- 
	
	
	
	
		ফরেক্স এ যদি ভালো কিছু করতে চান তহলে আগে ডেমোতে প্রাটিস করা উচিত । আমি প্রথম এক মাস ডেমো ট্রেড করি তারপর রিয়েল এ আসি । কিন্তু রিয়েলে লস করি তখন আমি বুঝলাম অল্প বিদ্যা কী যে খারাপ । তারপর আবার ৫ মাস ডেমো ট্রেড করি । এভাবে যদি ডেমো চর্চা করেন তাহলে আশা করা যায় অনেকটা উপকৃত হবেন। কারন এই ডেমোই, আপনাকে আপনার ট্রেডিং এ প্রফিটের পথকে প্রসস্ত করবে। 
 
- 
	
	
	
	
		যেকোনো কাজ করার পূর্বে অবশ্যই সে কাজে অভিজ্ঞতার প্রয়োজন। তার জন্য অবশ্যই অনুশীলনের খুব দরকার। ফরেক্স ট্রেডিং খুব একটা সহজ ব্যাপার নয়। ফরেক্স সুরু করার আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরী। ফরেক্স শুরু  করার আগে আমি প্রায় 6 মাস ডেমো ট্রেড করেছি। এতে করে আমার ফরেক্স ট্রেডিং এর সময় অনেক উপকার হয়েছে। ট্রেড এর নিয়মনীতি সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পেরেছি। ফরেক্স ডেমো ট্রেড খুব গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি কমপক্ষে ছয় মাস ডেমো ট্রেড করা উচিত। 
 
- 
	
	
	
	
		ডেমো ট্রেডের দ্বারা ট্রেডিংয়ের সকল নিয়ম কানুন শিখা যায়। ভুল-ত্রুটিগুলো ঠিক করা যায়। যখন আমি বুঝলাম যে এখন রিয়েল একাউন্টে ট্রেড করতে পারব তখন ডেমো ট্রেড ছেড়ে দিলাম। কতদিন করেছি ঠিক মনে নেই। তবে এখনও মাঝে মাঝে ডেমো করি। আপনার রিয়েল ট্রেডে টার্গেট যদি হয় ১০০ ডলার। তাহলে ডেমো একাউন্টে ১০০ ডলার দিয়ে প্র্যাকটিস করুন।তবে এইটুকু বুঝতে পেরেছি ফরেক্স একটি বিশা্ল মার্কেট এখানে যে যত বেশি অভিজ্ঞ হতে পারবে সে তত বেশি এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আমি নিয়মিত ফরেক্স মার্কেট ডেমো অনুশীলন করছি এবং ভবিষ্যতেও করে যাব। 
 
- 
	
	
	
	
		ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করা হলো ফরেক্স এর অন্যতম সফলতার হাতিয়ার। ডেমো অনুশীলন ব্যতীত কেউ সফল হতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে আমি ডেমোতে পাঁচ মাস ট্রেড করেছি। ডেমো তো সাধারণত আমরা সিরিয়াস ভাবে ট্রেড করা উচিত। আমরা এমন অনেকে রয়েছে যারা ডেমোতে ট্রেড করার সময় সিরিয়াস থাকেনা। এতে করে ফরেক্স  সম্পর্কে জ্ঞানের অভাব থেকেই যায়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স এ আমি নতুন। বেশি কিছু বুঝি না।আমি এখনও ডেমো ট্রেড শুরু করি নি।শুধুমাত্র পোস্ট করেছি মাত্র।তবে খুব তারাতারি ডেমো প্রাকটিস শুরু করব। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল কিছু করতে ছান তবে ফরেক্স ডেমো করার কোন বিকল্প নেই। যে যত দিন ডেমো প্রেক্টিস করবে সে ততই বেশি ভাল ট্রেডার হতে পারবে বলে আমি মনে করি। কিন্তু আমাদের সেই সময়টা অপেক্ষা না করেই ফুঅঅরেক্স মার্কেটে রিয়াল ট্রেড শুরু করে দেই আর আমাদের লস হয়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডেমো একাউন্টে প্র্যাকটিস করা ছাড়া ফরেক্স মার্কেটে সফলভাবে ব্যবসা করে আয় করা সম্ভব না। তাছাড়া যে যত বেশি সময় দিয়ে ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং প্র্যাকটিস করবে ট্রেডিং সম্পর্কে তার অভিজ্ঞতা ও দক্ষতা পরিমাণ ততটাই বৃদ্ধি পেতে থাকবে। তাই আমি মনে করি আপনি যতদিন পারেন ডেমো ট্রেড করেন ডেমো ট্রেড ভাল করে করার পরে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাইলে আপনি করতে পারেন । আমি যে পর্যন্ত ট্রেড ভাল করতে না পারবো সে পর্যন্ত ডেমো ট্রেড করতে হবে । 
 
- 
	
	
	
	
		আমি ফরেক্সে রিয়েল ট্রেড করার পূর্বে তিনমাস ডেমোতে ট্রেডং করেছি।তারপর রিয়ের ট্রেডিং করতে এসে লসের পর লস করেছি।এভাবে অল্প জানার পর ফরেক্সে ট্রেড করতে এসে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। তাই বর্তমানে অনেক সময় নিয়ে ধৈর্য্য ধরে ট্রেড শিখার প্রচেষ্টায় রয়েছি।আশা করি নতুন যারা আছে তারা দীর্ঘ সময় ডেমোতে ট্রেডং করে ট্রেড শিখার চেষ্টা কররবে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আমরা যারা ফোরামের বোনাস টাকা নিয়ে রিয়য়েল ট্রেড করছি।আসলে আমরা ফরেক্স মার্কেটে কে কত মাাস বা কত বছর ডেমো প্রাক্টস করেছেেন।আমরা যযদি এই বিষয় টি শিয়ার করি।তাহলে ফরেক্স মার্কেটে যারা নতুন তরা উপকৃত হবে।আমি ফরেক্স মার্কেটে মাত্র ২ মাস ডেমো প্রাক্টিস করেছি। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল কিছু করতে ছান তবে ফরেক্স ডেমো করার কোন বিকল্প নেই। যে যত দিন ডেমো প্রেক্টিস করবে সে ততই বেশি ভাল ট্রেডার হতে পারবে বলে আমি মনে করি। কিন্তু আমাদের সেই সময়টা অপেক্ষা না করেই ফুঅঅরেক্স মার্কেটে রিয়াল ট্রেড শুরু করে দেই আর আমাদের লস হয়।