-
ফরেক্স মানেই একটা চ্যালেঞ্জ। এটা একটা আন্তর্জাতিক বাজার এখানে চ্যালেঞ্জ থাকবে সেটাই স্বাভাবিক। আর চ্যালেঞ্জ আছে বলেই ফরেক্সকে এত পছন্দ করি। এখানে অনেক অভিজ্ঞ লোক ট্রেড করে তাদেরকে বিট করে যখন আমি প্রফিটাবল হই তখন বেশ ভালো লাগে। একটা লাইফ ইজ নো রিস্ক নো গেইন। সো ভালো কিছু করতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে। তারাই সাহসি যারা চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারে।
-
ফরেক্সে লাভ করতে হলে কত রকমের অ্যানালাইসিস যে করতে হয় তার ঠিক নেই।কিন্তু লস করতে কোনো অ্যানালাইসিস করতে হয় না।খুব ইজিলি লস হয়ে যায়। এজন্য আমাদের সবার উচিত প্রতিটি ট্রেডেই সমান মনোযোগী হওয়া।কোনো ট্রেডই অ্যানালাইসিস ছাড়া না করা।এককথায় প্রতিটি ট্রেডকেই চ্যালেন্জ হিসেবে নিয়ে ট্রেড করতে হবে।
-
ভাই আপনি সঠিক বলেছেন ফরেক্স আমাদের কাছে চ্যালেঞ্জ স্বরুপ।কারন এখানে প্রতিটি ট্রেড সতকতার সাথে করতে হয় ট্রেডকে সফল করার জন্য এ্যানালাইসিস করতে হয়।সঠিক প্লানিং এর মাধ্যমে সফলতা লাভ করতে পারি। তাই আমি মনে করি প্রতিট ট্রেড আমাদের কছে চ্যালেঞ্জ স্বরুপ।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা তাই এতে মুলধন দিয়ে শুরু করতে হয় । আর যদি লস খায় তাহলে তো মুলধন শেষ হয়ে যাবে আর এর জন্য আমাদের ট্রেড করতে অনেক ভেবে চিন্তে । না হলে আমাদের একটি ট্রেডই ভেংগে দিতে পারে আমাদের আশা, সপ্ন সব কিছু । আর যখন ট্রেড করি তখন মার্কেট আমাদের অনুকুলে থাকবে না প্রতিকুলে যাবে এই নিয়ে অনেক চিন্তায় থাকি । আর এই জন্যই প্রত্যেক ট্রেডই আমাদের কাছে চ্যালেঞ্জ স্বরুপ ।
-
সবাই লাভ করার জন্য ট্রেড করে থাকে। কেউ চায় না যে লস হোক। তাই মার্কেট বুঝে ট্রেড প্লেস করতে হয়। মার্কেট ভালভাবে এনালাইজিস না করে ট্রেড দেয়া ঠিক না। এতে লসের সম্ভাবনা থাকে। তাই প্রতিটি ট্রেড কে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটা জেতার চেস্টা করাটাই একজন প্রফেশনাল ট্রেডারের কাজ। তাই একজন ট্রেডারের কাছে প্রতিটি ট্রেড চ্যালেঞ্জ স্বরূপ।
-
আমার মতে প্রতিটি ট্রেডই আমার কাছে এক একটা চ্যালেঞ্জ স্বরুপ। কারন ফরেক্স এ আমরা হেরে যেতে আসিনি এখানে আমরা এসেছি জেতার জন্য টাকা আয় করার জন্য। তাই আমি প্রতিটি ট্রেডকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করি আর আমি এই চ্যালেঞ্জকে টিক ভাবে ব্যবহার করি।
-
ফরেক্স একটি আন্তরজাতিক বাজার । আর ফরেক্স মার্কেট এর প্রতি টা ট্রাড চালাঞ্জিং । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে অনেক পরিশ্রমি হতে হয় । ফরেক্স কাজ করতে হলে মার্কেটে সম্পরকে ভাল ধারনা নিয়ে কাজ করা
উচিত কারন না জেনে আপনি ট্রাড করলে আপনি লস করতে পারেন । তাই ফরেক্স ট্রাডিং খুব চালাঞ্জিং আমাদের উচিত প্রতক্টা ট্রাড সতরকতার সহিত ট্রাড করা ।
-
হ্যাঁ আপনি আপনার দিক থেকে সঠিক রয়েছেন। ট্রেড তো সবাই করে থাকে সাধারণত কিন্তু ভাল ট্রেড এবং ট্রেডিং এ টিকে থাকে কত জন। এজন্য আমরা মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকি জাতে করে মার্কেট আমাদের অনুকূলে আসে। ধন্যবাদ
-
আমি মনে করি ভাল ট্রেড আর হতে হলে আপনাকে প্রতিটা ট্রেড কেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করা দরকার তা না হলে আপনি ট্রেড করে সফল হতে পারবেন না চ্যালেঞ্জ হিসেবে নিলে আপনি সব ট্রেড ই ভাল করে করতে পারবেন আর চ্যালেঞ্জ হিসেবে নিতে হলে ভাল করে ফরেক্স শিখতে হবে ট্রেড কয়া জানতে হবে তাই আমার মতে সবার ই দরকার হল ট্রেড কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করা দরকার ।
-
আপনার এই কথার সাথে আমি একমত যে, প্রতিটি ট্রেডই আমাদের কাছে চ্যালেন্স স্বরূপ। তবে যে শুধু পুজি হারানোর ভয়ের জন্যই যে চ্যালেন্স তা কিন্তু নয়। কারন- প্রতিটি ট্রেডেই মিশে থাকে আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা, আমার এ্যানালাইসিস, আমার মার্কেট নিয়ে চিন্তা-ভাবনা। কোন ট্রেডে হেরে যাওয়া মানে আমার কাজের অক্ষমতা প্রকাশ পাওয়া। হেরে যাওয়া মানে আমার এ্যানালাইসিস ভুল বলে প্রমানিত হওয়া। আরো মনে করতে হবে মার্কেট নিয়ে আমার চিন্তা-চেতনায় ভুল ছিল। এই ভুল প্রমানিত হওয়া কিংবা অক্ষমতা প্রকাশ পাওয়ার।