যে কোন সফলতার পেছনের গোপন রহস্য হলো তার লক্ষ্য দৃঢ়সংকল্পবদ্ধ থাকা। আমি এই উক্তিটি মনের মধ্যে গেঁথে নিয়েছি। তাই হাল ছেড়ে দিইনি। আমার লক্ষ্য অন্তত লক্ষ টাকার মালিক হওয়া প্রাথমিকভাবে এই ফরেক্স ব্যবসার মাধ্যমে। আমার আত্মবিশ্বাস আছে আমি সফল হবোই।
Printable View
যে কোন সফলতার পেছনের গোপন রহস্য হলো তার লক্ষ্য দৃঢ়সংকল্পবদ্ধ থাকা। আমি এই উক্তিটি মনের মধ্যে গেঁথে নিয়েছি। তাই হাল ছেড়ে দিইনি। আমার লক্ষ্য অন্তত লক্ষ টাকার মালিক হওয়া প্রাথমিকভাবে এই ফরেক্স ব্যবসার মাধ্যমে। আমার আত্মবিশ্বাস আছে আমি সফল হবোই।
সফল হতে হলে অনেক পরিশ্রম এবং আত্নবিশ্বাস থাকতে হবে। ফরেক্স মার্কেটে একবার লাভ হলে নিজেকে সফল মনে করা যাবে না। সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে।তাই আমার বলবো যে সাবার উচিৎ কাজ করার সময় লক্ষ নিয়ে কাজ করা তাতে আপনি কাজে সফলতা নিয়ে আসতে পারেন।
যে কোন সফলতার পেছনের গোপন রহস্য হলো তার লক্ষ্য দৃঢ়সংকল্পবদ্ধ থাকা। আমি এই উক্তিটি মনের মধ্যে গেঁথে নিয়েছি। তাই হাল ছেড়ে দিইনি। আমার লক্ষ্য অন্তত লক্ষ টাকার মালিক হওয়া প্রাথমিকভাবে এই ফরেক্স ব্যবসার মাধ্যমে। আমার আত্মবিশ্বাস আছে আমি সফল হবোই।
কথায় আছে একবার না পারলে দেখ শতবার। আপিন ফরেক্স টেড করার সময় লস হবে আবার লাভ হবে। লস করতে করতে একদিন আপনি লাভ করবেন। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যবেন
আমরা জানি সফলতাই হচ্ছে সকলের একটি কমন লক্ষ্য। কারন কেউ সফল হতে না চাইলে এতবড় ঝুকিপূর্ন ব্যবসায় আসতে চায়। তাছড়া নো রিক্স নো গেইন বলে একটি কথা আছে। আমার মনে হয় সকলেই ফরেক্স মার্কেটে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার পর পা রাখে। কারন যেখানে টাকার ব্যবসা সেখানে টাকা ইনকাম করা ছাড়া আর কোন লক্ষ্য প্রাথমিক পর্যায়ে কোন ট্রেডারের থাকে না। আর একটি গুরুত্বপূর্ন বিষয় ফরেক্সে টাকার মালিক হওয়ার তা হল অধ্যবসায় অর্থাৎ ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানার্জন অন্যথায় ফলাফল শুন্য হবেই।
আমরা জানি আমরা জানি সফলতাই হচ্ছে সকলের একটি কমন লক্ষ্য। কারন কেউ সফল হতে না চাইলে এতবড় ঝুকিপূর্ন ব্যবসায় আসতে চায়। তাছড়া নো রিক্স নো গেইন বলে একটি কথা আছে। আমার মনে হয় সকলেই ফরেক্স মার্কেটে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার পর পা রাখে। কারন যেখানে টাকার ব্যবসা সেখানে টাকা ইনকাম করা ছাড়া আর কোন লক্ষ্য প্রাথমিক পর্যায়ে কোন ট্রেডারের থাকে না। আর একটি গুরুত্বপূর্ন বিষয় ফরেক্সে টাকার মালিক হওয়ার তা হল অধ্যবসায় অর্থাৎ ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানার্জন অন্যথায় ফলাফল শুন্য হবেই।
ফরেক্স এ সফলতার জন্য দরকার ধৈর্য এবং মনোবল । দেখা যায় অনেক সময় পর পর লস হচ্ছে এ পরিস্থিতিতে অনেকে ট্রেড করা বন্ধ করে দেয় । কিন্ত এটা করলে আপনি সফল হতে পারবেন না । আপনার ভুল গুলো খুজে বের করুন এবং ট্রেড এ সঠিক ট্রেড করুন তা হলে আপনি সফল হতে পারবেন।এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতা থেকে ফরেক্স করুন।
ফরেক্স মার্কেট এ সফল হওয়ার জন্য অন্যতম প্রধান হাতিয়ার হলো ফরেক্স সম্পর্কে ধারণা লাব করা এবং ফরেক্স মার্কেট নিয়ে ধীরে ধীরে এনালাইসিস করা কোনো কাজের পেসনে সময় দিতে যেয়ে বার বার হেরে যাবার পরেও আমাদের অত্তবিস্সাশি হয়ে সেই কাজের পেসনে লেগে থাকা উচিত ঠিক ততক্ষণ এ যতক্ষণ না ওই কাজের জন্য সফলতা না আসে ফরেক্স মার্কেট যেমন লাবজনক বেবসা ঠিক তেমনি অনেক বেশি ঝুকিপূর্ণ বেবসা তাই আমাদেরকে ধর্যের সাথে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট এ তাহলেই একদিন আমরা সবাই ফরেক্স মার্কেট এ নিজের জায়গা থির করে নিতে সক্ষম হব।
ফরেক্স এ সফলতার জন্য দরকার ধৈর্য এবং মনোবল । দেখা যায় অনেক সময় পর পর লস হচ্ছে এ পরিস্থিতিতে অনেকে ট্রেড করা বন্ধ করে দেয় । কিন্ত এটা করলে আপনি সফল হতে পারবেন না । আপনার ভুল গুলো খুজে বের করুন এবং ট্রেড এ সঠিক ট্রেড করুন তা হলে আপনি সফল হতে পারবেন ।এজন্য প্রয়োজন হলে বেশী করে ডেমোতে কাজ করেন তারপর ট্রেড করুন ।
সব কাজেরই একটা লক্ষ্য থাকা উচিত তেমনি ফরেক্স করতেও একটা লক্ষ্য নিয়ে আগানো উচিত।এখানে আসলেন লাভ লস করলেন আবার চলে গেলেন এমন নয়। এখানে আসতে হবে ধৈর্য্য ধরে এগোতে হবে বুজেশুনে ট্রেড করতে হবে বেশি তাড়াহুরা করে লাভবান হওয়ার চিন্তা বাদ দিতে হবে।