-
ফরেক্স মার্কেটে রানিং ট্রেড নিয়ে আমি কোন চিন্তা করিনা কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমাদের স্টপলস ব্যাবহার করলে আর কোন চিন্তা থাকে না তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারি।
-
আমি ফরেক্সে নতুন। আমি রিয়েল ট্রেড করি না। আমি ডেমোতে ট্রেড করি ।আমি যখন ডেমোতে ট্রেড করি তখন খুব বেশি চিন্তা করি না। কারন আমি ট্রেড করার আগে মার্কেট আনালাসিস করে করে ট্রেড ওপেন করি। আর যখন ট্রেড চলে তখন সারাখন মার্কেট আনালাইসিস করি বিভিন্ন নিউজ পড়ি।
-
ফরেক্স ট্রেড একটি ব্যবসা। ব্যবসায় লাভ লস দুটিই থাকে। ফরেক্স কে ব্যবসা হিসেবে গ্রহন করলে কোন ভাল পজিশন ছাড়া ট্রেড ওপেন করা হয় না। আর ভাল পজিশন থেকে ট্রেড ওপেন করলে চিন্তা কম হয়। আসলে যে প্রকৃত ফরেক্স ট্রেডার সে ট্রেড দিয়ে কোন চিন্তা করে না। স্টপ লস, টেক প্রফিট দিয়ে আরামে আরেকটি সুযোগ খোজে।
-
আসলে ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে হলে আপনি কেন সবাই ফরেক্স মার্কেট নিয়ে চিন্তিত থাকতে হয় আর আমি নিজেও অনেক চিন্তায় থাকতে হয় আর যাই হোক প্রথম অবস্থায় খুব চিন্তা হত কিন্তু এখন আর বেশি চিন্তা হয় না আস্তে আস্তে সব টিক হয়ে যায় আর খারাপ লাগেনা লস হলেও।
-
হে ভাই আমি ও মনে করি এটা শরীরের জন্য খুবই খারাপ আমি সবসময় ট্রেড ওপেন করার পর পিসি অফ করে ফেলি এবং ফলাফল নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করিনা কারন আমি সবসময় টার্গেট প্রফিত এবং স্টপ লস ব্যাবহার করে থাকি এবং যাই ঘটুক নিজের ট্রেডিং কৌশল থেকে কখনো সরে যাই না সবসময় নিজের ট্রেডিং কৌশল এর উপর আস্তা রাখি
-
হ্যা আমি আমার রানিং ট্রেড নিয়ে চিন্তিত থাকি। তা শরীরের পক্ষে যতই খারাপ হোক না কেন। খুব কম ট্রেডাররাই আছে যারা তাদের রানিং ট্রেড নিয়ে চিন্তিত থাকে না। তবে যাদের ব্যালেন্স বেশি এবং মানি ম্যানেজমেন্ট রক্ষা করে ট্রেড করে তারা কম চিন্তিত থাকে। তার পরেও বলব না যে তারা চিন্তা মুক্ত থাকতে পারে।
-
হ্যা আমি রানিং ট্রেড নিয়ে টেনশন এ থাকি। ট্রেড ওপেন থাকলে বাসা ছেড়ে বাইরে যেতে ইচ্ছা করে না। এ্যান্ড্রোয়েড ফোন এ ইন্ডিকেটর গুলো ভালভাবে কাজ করে ঠিকই কিন্তু স্ক্রীন ছোট হওয়ায় তা বুঝা যায় না। তাই একটা ট্যাব কেনার চিন্তা করেছি যেন বাইরে গেলে ভাল ভাবে ট্যাবে মার্কেট এর অবস্থা বুঝা যায়।
-
রানিং ট্রেড থাকলে কার না চিন্তা হয়, আমি মনে করি রানিং ট্রেড সবার জন্য চিন্তা ধারা একটা বিষয়,ফরেক্স মার্কেটে রানিং ট্রেড থাকলে মনের ভিতর সব সময় চিন্তা হয়, কি হবে কি না হবে সব সময় মাথার ভিতর ঘুরপাক খাই,অথচ একটা লস রানিং ট্রেড থাকলে কিন্তু এতো টা চিন্তা হয় না, রানিং ট্রেড যদি প্রফিট থাকে তাহলে বেশী চিন্তা হয়।
-
ভাই ফরেক্স মার্কেটে কোন ট্রেডারের যদি ট্রেড ওপেন থাকে তাহলে অনেক বেশি চিন্তিত থাকতে হয়।আপনার ট্রেদ যদি লসের দিকে যাই তাহলে তো চিন্তার শেষ নেই যে এই বুঝি অনেক লস করলাম আবার কোন ট্রেড যদি লাভের দিকে যাই তাও খুব চিন্তা হয় হয় যে মার্কেট এই বুঝি ঘুরে গেল।
-
হ্যা আমি রানিং ট্রেড নিয়ে আমি চিন্তা করি | ফরেক্স মাকেটে আমি যদি বসে থাকি তবে আপনি আমার মত ফরেক্স থেকে আয় করতে পারবে না লস করবেন তা নিয়ে আপনি চিন্তা করবেন | ফরেক্স থেকে আয় করা অনেক কথিন আমি মনে করি আপনি কি বলেন|