-
ফরেক্স মার্কেটে যেকোন ধরনের পেশার লোকজন কাজ করতে পারেন। ছাত্র/ছাত্রীরা এ পেশায় আসতে পারেন। কারণ এই ব্যবসা আপনি ঘরে বসে অনেক টাকা আয় করতে পারেন। তবে কিছু ডলার ইনভেষ্ট করতে হবে আর একটু সময় দিলে যে মুনাফা হবে সেটা দিয়ে আপনার টিউসন ফি দিতে পারবেন আর কিছু আপনার পকেট খরচ।
-
নিজের পড়ালেখার সময় ঠিক রেখে ছাত্র-ছাত্রীরা চাইলে ফরেক্স ট্রেডিং করতে পারে যেহেতু ফরেক্স ট্রেডিং ২৪ ঘন্টার মার্কেট।
-
সত্যই বলা যেতে পারে, আমি অনুমান করি যে এই চক্রের প্রত্যেকটিই অল্প বয়স্ক জীবনে অভিজ্ঞতা না করাই হাস্যকর কারণ যেহেতু অতিমাত্রায় জীবনের পক্ষে এত বড় পরিমাণে মনোনিবেশ করা কার্যকর হবে না। সুতরাং আমার প্রস্তাবটি এই যে আপনি যদি কলিং হিসাবে এটি গ্রহণ করতে পারেন তবে সেই মুহূর্তে এটি নিয়ে কোনও সমস্যা নেই। যাই হোক না কেন, আপনাকে আরও একটি বিষয় বিবেচনা করতে হবে এবং এটি আপনাকে ব্যবসায়কে বিপদ হিসাবে গ্রহণ করার ইভেন্টে ভবিষ্যতের কী হবে তা নিয়ে জোর দেওয়া জড়িত।
-
অবশ্যই ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত । কেননা বর্তমান যুগ হল ডিজিটালাইজড যুগ । এ যুগে কেউ পিছিয়ে নেই সবাই নিজের মত করেই কিছু করে এগিয়ে যাওয়ার চেস্টা করছে । আমাদের দেশে ছাত্রছাত্রীরা হয়তা বা ছাত্রজীবনে এসব কিছু করেনা । কিন্ত ইউরোপ আমেরিকার সব ছেলে মেয়েরা এসব করেই নিজেদের পড়ার ও ব্যাক্তিগত খরচ যোগায় ।তাছাড়া ঘরে বসে ফরেক্স করে যে আয় হবে তা দিয়ে লেখা পড়ার খরচ চালাতে পারে ।
-
ফরেক্স এ আমরা সবারই কাজ করতে পারি , তাই ছাত্র এবং ছাত্রী সবাই কাজ করতে পারে । ফরেক্স এ কাজ করা অনেক কঠিন কিছু নয় আমরা চাইলেই আমরা আমদের মত করে যে কোন সময় ফরেক্স এ কাজ করতে পারি । তাই ফরেক্স এ কষ্ট কম তাই আমদের উচিৎ ফরেক্স এ সবারই কাজ করা ।
-
আমার মনে হয় ফরেক্সে কনো ছাত্র-ছাত্রীদের কাজ করা ঠীক না। কারন ফরেক্সে কাজকরতে হলে প্রচুর কষ্ট করতে হয় যেটা ছাত্র-ছাত্রীদের জন্য খুব খারাপ। এতে ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার অনেক সমস্যা হতে পারে তাই ছাত্র-ছাত্রীদের ফরে না করাই ভাল।
-
আমিও আপনার সাথে একমত। টাকার চিন্তাই হলো সব চেয়ে বড় চিন্তা। এর প্রভাব পড়ে সব কাজে। কাজেই ছাত্র জীবনে টাকার চিন্তা মাথায় না আনাই ভালো, আনলে তার পড়াশোনার উপর প্রভাব পড়বে। তবে ছাত্র অবস্থায় ফরেক্স করলে যদি লাভ হয় তবে বাবা মায়ের উপর একটু চাপ কমে। তবে সেটা যদি পড়াশুনার উপর প্রভাব ফেলে তাহলে না করাই ভালো।
-
আমরা সবাই জানি যে, পরাশুনা সকলেরই প্রয়োজন। এই পরাশুনা আমাদের এক জীবনের আলোর পথ করে দেয়। ছাএ-ছাএীর জন্য এই ফরেক্স এ কাজ করা টা ভাল । কারন এ ফরেক্স এ কাজ করলে আনেক বেকার ছাএ-ছাএী এই ফরেক্স এ আয় করতে পারবে এবং দেশের বেকারত্ত কমে যাবে। তবে হ্যা, সব শ্রেনীর ছাএ-ছাএীদের জন্য নয়, যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য শ্রেয়। আর নিন্ম মাধ্যমিক এর জন্য না করাই ভাল।
-
ফরেক্স যেহেতু একটি ইনলাইন বিজনেস যে বিজনেস এর জন্য বাহিরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না ঘরে বসে বা যে কোন যায়গাই এই ব্যবসা করা যাই সেহেতু ছাত্রদের জন্যও এই ব্যবসা উপযুগী বলে আমি মনে করি ফরেক্স এর মাধ্যমে তারা তাদের ভাগ্যের চাকাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
-
ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি অযথা অনেক সময় ব্যয় করে থাকে। এই সময়টাকে অযথা ব্যয় না করে ফরেক্স মাধ্যমে ব্যয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে... ধন্যবাদ।