-
আপনি সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা এই বিজিনেস করতে পারবেন,শুধুমাত্র ২ দিন মার্কেট বন্ধ থাকে,আপ্নি যে কনো জায়গা বসে এই ট্রেডিং বিজিনেস চালাতে পারবেন,আপনি আপনার সঠিক সময়মত এন্ট্রি নিয়ে মার্কেট এ প্রবেশ করতে পারবেন,ফরেক্স এ দিন রাত কিছু নেই ৫ দিন আপনার খুশিমত ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিনের 24 ঘন্টাই ট্রেড করার জন্য ওপেন থাকে। সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তারপরেও ব্যক্তি ক্ষেত্রে এটা বিভিন্ন রকম নির্ধারিত হয়ে থাকে। একেক জনের ট্রেডিং করার সময় একেক রকেম। একজন ট্রেডার কখন ট্রেড করবেন করবেন সেটা নির্ভর করে তার সময় ও সুযোগ উপর। এক এক জনের সময়-সুযোগ ও ট্রেডিয় সাইক্লোজি এক এক ধরনের। আমদের একেক জনের ট্রেডিং সাইক্লোজির পার্থাক্যটা অনেক বেশি কারন আমাদের শেখার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। আমি মনে করি মার্কেট খোলার প্রথম দিন ও মার্কেট ক্লোজিং এর দিন ট্রেড থেকে বিরত থাকা ভালো। বিভিন্ন ট্রেডিং সেশনের মধ্যে আমেরিকান সেশন আমার কাছে ভালো মনে হয়। এই সময়ে অস্ট্রেলিয়া, টোকিও ও লন্ডন মার্কেট বন্ধ থাকে তাই মার্কেটের গতি প্রকৃতি বেশির ভাগ আমেরিকা সেশনে সিফট হয়ে থাকে।এক এক জন ট্রেডার একেক সেশনে ট্রেড করেন। যারা শুধু মেজন কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাদের জন্য আমেরিকান সেশনই বেস্ট ট্রেডিং সেশন। সময়ের পার্থাক্যের কারনে বাংলাদেশ সময় সন্ধা ছয়টায় আমেটিকান সেশন শুরু হয়। তাই এই সময় ট্রেড নিলে সারাদিন মার্কেট পর্যবেক্ষন করা যায়। তাই আমি মনে করি এসব বিষয় মাথায় রেখে ট্রেডিং করা উচিৎ। সর্বোপরি বলা যায় আপনি যদি দ্ক্ষ ট্রেডার হন তাহলে পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই আপনার জন্য উপযুক্ত সময়।
-
ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে। শুধু শনিবার 2:59 am এর পর থেকে সোমবার 2:59 am পর্যন্ত সাপ্তাহিক ছুটি হিসেবে মার্কেট বন্ধ থাকে। কিন্তু বাকি 5 দিন 24 ঘন্টায়ই মার্কেট ওপেন থাকে। 24 ঘন্টার মধ্যে যেকোনো সময় মার্কেট ট্রেড করার উপযোগী থাকলে এখানে ট্রেড করা যায়। আমার জানা মতে বিশ্বের আর এমন কোন প্লাটফর্ম নেই যেখানে 24 ঘন্টাই ট্রেড করা যায়।
-
ফরেক্স *মার্কেটে আপনি আপনার পছন্দমত সময়ে ট্রেড করে মার্কেট থেকে মুনাফা অর্জন করতে পারবেন । এই ফরেক্স সারা বিশ্বে সাথে মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। পৃথিবীর সব জায়গায় সময় এক নয় তাই এই ফরেক্স এর মার্কেট ২৪ ঘন্টা খোলা রেখেছে যা যে কোন দেশের ট্টেইনাররা এই ফরেক্স এ কাজ করতে পারে ।
-
যে টাইমফ্রেমে থাকি সে টাইমফ্রেমে থেকে কত পিপস উঠা নামা করেছে কোন প্রাইসে শুরু হয়েছে আর কোন প্রাইসে শেষ হইছে তা দেখা যায়। এবং সে অনুযায়ী ট্রেড করা যায়। তবে ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেমে ট্রেড করেল বেশি সফল ভাবে ট্রেড করা যায় এবং সফল হওয়া যায় বলে আমার মনে হয়।ফরেক্স এমন একটা চমৎকার ব্যবসা যে, ইচ্ছা করলে আপনি যে কোন সময়,যে কোন স্থানে ট্রেড করতে পারেন।বিশ্বে এমন সুযোগ আছে বলে আমি স্বপ্নেও ভাবিনি।
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।
-
ফরেক্স ব্যবসা এতো বেশি জনপ্রিয়তার মূল কারনই হল ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে। পৃথিবীটা গোল বিধায় এক দেশের সাথে অন্য দেশের সময়ের পার্থক্য লক্ষ করা যায়। আমাদের এখানে যখন দিন আমেরিকাতে তখন রাত। এই রাত দিনের ব্যবধানের কারনেই ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে যাহাতে সব দেশের মানুষ তার উপযুক্ত সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
-
ফরেক্স সম্পূর্ণরুপে একটা ব্যতিক্রম ব্যবসায় । এই ব্যবসায় সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে নিজেদেরকে সেল্ফ ম্যানেজমেন্ট এর বিষয়টা মাথায় রাখতে হবে । ফরেক্সে সফল হওয়া চাট্রিখানি ব্যাপার নয় । ফরেক্সে যে যত বেশি আন্তরিক আর ডেডিকেটেড হবে সে তত বেশি পরিমাণে এগিয়ে যাবে। চাইলে এই ২৪ ঘন্টার যেকোন টাইমেই আপনি ফরেক্স এ কাজ করতে পারেন।এছাড়া ফরেক্সের আর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যে এটা উভমুখী ব্যবসা অর্থাৎ দাম বাড়লেও লাভ আবার কমলেও লাভ।
-
ফরেক্স যে সব বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর কারণেই আমরা ফরেক্স মার্কেটের প্রতি আকৃষ্ট হই। ফরেক্স এর জনপ্রিয়তা বর্তমানে সারা বিশ্বব্যাপি এবং এই জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর সময়ের বন্টনটা। ফরেক্স এমন একটি ব্যবসায় যা আপনি দিনে ২৪ ঘন্টাই করতে পারবে । ফরেক্স মার্কেট সাপ্তাহে ৫দিন খোলা থাকে বিদায় আমরা আমাদের পছন্দমত সময়ে মার্কেটে ট্রেড করে মুনাফা অর্জন করতে পারি।ফরেক্স দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে বলে বেশিরভাগ ট্রেডার এখানে ট্রেড করতে চায় এবং এখানে ট্রেড করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবে যদি ভাল মানের ট্রেডিং দক্ষতা থাকে।
-
ফরেক্স সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে সারা দিন এবং রাত মুদ্রা কেনাবেচা হয়। এই মার্কেট এ যে কোন সময় ট্রেডিং করা যায় কোন ধরাবাধা নিয়ম নেই যে কারণে অনেক চাকুরীজিবী এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারছেন। ফরেক্স সকলের জন্য উন্মুক্ত সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা একটা অান্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠান।তবে ফরেক্স সুবিধা সম্পকে আমি কিছুটা শুনেছি।এ মাকেটে নাকি উভয় দিকেই লাভ হয়।আর এটা নাকি পৃথিবির সব থেকে বড় অথবাজার।আর এটা নাকি আমাদের সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা সময় দেয় আনাদের টপড পরিচালনার জন্য।তবে ইদানিং একটা আফসোস হচ্চে আমার সেটা হলো, একজন অভিজ্ঞ টেডার যদি পেতাম।নো মেসেজিং নো ওনলাইন চ্যাটিং ওনলি ফেস টু ফেস মিটিং তাহলে খুব তারাতারি কিছু শিখতে পারতাম