আমি মনেকরি,, একাধিক পেয়ারে ট্রেড করা উচিৎ নয়।। একাধিক পেয়ারে ট্রেড করলে আপনার ট্রেডিং দক্ষতার মধ্যে গরমিল শুরু হতে পারে।। ফরেক্স করার জন্য যে কোনো দুইটি পেয়ার ঈ যথেষ্ট।।
Printable View
আমি মনেকরি,, একাধিক পেয়ারে ট্রেড করা উচিৎ নয়।। একাধিক পেয়ারে ট্রেড করলে আপনার ট্রেডিং দক্ষতার মধ্যে গরমিল শুরু হতে পারে।। ফরেক্স করার জন্য যে কোনো দুইটি পেয়ার ঈ যথেষ্ট।।
একাধিক পেয়ারের থেকে এক পেয়ারে ট্রেড করা ভালো । মাকের্ট এ্যানালাইসিস যদি ভালো না হয় তাহলে একাধিক পেয়ারে ও ট্রেড করে লাভ নেই । কারন এখানে মাকের্ট এ্যানালাইসিস এর প্রাথান্য বেশি ।
একাধিদক পেয়ারে ট্রেড করা ভালো নাকি মন্দ ?
আমি যখন ট্রেড করা শুরু করি তখন থেকেই আমি একাধিক পেয়ারে ট্রেড করে আসছি । এটা করার অন্যতম কারণ হলো অনেক সময় দেখা যায় আমার পছন্দের পেয়ারে কোন সেট আপ থাকে না । কিন্তু ট্রেডাররা কি টে্রড না করে থাকতে পারে ? তাই অন্যান্য পেয়ারে ট্রেড করতে হয় । এটা করা কি ভালো নাকি মন্দ ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
এখাধিক পেয়ারে ট্রেড করে আপনি কখনই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। কারণ আপনি যখন একাধিক পেয়ারে ট্রেড করতে যাবেন তখন আপনার মনোনিবশে প্রত্যেক পেয়ারের উপর দিতে হবে। আর এভাবে প্রত্যেক পেযারে মনোনিবেশ কখন এককভাবে দেওয়া সম্ভব না। আর নিউজগুলো সম্পর্কে সব সময় সঠিক ধারণা নেওয়া সম্ভব হয় না। তাই আমি মনে করি একাধিক পেয়ারে ট্রেড না করে যে কোন এক বা দুটি পেয়ারে ট্রেড করুন।
একাধিক পেয়ার এ ট্রেড করে বেশিরভাগ সময় মারাত্মক সব সমস্যার সম্মুখীন হতে হয় । আর একাধিক পেয়ার এ ট্রেড করলে নানা রকম সমস্যা হয় । এর মুখোমুখি হবেন তাড়াতাড়ি এটা অন্ততা পক্ষে নিশ্চিত তাই আমি বলব জারা একের অধিক পেয়ারে ট্রেড করেন আপনি আপনার এই ভুল থেকে সরে আসুন কারন না হয় আপনি সব কিছু হারাবেন ।
একাদিক পেয়ারে ট্রেড করা ভাল।কারণ আপনি যদি একটি পেয়ারে ট্রেড করেন এবং ট্রেড যদি লসে যায় তাহলে সেই পেয়ারে লস যাবে।কিন্তু একাদিক পেয়ারে ট্রেড করলে হয়ত দেখবেন সব পেয়ার এক সাথে লসে যাবে না।এতে রিস্ক কমে আসবে।আর আমরা চেষ্টা করলে প্রত্যেক পেয়ারে ভাল স্ট্রাটেজি প্রয়োগ করতে পারি। সব পেয়ারেই ট্রেডের সুযোগ আসে আমরা যখন একটা পেয়ারে ট্রেড করি সব সময় সেই ট্রেড করার সুযোগ আসেনা তাই আমাদের কে বিভিন্ন রকমের পেয়ারে ট্রেড করতে হবে তাহলে আমাদের অনেক ভাল ট্রেড পাওয়া যাবে তাছাড়া অনেক পেয়ারে ট্রেড করার অভিজ্ঞাতা অর্জন করত পারব। না হয় আমাদের একটা পেয়ারে কাজ করলে সেটা মাজে মাজে ট্রেডের উপযোগিনা।
আমার মতে আপনি গুটিকয়েক পেয়ারকে বেছে নিন ট্রেড করার জন্য। সব পেয়ারে ট্রেড করার চেস্টা না করে নির্দিষ্ট কয়েকটি পেয়ারে ট্রেড করা ভাল। এতে আপনার ট্রেডিং স্কিল ভাল হবে। কারন- আপনি সব পেয়ারে ট্রেড করতে গিয়ে কোন পেয়ারের মুভমেন্টই বুঝতে পারবেন না, পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য নির্দিষ্ট কিছু পেয়ার এবং পরিচিত পেয়ারে ট্রেড করা উচিত। প্রতিদিন নিত্যনতুন পেয়ারে ট্রেড করলে লস করার সম্ভাবনা থাকে। অপরিচিত পেয়ারে ট্রেড করা অনেকটা ঝুঁকিপূর্ণ। ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে। একেকটির চাহিদা একেক রকম। আমি মনে করি ফরেক্স মার্কেটে usdeur, eurusd, usdgbp, gbpeur, usdjpy খুব জনপ্রিয় কারেন্সি পেয়ার। এই কারেন্সি পেয়ারে রিস্ক কম থাকে বিধায় বেশিরভাগ ট্রেডার এই কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকেন।
কম ঝুঁকি নিয়ে অল্প আয় করতে চাইলে এই কারেন্সি পেয়ারের জুড়ি নেই। তবে আর্জেন্ট বা অল্প সময়ের মধ্যে মানি মেকিং করতে চাইলে গোল্ড ও ওয়েলে ট্রেড করা যেতে পারে। তবে এসব পেয়ারে ট্রেড করতে হলে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে নিতে হবে। অন্যথায় এসব পেয়ারে ট্রেড করা যাবে না।
আপনার যদি মুলধন বেশি থাকে তাহলে আপনি একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে এবং প্রতিটি পেয়ারে ভালভাবে এনালাইসিস করতে হবে। আর আপনি যদি এই মার্কেটে ফুল টাইম দিতে পারেন তাহলেই একাধিক পেয়ার আপনার জন্য ভাল হবে। আমি মনে করি অনেক পেয়ার এ ট্রেড করা হোক আর একটা পেয়ারে ট্রেড করা হোক এইটা সম্পূর্ণ নিজের ব্যাপার । আর এটা নির্ভর করে ফরেক্স এনালাইসিস এর উপর ।
আমি মনে করি যে, ফরেক্স ব্যবসায় যেহেতু আন্তর্জাতিক মার্কেট । তাই ফরেক্স ব্যবসায় এ অনেক দেশের কারেন্সি রয়েছে। শুধু এক ফেয়ার অনেক সময় লাভ খুব বেশী হয় তবে লস ও হয়, তাই একাধিক ফেয়ার এ ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম আর লস হলে ও একাধিল ফেয়ার এর কারনে লস রকোভারি হয়ে যায়। আর এক্ষেত্রে আপনার লাভ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাই বলব আপনার যদি বিভিন্ন কারেন্সি সম্পর্কে ধারণা থাকে এবং সঠিক এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড ওপেন করতে পারেন তাহলে আপনি চাইলে একের অধিক অর্থাৎ দুই থেকে তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন।