-
ভাই নতুন অবস্থায় কত ডলার ইনভেস্ট করা ভাল তা কেউই বলে দিতে পারবে না । মার্কেটে আপনি কত ইনভেস্ট করবেন তা নির্ভর করবে আপনার উপর । আমি মনে করি আপনি আগে মার্কেটে সম্পর্কে পড়াশুনা করে ডেমো প্র্যাকটিসের মাধ্যমে মার্কেটে অভিজ্ঞতা অর্জন করে তারপর ডিপোজিট করুন ।:bravo:
-
হ্যা ভাই আমি আপনার সাথে একমত ফরেক্স ১০০ ডলার নিয়ে প্রথম ট্রেড করাই থিক হবে | আপনি যদি বেশি লোভ করতে যান তবে ১০০ ডলার জিরো হোতে বেশি সময় লাগবে ণা | আপনি যত বেশি ডলার নিয়ে লাব্বেন তত আপনার জন্য ভাল|
-
নতুন অবস্থায় ইনভেস্ট করার পূবে কতগুলো বিষয়ের উপর বিশেষভাবে নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি । এর মধ্যে একটি গুরুত্বপূর্ বিষয় হচ্ছে আপনার নিদিষ্ট একটি ট্রেডিং কৌশল তৈরি করা ও সেগুলো নিয়মিত মেনে চলার চেষ্টা করা । এভাবে আপনি যদি সফল হন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন বলে আশা করা যায় ।
-
ফরেক্স ট্রেডিং করার জন্য আগে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।। ফরেক্সের ট্রেডিং এ দক্ষতা ছাড়া এখান থেকে ইনকাম করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং ছাড়া ফরেক্স করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম দরকার।। তাই নতুন নতুন ট্রেড করার জন্য আমাদের মিনিমাম ১০০ ডলার ইনকাম করা উচিৎ।।
-
আমি মনে করি নতুন অবস্থায় ইনভেস্ট না করায় ভালো , ফরেক্সে যারা নতুন তাদের আগে ডেমো ভাল করে প্রাকটিস করা উচিত । ডেমো প্রাকটিস করা থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড সম্পর্কে ভাল ধারনা আসে । ডেমোতে যদি ৬ মাস প্রাকটিস করা যায় তাহলে ফরেক্স মার্কেটে কাজ করা তার পক্ষে খুব সহজ হয়ে যাবে । ফরেক্সে ট্রেড করতে পারা টায় সব । বুঝে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে । আর যদি নতুন্রা ইনভেস্ট করতে চায় , তাহলে কম ইনভেস্ট করাই ভাল ।
-
নতুন অবস্তায় কত টাকা ইনভেস্ট করতে হবে এর কোন ধরাবাধা নিয়ম নেই। আপনি যা পারেন তাই ইনভেস্ট করতে পারেন। তবে বেশি টাকা ইনভেস্ট করতে পারলে বেশী ভালো। কেননা কম লট ব্যবহার করে বেশী প্রফিট করা যায়। সব সময় অল্প ভলিউম ইউজ করে ভালো প্রফিট করা যায়।
-
নতুন ট্রেডাররা ফরেক্স ব্যাবসায় পর্যাপ্ত জ্ঞানের অভাবে প্রথম প্রথম লস করে থাকে।তাই নতুন অবস্থায় বিনিয়োগ যত কম করা যায় তত ভাল।কারন এখান থেকে যদি লাভ হয় তো ভাল আর যদি লস হয় তো কম হবে। এতে দক্ষতা বাড়বে পরবর্তীতে আবার বেশি বিনিয়োগ করে ট্রেড করা যাবে।তাই ধৈর্য্য ধরে নিজেকে দক্ষ করে তুলুন তারপর ট্রেড করুন।
-
ইনভেষ্ট ছাড়া কোনো ব্যবসা হয়না তাই ইনভেষ্টতো করতে হবে। এখন কথা হলো যারা নতুন তাদের ভালভাবে না শিখে কোনো ইনভেষ্ট করবেন না অন্তত কয়েক মাস ডেমো প্রাক্টিস করে যদি মনে করেন এখন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করে লাভ করতে পারবেন তাহলেই শুধু ইনভেষ্ট করবেন অনথায় আপনি ইনভেষ্ট করবেনা।
-
আমি মনেকরি,, নতুন ট্রেডারদের বেশি ইনভেস্ট করে ট্রেড করা উচিৎ।। কারন তারা ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন ট্রেডিং স্টাটেজি প্রথম প্রথম বুঝতে কঠিন মনে হবে।। ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করতে অনেক সহজ হবে।। আপনার একাউন্ট এ যত কম ব্যালেন্স থাকবে আপনার একাউন্ট তত তাড়াতাড়ি জিরো হবে। ।।
-
ভাই আমি মনে করি নতুন অবস্থায় ছোট বা বড় কোন বিনিয়োগই নিরাপদ নয় কারন আমি মনে করি যদি কোন ট্রেডার অন্তত দুই একবার একাউন্ট জিরো না করে বা জিরা করার কষ্ট না পায় তবে সে কখনোই একাউন্টের প্রতি মমত্বোবোধ এককথায় রিয়েল ট্রেডার হতে পারে না তাই কোন ভাবেই ভাবা ঠিক নয় যে আপনি ১০০ ডলার ইনভেস্ট করলে নিরাপদ থাকবেন,ধন্যবাদ।