-
আমি বিশ্বাস করি যে লোভ মানুষকে কখনো সঠিক পথে নিয়ে যেতে পারে না। বরং লোভ করলে সব সময় ক্ষতিই বয়ে আনতে পারে। আর তাই কেউ যদি ফরেক্স ট্রেডিংএ লোভ করে ট্রেড করে তাহলে সে কখনও এখানে টিকে থাকতে পারবে না।সে তার সব পুঁজি হারাবে এটা নিশ্চিত। তাই আমি বলবো আপনি যদি ফরেক্স মার্কেট হতে ভাল কিছু আসা করেন তাহলে আপনাকে অবশ্যই লোভকে পরিহার করতে হবে।
-
আমি বিশ্বাস করি ফরেক্স এমন একটি ব্যবসা এখানে লোভ বা লালসা করে কেউ কোন দিন সফল হতে পারবেন না। কেননা এটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মানের একটি ব্যবসা। অতএব আপনাকে বুঝতে হবে এই বাজারকে নিয়ন্ত্রণ করার মত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই। অতএব এখানে লোভ দ্বারা কখনও সফল হওয়া সম্ভব নয়। বরং লোভ করে শুধু আপনি ক্ষতিগ্রস্থই হবেন। তাই ফরেক্স হতে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম ও জ্ঞান দ্বারা ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্রে একদিনে একাউন্ট ডাবল করা যায় তাই এখানে লোভ বেশি কাজ করে। তবে আপনি লোভ বেশি করলে আপনার লস হবে অনেক বেশি। তাই আমাদের লোভ সামলে ট্রেড করতে হবে। ভালো মার্কেট বুজলে আপনি কখনো একাউন্ট ডাবল করার কথা ভাববেন না। ১% রিক্র নিয়ে সবার ট্রেড করা উচিত।
-
আসলে লোভ আমাদের মানবজীবনের যে সব বদগুণ আছে তাদের মধ্য অন্যতম । কিন্ত লোভ এমন একটা বিষয় যেটা শতকরা নিরানব্বই ভাগই প্রায় সব মানুষের মধ্য কম বেশি রুপে আছে । আসলে নির্লোভ হয়ে থাকাটা আমাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয় । তাই লোভটাকে নিয়ন্ত্রন করতে হবে । ফরেক্স মার্কেট হলেতো আর কোন কথায় নেই । তাই যখন মার্কেটের সামনে বসব আমরা ট্রেড দেওয়ার জন্য সে সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন অতি লোভে পড়ে নিজের বিপদ ডেকে না আনি ।
-
আসলে যরা ফরেক্স এ নতুন তার প্রথম প্রথম লোভ করে থাকে লোভ প্রথমে কিছুদিন ট্রেড করার পর আমিও করেছি আর সে সকল ট্রেডে আমার লস হয়েছিল।তাই লোভে পাপ পাপে মৃত্যু । ফরেক্সে বেলায় ও এ কথাটি প্রযোজ্য । লোভের বশবর্তী হয়ে আমরা বড় ভলিউমে ট্রেড ওপেন করে থাকি আর মার্কেট কিছুটা মুভমেন্টের ফলেই একাউন্ট জিরো হয়ে যায় । আমাদের উচিৎ অতিরিক্ত লাভের আশায় বড় ভলিউমে ট্রেড ওপেন না করা , মানি ম্যানেজমেন্ট মেনে মার্কেট ঠিক ভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করা । মনে রাখতে হবে ট্রেড করা বড় কথা নয়,ধারাবাহিকতা মেনে প্রফিট করাই আসল উদ্দেশ্য ।
-
আমার কছে ফরেক্সে ট্রেড করার সময় আর যাই করুন না কেন কখনই লোভ করবেন না কারন লোভ এমনই শত্রু যা আপনাকে যেকোনো সময় সর্বশান্ত করে মার্কেট থেকে ফেলে দিতে পারে। অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হবেন কারন তারা নিজেরাই হয়তোবা তার জলন্ত প্রমান।তাই ফরেক্স ট্রেডিংয়ে সব সময় লোভকে না বলুন তাই কখনও লোভ করে ট্রেড করবেন না।
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে লোভ করলেন তো মানে আপনি বড় ধরনের সর্বনাশ করলেন কারন লোভ আপনার সব থেকে বড় শত্রু যা আপনাকে সর্বশান্ত করে মার্কেট থেকে বিদায় নিতে বাধ্য করবে। সেই কারনে যারা অনেক বেশি প্রফিটের লোভে ট্রেডিং জ্ঞানের বাইরে গিয়ে ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলব এটা থেকে নিজেকে বিরত রাখতে পারলেই আপনার নিজের জন্যই ভাল তা না হলে যেকোন সময় আপনাকে সর্বশান্ত হয়ে মার্কেট থেকে ঝোড়ে পরতে হতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে সব সময় নিজের লোভকে নিয়ন্ত্রন করতে হবে তা না হলে যেকোনো সময় আপনাকে সর্বশান্ত হয়ে যেতে হতে পারে কারন লোভ সব সময় আপনাকে অধিক প্রফিট লাভের জন্য ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উদ্ভদ্য করবে যার ফলে আপনার অ্যাকাউন্ট প্রতিকূল পরিস্তিতির কারনে যেকোনো সময় জিরো হয়ে যেতে পারে
-
ফরেক্স ব্যবসায় ট্রেডার এর জন্য সবচেয়ে বড় সমস্যা বা শত্রু হল লোভ । যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । লোভী ব্যাক্তিরা কখনওই ফরেক্স ব্যবসায় ট্রেডিং করে সফলতা অর্জন করতে পারে না । লোভী ব্যাক্তিরা বার বার ধরা খাবে এটাই স্বাভাবিক । তাই কখনওই লোভ করতে হয় না ।
-
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে লোভ করলেন তো মানে আপনি বড় ধরনের সর্বনাশ করলেন কারন লোভ আপনার সব থেকে বড় শত্রু যা আপনাকে সর্বশান্ত করে মার্কেট থেকে বিদায় নিতে বাধ্য করবে। সেই কারনে যারা অনেক বেশি প্রফিটের লোভে ট্রেডিং জ্ঞানের বাইরে গিয়ে ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলব এটা থেকে নিজেকে বিরত রাখতে পারলেই আপনার নিজের জন্যই ভাল তা না হলে যেকোন সময় আপনাকে সর্বশান্ত হয়ে মার্কেট থেকে ঝোড়ে পরতে হতে পারে।