ফরেক্স এ একটা সময় দেখা যায় প্রফিট করার চেয়ে ফরেক্স মার্কেট এ টিকে থাকাটাই প্রশ্ন হয়ে দাড়ায়। আমরা অনেকই আছি যারা দীর্ঘসময় মার্কেট এর সাথে থাকা সত্তেও ভালো কিছু করতে পারি না। আমরা মার্কেট এ টিকে থাকতে পারি না আমাদের দোষের কারনে।
Printable View
ফরেক্স এ একটা সময় দেখা যায় প্রফিট করার চেয়ে ফরেক্স মার্কেট এ টিকে থাকাটাই প্রশ্ন হয়ে দাড়ায়। আমরা অনেকই আছি যারা দীর্ঘসময় মার্কেট এর সাথে থাকা সত্তেও ভালো কিছু করতে পারি না। আমরা মার্কেট এ টিকে থাকতে পারি না আমাদের দোষের কারনে।
ফরেক্স মার্কেটে টিকে থাকার প্রথম রুলস হলো ধৈর্য ধারন করা দ্বিতীয়ত লোভ সংবারন করা। এ দুটি করতে পারলেই মোটামোটি ফরেক্সে টিকে থাকা যেতে পারে। এর পরের কাজগুলো হবে মানি ম্যানেজমেন্ট মেইনেটেইন করা, ওভার ট্রেডিং না করা, সর্বোপরি মার্কেটে এনালাইসিস করে বুজে শুনে ট্রেড করা। কখনই মন গড়া ট্রেড করা যাবে না এছারা ট্রেড করার সময় অতিরিক্ত লোভ করা যাবে না তাই ধৈর্যের সহিত কাজ করলে এই র্মাকেটে টিকে থাকা সম্ভব।
ফরেক্স মার্কেটে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হল ছোট লটে ট্রেড করা। আর ট্রেড করার আগে প্রতিটি ট্রেড সম্পর্কে ডেমো থেকে নিশ্চিত হওয়া। আপনি যে পজিশনে ট্রেড করবেন তা বার বার করবেন কিন্তু ডেমোতে করবেন। লক্ষ্য রাখবেন মার্কেট আপনাকে কি মোভমেন্ট দেয় আর তা একই মোভমেন্ট দেয় কিনা। যে কোন বিপরীত ও প্রতিকুল অবস্থাকে অস্থির না হয়ে সুন্দরভাবে বিচক্ষণতার সাথে ওভারকাম করতে হবে । এরপরই হল পরিশ্রম এবং ডেডিকেশন ।
ফরেক্স মার্কেটে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হল ছোট লটে ট্রেড করা। আর ট্রেড করার আগে প্রতিটি ট্রেড সম্পর্কে ডেমো থেকে নিশ্চিত হওয়া। আপনি যে পজিশনে ট্রেড করবেন তা বার বার করবেন কিন্তু ডেমোতে করবেন।লক্ষ্য রাখবেন মার্কেট আপনাকে কি মোভমেন্ট দেয় আর তা একই মোভমেন্ট দেয় কিনা। এভাবেই আমরা অবিরত ডেমো ট্রেড করে ডেমো থেকে আমাদের পারফেক্ট ট্রেডিংএর অভিজ্ঞতা পেতে পারি।
ওভার ট্রেড এর কারনে কখন যে একাউন্ট ব্যালেন্স শেষ হয়ে যায় তা আমরা বুঝতেই পারিনা। ট্রেড করলেই লাভ এই চিন্তা থেকে ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই ঘন ঘন ট্রেড ওপেন করতে থাকি যার 90% ট্রেড লস এ যায় । ট্রেড করার আগে প্রতিটি ট্রেড সম্পর্কে ডেমো থেকে নিশ্চিত হওয়া। আপনি যে পজিশনে ট্রেড করবেন তা বার বার করবেন কিন্তু ডেমোতে করবেন। লক্ষ্য রাখবেন মার্কেট আপনাকে কি মোভমেন্ট দেয় আর তা একই মোভমেন্ট দেয় কিনা।
ফরেক্স মার্কেট এ টিকে থাকার রুলস গুলো না মানার কারনে আমরা ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারি না। কিন্তু যদি আমরা এই ফরেক্স মার্কেট সম্পর্কে রুলস মেনে চলি তাহলে আমরা ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারব। তবে আমরা রুলস মানার সময় আমরা আবেগে ট্রেড করে থাকি যার কারনে ফরেক্স থেকে আমরা লস করে থাকি।
ফরেক্স থেকে সাফলতা থাকার রুলস গুলো হলঃ
১. লোভ না করা
২. কম লটে ট্রেড করা
৩. কম পেয়ার এ ট্রেড করা
৪. মার্কেট এনালাইসিস করে ট্রেড করা
৫. ধৈর্য্য ধরে ট্রেড করা
৬. মানি ম্যানেজমেন্ট মেনে চলা
ইত্যাদি ফরেক্স এর রুলস মেনে চললে ফরেক্স থেকে আয় করা যাবে ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে টিকে থাকার মূলমন্ত্র হল, ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ধৈর্য ধারণ করে,সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।ফরেক্স মার্কেটে সমস্ত সিদ্ধান্ত লোভ না করে, ধৈর্য ধারণ করে নিতে হবে। আপনাকে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানী হতে হবে। প্রতিদিন নিয়মিত ফোরাম ফলো করে যেতে হবে । রিয়েল ট্রেডিং এর পাশাপাশি প্রতিনিয়ত ডেমো ট্রেডিং চালিয়ে যেতে হবে।একদম ঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে নিয়মিত মার্কেট এনালাইসিস করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এই সমস্ত রুলস গুলো মেনে চলার প্রতি আগ্রহী হতে হবে।
ফরেক্স মার্কেট এ আপনাকে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি ফরেক্স মার্কেট এ টিকা থাকতে পারবেন না। আপনাকে ভাল করে ফরেক্স এর কাজ শিখতে হবে আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে। আনুষাঙ্গিক আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনার অর্জনের পাশাপাশি মেনে চলার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন আশা করা যায়।
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের কে কিছু রুলস মেনে চলতে হবে তাহলে এই খান থেকে আয় করতে পারব। আমার লসের কয়েকটি কারনের মধ্যে একটি মানি মেনেজমেন্ট না মেনে ট্রেড করা। একাদিক ট্রেড অপেন করা এবং লাভ করার পর আরো লাভ করতে মার্কেটে বসে থাকা।
ফরেক্সে টিকে থাকার প্রধান রুলস হচ্ছে ধৈর্য্য ধারন করতে শিখা।ধৈর্য্য ধরে অধ্যাবসায় এর সহিত পরিশ্রম করতে পারলে অবশ্যই ফরেক্সে টিকে থাকা সম্ভব।আর একটা বিষয় হচ্ছে ফরেক্স যথাসম্ভব বুঝে ট্রেডিং এন্ট্রি নিতে হবে।মার্কেটের পরবর্তী মুভমরন্ট কোথায় যাবে তা ১০০% নিশ্চিত বলা না গেলেও সর্বোচ্চ ভালো পজিশন খুজে ট্রেড করতে হবে।