-
ফরেক্স ব্যবসায় সবাই লাভ করতে পারে না বেশিরভাগ ফরেক্স ট্রেডার তার বিনিয়োগ হারিয়ে ফেলে ফরেক্স কে বাই বাই বলে আর যারা টিকে থাকে তারাও সবাই লাভ করতে পারে না অল্প অল্প পুজি বিনিয়োগ করে দিন দিন লসের খাতাটা বাড়াতে থাকে এ ব্যবসায় যে কেউ এসে লাভবান হতে পারবেন না অনেক জ্ঞান অর্জন এবং ডেমো প্র্যাকটিস করে নিজের ভূল সংশোধন করে যখন মোটামুটি মার্কেট এর জ্ঞান নিতে পারেন তখন লাভবান হতে পারবেন ।
-
না ভাই এখানে সবাই লাভ করতে পারে না। যারা মনে করেন একটু অভিজ্ঞতাসম্পূর্ণ ট্রেডার তারাই এই মার্কেট থেকে মজা নিচ্ছেন প্রফিট করে। কারন তারা অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তাদের দক্ষতাকে বাড়িয়ে, পর্যায়ক্রমে সবকিছু শিখে তারপর একটা পজিশন বানাতে পেরেছেন, বলেই তারা ফরেক্সের সুফল ভোগ করছেন। তাই এখান থেকে লাভবান হতে চাইলে ২ টা বছর কঠোর এবং টেকনিক্যাল ভাবে জ্ঞান অর্জন করুন।
-
আমার মতে ফরেক্সে সবাই লাভ করতে পারে না । কারন অনেকেই আছে যারা ফরেক্সের কাজটাকে গুরুত্ব সহকারে নেয় না, খেলা মনে করে । আবার অনেকেই আছে যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান নিয়েই কাজ করতে শুরু করে আর অর্থ আয়ের স্বপ্ন দেখে, অনেকেই আবেগের বশে ভুলভাল ট্রেড দিয়ে অ্যাকাউন্ট শূন্য করে ফেলে ইত্যাদি । এইসব মানুষ কখনোই ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবে না । ফরেক্স থেকে লাভ করতে হলে অবশ্যই বুদ্ধি বিবেক দিয়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই লাভ করা সম্ভব হবে বলে আমি মনে করি ।
-
অাপনার প্রশ্নের সহজ জবাব হলো,, না। ফরেক্স এ সবাই ই লাভ করতে পারেনা। ফরেক্স এ লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে ধারনা থাকতে হয় এবং ফরেক্স ভালো করে শিখতে হয়। দেখা যায় অনেকেই লোভে পরে অধিক লাভের অাশায় ট্রেডিং করা শুরু করে যার ফলে ক্ষতিগ্রস্তই হয়। দেখা যায় পরবর্তিতে ফরেক্স থেকে চলে যায়। সো বলাযায় ফরেক্স থেকে তারাই লাভ করতে পারে যারা ধৈর্যের সাথে ট্রেডিং করে এবং বেশি লোভ করা থেকে বিরত থাকে।
-
ফরেক্স একটি বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক ব্যবসা। এখানে বাস্তবে বিশ্বজুড়ে সর্বত্র থেকে ব্যক্তিদের স্তূপ একসাথে একই মঞ্চে বিনিময় করে। আরও কী, ধাপে ধাপে এই ব্যবসাটি সবার সাথে ক্রমবর্ধমান আরও মূলধারায় পরিণত হচ্ছে। সুতরাং আমি কল্পনা করি যে ফরেক্স বিজ্ঞাপনের মাধ্যমে লাভ করার জন্য আমাদের নিজেদের সেভাবে বিকাশ করা উচিত। এমন ক্ষেত্রে আপনি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন না, সেই সময়ে বেনিফিটের প্রত্যাশা করা বোকামি।
-
ফরেক্সে ব্যাপার টা সবাই আসলে বুঝে না। সবাই বুঝলেও অনেকের সাথে আসলে ব্যাপার টা ঠিক জমে না । মানে টাইমিং আর এনালাইজ টা সঠিক হয় না। তাই আসলে ট্রেড নিলেও লস হতেই থাকে। ফরেক্সে লাভ করতে হলে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এনালাইজ টা যত সুক্ষ হবে ট্রেড সফল হবার সম্ভবনা তত বেশি হবে । তাই আমি মনে করি ফরেক্সে সবাই লাভ করতে পারে না কেবল যারা দক্ষ তারাই এখান থেকে ভালো প্রফিট আশা করতে পারে। কারন দক্ষতা ছারা কোনো কাজেই যেমন সফলতা আসে না তেমনি ফরেক্সেও দক্ষতা ছারা সফলতা আসে না। তাই আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে এখানে।
-
ফরেক্স এ সবাই লাভ করতে পারে না। যারা অনেক পরিশ্রম করে তারা ফরেক্স থেকে লাভ করতে পারে। অনেকেই মনে করেন ফরেক্স থেকে টাকা আয় করা অনেক সোজা। নূন্যতম 1 বছর ডেমোতে ট্রেড করে নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে তারপার রিয়েল টাকা বিনোয়োগ করে ফরেক্স শুরু করতে হবে। তাই আমরা সব সময় দক্ষতা অর্জন করতে থাকব তারপর এই ব্যবসা শুরু করব । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা দক্ষতা সহিত অর্জন করব তাহলেই সফলকাম হতে পারব আর যদি অদক্ষভাবে ট্রেড করি তাহলেই লসে পড়ে যাবো ।
-
ফরেক্স এ সবারই লাভ করতে পারে না , তবে লাভ লস হতেই পারে কেননা ফরেক্স হোল একটি মার্কেট প্লেস । তাই এখানে লাভ করা খুব কঠিন ফরেক্স এ লাভ করার জন্য আমাদের ফরেক্স এর সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে শুধু তাই নয় ফরেক্স এ ভাল করে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।অনেক জ্ঞান অর্জন এবং ডেমো প্র্যাকটিস করে নিজের ভূল সংশোধন করে যখন মোটামুটি মার্কেট এর জ্ঞান নিতে পারেন তখন লাভবান হতে পারবেন। ফরেক্স ব্যবসায় লাভবান হতে হলে আপনাকে সময় দিতে হবে।
-
ফরেক্সে শুধু তারাই লাভ করতে পারে এছাড়া তোকে ধরে থাকতে পারে এবং ধৈর্য ধরে মার্কেটিংয়ের কাজ করতে পারে। যারা মার্কেটে নামাজ পড়ে এবং নিউজ এনালাইসিস এবং চাটা মেলায় স্কোরে ট্রেডিং করে তারাই লাভ করতে পারে।
-
আসসালামু আলাইকুম।।
ফরেক্স থেকে সবাই লাভ করতে পারবেন??
একেবারে ই যে পারবেন না এমনটা কিন্ত নয়।
তবে এর জন্য আপনাকে অবশ্য ফরেক্স ট্রেড সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে।
ধৈর্য ধরে বসে থাকতে হবে সময় মত ট্রেড শুরু করতে হবে।
তাহলে ই সফলতা আসবে।