-
ট্রেডার যে দেশের মুদ্রা নিয়ে ব্যবসা করবেন সেই দেশে যদি কোন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক,সামাজিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই দেশের বাজার উঠা নামা করে।তাছাড়া নিউজের সময় গুলোতে ফরেক্স মার্কেট এ অনেক বেশি মুভমেন্ট হয়, ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা পাবার জন্য ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস অনুসরন করতে হবে তাহলে বুঝতে পারবেন মার্কেট কখন বেশি উঠানাম করে।
-
ফরেক্স মার্কেট নিউজের জন্য বেশী উঠা-নামা করে। বিশেষ করে ইউরোপ এর ইউরো, পাউন্ড এবং ফ্র্যাংঙ্ক । আমেরিকার ডলার এর নিউজ থাকলে ফরেক্স মার্কেট বেশী উঠা-নামা করে থাকে। ফরেক্স মার্কেট সবসময় উঠা-নামা করে। তবে বিশেষ করে কোন দেশের অর্থনৈতিক , রাজনৈতিক পরিবর্তনের জন্য খুব দ্রুত উঠা-নামা করে। এটাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে।
-
মার্কেট দিন-রাত ২৪ ঘন্টাই উঠানামা করে তবে কখনও বেশি কখনও কম। কোন সময় বেশি উঠানামা করে সেই সময়টা খুজে বের করতে হবে। ভোর ০৬:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত (সিডনী এবং টোকিও সেশন) এই সময় টাতে মার্কেট উঠানামা করে অন্য সময়ের তুলনায় বেশি। আবার সন্ধা ০৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত (লনডন এবং নিউ ইয়োর্ক সেশন) এই সময় টাতেও মার্কেট উঠানামা করে অন্য সময়ের তুলনায় বেশি। এই দুই সেশন এর মাঝে সন্ধা ০৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত মার্কেট খুববেশি উঠানামা করে।
-
ফরেক্স মার্কেট এ তখনি বেশী উঠানামা করে যখন কোনো দেশের সার্বিক অবস্থা খুব খারাপ যায় অর্থাৎ আপনি একটা দেশ ধরেন আমেরিকা এর সাথে গ্রেটব্রিটেন এখন যদি কোনো কারনে ওই দেশে বড় কোনো প্রাকিতিক দুর্যোগ হয় বা রাজনৈতিক কারনে দেশের অবস্থা খারাপ হয় তাহলে সেই দেশের মুদ্রার মান কমতে থাকবে আর বিপরিতে অন্য দেশের অর্থাৎ আমিরিকার ডলারের মান বাড়বে ।
-
হ্যা ফরেক্স মার্কেটে যখন আমেরিকা আর ইউরোপ এর টাইম যখন ক্রস করে তখন মার্কেট উঠানামা করে।আবার কোন ধরনের ফান্ডামেন্টাল নিউজ পাব্লিশ হলেও মার্কেট চেঞ্জ হই।
-
ফরেক্স মার্কেটের কণ কারেন্সি বেশি মুভ করার কারন হল ঐ দেহসের রাজনৈতিক , অর্থনৈতিক আর সামাজিক ব্যাবস্থার উপর।কোণ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে তখন ঐ দেশের মুদ্রার মান কমে যাই আর দেশের অর্থনৈতিক অবস্থা ভাল থাকলে ঐ দেশের মুদ্রার মান বেড়ে যাই।
-
আম
আমরা অনেকে আছি যারা বেশি সময় পাই না। তারা যখন মার্কেট মুভ করে তখন ট্রেড করতে পারলে ভালো হয়। কিন্তু কখন মার্কেট মুভ করে সেটা আমরা জানি না। সাধারন যখন হাই ইম্প্যক্ট নিউজ থাকে তখন শুধু বিগ মুভমেন্ট হয়। তবে লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ হয়।
-
আমার মতে এই ফরেক্স মার্কেট বেশীর ভাগ রাতে অনেকটা উঠানামা করে থাকে। তাই আমি বেশীর ভাগ রাতে ট্টেড করি।
-
ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, তাই আপনাকে আপনার এবং মার্কেট মোবিং সুইটেবল সময় বেচে নিতে হবে। যেহেতে এটাকে পেশা হিসাবে নিয়েছেন তাই নিয়মিত নির্ধারিত সময় ব্যায় করা প্রয়োজন।
-
আমেরিকা ও ইউরোপ এই দুদেশের টাইম সেশনে মার্কেট একটু বেশি আপডাউন হয় এটা আমিও শুনেছি।তবে এছাড়াও একটি দেশের যখন কোন নিউজ প্রকাশিত তখন মার্কেেট অনেক বেশি আপ বা ডাউন হতে পারে যদি নিউজটি হাই ভোল্টালিটি হয় সে দেশের।