-
আমারও পছন্দ হলো ইউরো ইউএসডি । ফরেক্সে অনেকগুরো পেয়ার অাছে আর সেই পেয়ারগুলোতে আমরা ট্রেড করি । আসলে পেয়ারের সংখ্যা অধিক হলেও আমরা মূলত ট্রেড করি অল্প কিছু সংখ্যাক পেয়ারে যেখানে আমরা অধিক লাভবান হতে পারি । কিছূ পেয়ার আছে প্রায় সবারেই পছন্দের এবং সারা বছরই ওগুলোতে ফ্লো থাকে । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হওয়ার জন্য নিজেকে সর্বদা সেভাবে তৈরী করতে হবে ।
-
ফরেক্স এ সকলের পছন্দের পেয়ার আছে। তেমনি আমারো কিছু পেয়ায়র আছে। সে গুলো আমি ট্রেড করে থাকি। তবে বেশী পেয়ায়র আমি দেখি না। কারন বেশী পেয়ার দেখলে আমাদের এনালাইসিস ভুল হতে পারে। আর এনালাইসিস ভুল হলে আমাদের লস হয়ার সম্ভাবনা বেরে যেতএ পারে।
-
ফরেক্স অনেকের প্রধাণ পচন্দ ইউরু এন্ড ইউ এস ডি কারণ এই দুইটি মুদ্রা সার বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করে, আমিও আমার প্রথম ডেমো ট্রেড ইউরু ইউএসডি দিয়ে শুরু করেছি, আমার পছন্দের তালিকা অনেক গুলোর মধ্যে এটি ও একটি।
-
আমার মনে হয় ইউরো এবং উএসডি সকলের কাছে বেশি পছন্দের আর অধিকাংশ ট্রেডার এই পেয়ারে ট্রেড করে থকে এ ছাড়াও আরো অনেক ভালো পেয়ার রয়েছে, সেগুলো হলো eurjpy, gbpjpy, gbpusd,usdx অন্যতম।ট্রেডাররা তাদের শুবিধা মত পেয়ার বাছাই করে ট্রেড করে কারন ট্রেডার রা ভিন্ন ভিন্ন পেয়ার পছন্দ করে।
-
আমার পছন্দের পেয়ার হলো ইউরো/জাপান এবং জিবিপি/এইউডি। মুভিং এভারেজ ক্রসিং এ ভাল কাজ করে।
-
ফরেক্স এ সবাই একই কারেন্সি পেয়ার ট্রেড করে না। এখানে অনেক পেয়ার আছে। যার যার ভাল লাগে যেটা সে সেটা ট্রেড করে। অনেকে আছে gbpusd ট্রেড করে। এই পেয়ার টা আমার কাছে ও ভালো লাগে। কারন এটা প্রতিদিন ই মুভ করে থাকে। ফলে প্রফিট করা সহজ হয়।
-
আমার পছন্দ নীয় পেয়ার হল ইউরো ইসডি আর ইউসডি জেপায়াই।কারন এই ২ ধরনের নিইজ বেশি পাবলিশ হই।আর এই পেয়ার এর মুভ মেন্ট বেশি থাকে।আবার আমি গোল্ডে ট্রেড করি কিন্ত সমস্যা হল গোল্ডে স্প্রেড অনেক বেশি থাকে।
-
ফরেক্স মার্কেটে আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy। তবে আমি বলতে চাই যে, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।
-
আমার মনে হয় আসলে ফরেক্সে পছন্দের পেয়ারের ব্যাপারটি একেকজনের নিকট একেকরকম। কিন্তু আমার সবচেয়ে পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি পেয়ার। আমার এই পেয়ারে ট্রেড করতে অনেক ভালো লাগে। কারন এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়।
-
আমি সর্বাধিক পছন্দ করি usd/jpy,যা মার্কেটে সবচেয়ে ভালো মুভমেন্ট করে থাকে৷এরপর gbp/usd,gbp/jpy,eur/jpy,aud/usd ইত্যাদিও পছন্দ করি৷eur/usd পেয়ার মুভমেন্ট করে অনেক কম তবে সবচেয়ে নির্ভরযোগ্য পেয়ার৷নতুন ট্রেডারদের জন্য eur/usd একমাত্র পেয়ার হওয়া ভালো৷