আমি একজন নতুন ট্রেডার। আমি এখন শিখতেছি।তবে আমি যতদুর জানি তাই অন্যকে শিখাই।
Printable View
আমি একজন নতুন ট্রেডার। আমি এখন শিখতেছি।তবে আমি যতদুর জানি তাই অন্যকে শিখাই।
আমার দুইজন কাজিন কে এন্ড্রয়েডের মেটা ট্রেডার ফোর অ্যাপসে একাউন্ট খুলে দিয়েছিলাম। তখন ফরেক্স সম্পর্কে আমার বেসিকও কম ছিলো। যতটুকুই জানতাম তাদের শেখানোর চেষ্টা করতাম। ফরেক্স সম্পর্কে আমার কাছে যত বই ছিলো পড়তে দিয়েছিলাম। এখন মনে হয় তারাই আমার চেয়ে ফরেক্স সম্পর্কে বেশি জানে।
যদিও আমি ফরেক্স করছি প্রায় ২ বছর ধরে,তারপরও এই দীর্ঘ সময়ে আমি ফরেক্স শিখিয়েছি মাত্র ২ জন কে।আমি তাদের কে ফরেক্স শিখিয়েছি তাদের আগ্রহ এবং ইচ্ছার কারনে।আমি চাই যারা এই ব্যাবসা করতে ইচ্ছুক,তারা এই ব্যাবসার সবকিছু জেনে শুনে আসুক।
আমি এখন নতুন ফরেক্সের কাজ শিখছি তাহলে আমি অন্য কাউকে কিভাবে শিখব। আর আমিতো নিজে এখন লস করছি তাহলে অন্য কেউ কেন আসবে আমার কাছে ফরেক্স শিখতে। তাই আমি কাউকে শিখাই নাই। কাজ শিখাতে হলে নিজেকে ট্রেডার হতে হবে।
আমি ফরেক্স ব্যবসা সম্পূর্ণ ভাবে নতুন আমি এখনো ফরেক্স ব্যবসা শিখতেছি আমি অন্যজনকে কিভাবে শিখাব।আমার আসা আছে আমি যদি ফরেক্স ব্যবসা ভালোভাবে শিখতে পারি তাহলে আমি অন্যকে ফরেক্স ব্যবসা শিখতে সাহায্য করব।
দুর্ভাঙ্গবসত এখনপর্যন্ত আমি কাওকে ফরেক্স এর সাথে যুক্ত করতে পারিনি। তবে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। সকলেই প্রথম পর্যায়ে খুবই আগ্রহ প্রকাশ করে কিন্তু পরবর্তীতে তারা তেমন আগ্রহ দেখায়নি। আর আমিও তেমন একটা যোগাযোগ করতে পারিনি। তবে কিছু বাজে এম.এল.এম কোম্পানির ঢোকাকে এদের মধ্যে কেউ কেউ গুলিয়ে ফেলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েক বছর ধরে ফরেক্স এর সাথে লেগে থেকে ফরেক্স মাঠে একটা ভালো জায়গা তৈরী করার পর উদাহরন স্বরূপ নিজেকে দেখিয়ে তাদেরকে ফরেক্স ট্রেডিং করতে আমন্ত্রন জানাবো। মনে হয় তখন তারা আর না করতে পারবে না। নিশ্চয়।
আমি ফরেক্স মার্কেটে তেমন বেশী দিন হয়নি এসেছি, ধরতে গেলে আমি এখনও শিখতেছি। তবুও নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব একজনকে শিখানোর চেষ্টা করছি। এতে করে অবশ্য আমার অনেক ইমপূব হচ্ছে।
আমি এখনো কাউকে ফরেক্স শিখাইনি।কিন্তু অচিরেই শিখাবো বলে আশা করছি।
আমি এই পর্যন্ত একজনকেও ফরেক্স পুরোপুরি শিখাইনি,মাত্র দুইজন মানুষকে কেবল শিখাতে শুরু করলাম।তবে আমার ইচ্ছা আছে আমি আগে একজন সফল ট্রেডার হয়ে এরপর আমার সব বেকার ভাইদের ফরেক্স শেখাবো,এবং ফরেক্স দিয়ে তাদের সবাইকে প্রতিমাসে মুনাফা অর্জন করিয়ে নেবো।
আমি একজন নতুন ফরেক্স ট্রেডের আমি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারি নাই। যখন আমি এটা ভালভাবে বুঝব তখন অন্য কে শেখাব।এর জন্য আমি খুব কাজ করছি ফরেক্স নিয়ে।আশা করি এটা বিথা যাবেনা।তারপর বন্ধুদের ফরেক্স নিয়ে উৎসাহিত করব এবং শেখাব।