকে। ফরেক্সর কাজে কোন লোভ করা যাবে না যে লোভ করেছে তার মধ্যে বেশির ভাগ মানুষ ফরেক্স থেকে ঝরে পরেছে। তাই লোভে পরে ওভার ট্রেড করা ঠিক না।
Printable View
ওভার ট্রেড আসলে লভের কারনে মানুষ করে থাকে। যারা ফরেক্সে লোভ করে থাকে তারা ওভার ট্রেড করে থাকে। ফরেক্সর কাজে কোন লোভ করা যাবে না যে লোভ করেছে তার মধ্যে বেশির ভাগ মানুষ ফরেক্স থেকে ঝরে পরেছে। তাই লোভে পরে ওভার ট্রেড করা ঠিক না।
আমার মনে হয়, ফরেক্স ব্যবসায় ট্রেডাররা যদি অতিরিক্ত লোভ করে থাকে তাহলে অবশ্যই তারা লসের মধ্যে পতিত হতে পারে । আর ওভার ট্রেড আসলেই লোভের বহি:প্রকাশ । যে ট্রেডারগণ ওভার ট্রেড করে সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে না । সুতরাং আমরা সব সময় ওভার ট্রেড বর্জন করে চলবো ।
ওভার ট্রেড সাধারনত দুটি কারনে করা হয়ে থাকে । প্রথমত একটি ট্রেড লস হলে সেটি অনেকেই সহজে গ্রহন করতে পারেন না এবং সেই লস পুনুরুদ্ধার করার জন্য তারা আবার ট্রেড ওপেন করেন এবং দ্বিতীয় কারণটি হল একটি ট্রেড লাভ হওয়ার পর অনেক ট্রেডারই মনে করেন যে তিনি মার্কেটের গতিপ্রকৃতি বুঝে ফেলেছেন , যারা ফলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে লোভে পরে বেশী লাভের আশায় আবার ট্রেড ওপেন করেন এবং পরবর্তীতে লস করে বসেন ।
ওভার ট্রেড হচ্ছে একটি আন্দাজে ট্রেড। যা কোন ক্যালকুলেশন ছাড়াই মনগড়া অনুমানের উপর নির্ভর করে চলে। এই অনুমান সব সময় ইন্ডিকেটর নির্ভর হওয়া উচিত। তাহলে আমাদের ভুল ট্রেড ও সঠিক ট্রেড আমরা ইন্ডিকেটরের মাধ্যমে তুলনামূলকভাবে আমাদের গবেষণায় এনে বিচার বিশ্লেষণ করে এর ভাল মন্দ যাচাই ও বাছাই করতে পারতাম।
আমি মনে করি অতিরিক্ত ট্রেড লোভের বহিঃপ্রকাশ। অতিরিক্ত ট্রেড করতে যেয়ে লসের সম্মুখীন হয় তাই ামমাদের কে অতিরি ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
শুধু ওভার ট্রেড ই না বেশি লটে ট্রেড করাটাও আমি মনে করি লোভের ই বহিঃপ্রকাশ। ক্যাপিটাল অনেক কম থাকে অনেকের তারপরও তারা বেশি রিস্ক নিয়ে ট্রেড করে। ফলে একসময় অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এখানে অনেক সময় ধরে কাজ করতে হয় । আর আমার মতে সময় ধরে কাজ করলে অবশ্যই ভাল ফল পাওয়া সম্ভব ।তাই আমাদের কে এই ওভার ট্রেডের দশা থেকে বেরিয়ে আসতে হবে।
আমি আপনার সাথে একমত যে ওভার ট্রেড অবশ্যই লোভের অংশ। কারণ যখন কোন ট্রেডার লোভের দ্বারা প্রবাহিত হয় তখনই সে কোন প্রকার মানি ম্যানেজমেন্টের তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত লাভের আশায় অভার ট্রেড ওপেন করে থাকে। যেটা একজন ট্রেডারের একাউন্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কেননা অভার ট্রেড ওপেন করার মাধ্যমে অ্যাকাউন্ট জিরো করা ট্রেডারের সংখ্যা অনেক বেশি। তাই অবশ্যই আমাদের লোভকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অভার ট্রেড থেকে বিরত থাকা উচিত। আর আমরা যদি আভার ট্রেডিং থেকে বিরত থেকে মার্কেটে টিকে থাকতে পারে তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে ব্যবসা করে আয় করার মাধ্যমে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারব।
আমরা মানুষ হিসেবে কিছু নেতিবাচক মানবীয় গুণ আমাদের মাঝে আছে লোভ তার মধ্য অন্যতম সব মানুষের মাঝে কম বেশি লোভ জিনিসটা আছে কারণ সবাই আমরা মানবজাতি যেটা আগেই বলেছি ফরেক্স মার্কেটে প্রকৃত পক্ষে লোভের বহিঃপ্রকাশ ঘটে যখন আমরা ওভার ট্রেড করি তার মাধ্যমে তাই আমি মনে করি লোভ হতে বিরত থাকার চেয়ে লোভ নিযন্ত্রন অনেক বেশি জরুরি তাই লোভ হতে সবাধান।যখন বেশি লোভ করতে যাবেন তখন বেশি লস করবেন তাই লোভ থেকে বিরত থাকায় সব থেকে ভাল কাজ।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ওভার ট্রেড খুব খারাপ একটা কাজ।কারণ আপনার ব্যালেন্স যদি কম থাকে আর আপনি যদি ওভার ট্রেড ওপেন করেন তাহলে আপনার ব্যালেন্সকে জিরো করেদিতে পারে।ফরেক্স ব্যবসায় ওভার ট্রেড থেকে বিরত থাকা ভাল।
আমার মনে হয় অভার ট্রেড করা লোভের ই লক্ষন। কারন আমি যদি মাসে ৫০ ডলার টার্গেট নেই আর এর পর ও যদি ট্রেড করতেই থাকি এটা আমার লোভ ই হবে। আর লোভ করা মানেই ফরেক্সে অনেক বড় বিপদ হতে পারে। তাই লোভ থেকে সাবধান