এই বছরে আমার লক্ষ্য ফরেক্স থেকে অনেক টাকা ইঙ্কাম করা এবং বাংলা দেশ এর বেকারদের ফরেক্স বেপারে জ্ঞান দেওয়া।
Printable View
এই বছরে আমার লক্ষ্য ফরেক্স থেকে অনেক টাকা ইঙ্কাম করা এবং বাংলা দেশ এর বেকারদের ফরেক্স বেপারে জ্ঞান দেওয়া।
এই বছরে আমার লক্ষ্য হচ্ছে ফরেক্স মার্কেট এ যে সকল কারনে আমার লস হয়ে থাকে তা খুজে বের করা কারন এই লস কে আমি যদি খুজে বের করতে পারি তবেই আমি এই মার্কেট থেকে ভাল ভাবে লাভ করতে পারব এ জন্য আমাদের কে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে ফরেক্স সহায়তা করবে ।
তেমন কিছু না নিজেকে গরে তোলা ও কিছু টেকনিক অনুস্রন করাই হল এ বছরের আমার কাজ আমি আগামি পাচ বছরের মধ্যে আমি নিজেকে গরে তোলব তাই আমি মনে করি ফরেক্স করতে হলে নিজের ধৈর্য কে পরীক্ষা করে নিয়ে ও নির্দিষ্ট সপ্ন নিয়েই আসা উচিত এই মার্কেট এ ।
ফরেক্স ব্যবসায়ে আমি নতুন, তাই এই বছর আমার একমাএ লক্ষ হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করা। ধন্যবাদ।
এ বছর আমার লক্ষ্য হল যে আমি আমার দোষ ও ত্রুটি খুজে বের করব এবং নিজেকে পুনরায় একজন ভাল ট্রেডার হিসাবে গরে তোলব আমি মনে করি ফরেক্স করার জন্য আমাদের কে বেশী করে এই মার্কেট থেকে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা লাভ করতে পারব না ।
এই বছরে আমার প্রধান লক্ষ্য হল ভার জব করা , তারপর ফরেক্স মার্কেট এর সম্পর্কে পুরাপুরি ধারনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া ফরেক্স করতে হলে আমাদের লক্ষ্য কে নিয়ে আগাতে হবে আমি চাই আগে ভাল করে ফরেক্স শিখতে তারপরে এই মার্কেট এ কাজ করি ।
লক্ষ্য স্থির করা জীবনের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজের জন্য একটি অতিবগুরুত্বপূর্ন বিষয়। তাই ফরেক্স ট্রেডিং ও তার আওতায় পড়ে। আমার এই বছরের লক্ষ্য হলো শুধু মাত্র ফোরাম থেকে বোনাসের টাকা দিয়ে রিয়েল মার্কেটে হাটতে শিখব। এবং রিয়েল মার্কেটের ঝুকি, মার্কেট এর ধরন এবং সমস্ত বিষয়াদী সম্পর্কে বুঝতে চেষ্টা করব এবং কি জন্য আমি ফরেক্স মার্কেটে লস করছি সে সম্পর্কে ধারনা অর্জন করব। তাছাড়া এটাই তো ফরেক্স মার্কেটের মুল স্যাটিজি যেটা না থাকলে ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবিই কষ্টকর। তাই আপনারা ও এ বছরের লক্ষ্য স্থির করুন।
ফরেক্স মার্কেট এ আমাদের সকলের কোন না কোন লক্ষ্য থাকে আমার লক্ষ্য হল এই বছরে নিজেকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসাবে গড়ে তোলা আমি মনে করি আমি চাইলেই নিজেকে অনেক সহজে ফরেক্স ট্রেডার হিসাবে গড়ে তোলতে পারব এজন্য আমাকে নিরলস ভাবে চেষ্টা করতে হবে ।
এই বছরে আমার লক্ষ্য তেমন কিছুই না আমি শুধু শিখব ফরেক্স সম্পর্কে জানব এই বছরে সামনের বছর থেকে আমি পুরাপুরি ভাবে ফরেক্স মার্কেট নিয়ে নেমে পরব ট্রেড এ । কারন আমি মনে করি ট্রেড করতে হলে নিশ্চয় ভাল অবিজ্ঞতার দরকার রয়েছে তাই অবিজ্ঞতা অর্জন করতে হবে আমাদের কে ।
আমের terget ভাল কেসু করা। এই ২০১৪ সালে আমি কম করে হলে ও ৫০০০ ডলার ইন কাম করতে চাই।