আমি ফোরেক্স মার্কেটে নতুন কিন্তু আমি ফোরেক্স মার্কেটকে প্রধান পেশা হিসেবে নিয়েছি । এ থেকে আমি ভাল আয় করতে চাই । আর এ কারনে ফোরেক্স কে অনেক ভালবাসি । এখান থেকে জ্ঞান অজ্জন করে আর্ব উপরে উঠতে পারি ।
Printable View
আমি ফোরেক্স মার্কেটে নতুন কিন্তু আমি ফোরেক্স মার্কেটকে প্রধান পেশা হিসেবে নিয়েছি । এ থেকে আমি ভাল আয় করতে চাই । আর এ কারনে ফোরেক্স কে অনেক ভালবাসি । এখান থেকে জ্ঞান অজ্জন করে আর্ব উপরে উঠতে পারি ।
ফরেক্স ট্রেডিংকে নি:সন্দেহে আমি অনেক বেশি ভালবাসি আর সেই ভালবাসা থেকেই এখানে কাজ করতে আসাআমরা যারা ফরেক্সের সাথে যুক্ত আছি আমার মনে হয় আমরা সবাই ফরেক্সকে প্রচুর ভালবাসি। তবে আমাদের ভালবাসার সাথে সাথে নিজেদেরকে ফরেক্স থেকে সফল করতে হবে। তাহলেই আমাদের ফরেক্সের প্রতি ভালবাসা সার্থক হবে।
ফরেক্স থেকে আমি মোটামুটি ভালো লাভবান হচ্ছি তাই ফরেক্সকে আমি খুব ভালবাসি কারন ফরেক্স থেকে আমি খুব অল্প পরিশ্রম করে বিনা পুজিতে প্রফিট অর্জন করতে পারতেছি।আমি ফরেক্স এবং ফোরামকে খুব ভালবাসি।
আমি যেদিন থেকে ফরেক্সের কাজ শুরু করেছি সেদিন থেকে ফরেক্স কে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এবং ফরেক্স করতে অনেক ভালবাসি। আমি জানি ফরেক্স এমনি একটি ব্যবসা যে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারলে হইত আমি আমার জীবনে সফলতা বয়ে আনতে পারবো। আমি চাই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে এবং একবার না পারলে বার বার চেষ্টা করতে।
ফরেক্স ফোরাম একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে প্রতিনিয়ত বেৈদেশিক মুদ্রা আদান প্রদান করা হয়ে থাকে।ফরেক্স করে অনেকে অনেক লাভবান হয়েছে এবং ফরেক্স ট্রেড করে অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে।তাই আমি ফরেক্স নিয়ে অনেক আশাবাদী এবং অনেক ভালবাসি।
মানুষ সব সময়ই চায় স্বাবলম্বী হতে । আর ফরেক্সের মধ্যে লুকায়িত রয়েছে এই সফলতা । যদি কোন ব্যক্তি ঠিকমত এই ফরেক্স ব্যবসা দক্ষতার সহিত করতে পারে অবশ্যই সে সফলকাম হবে । সুতরাং এই অর্থনৈতিক দিক থেকে ফরেক্স ব্যবসাকে খুব ভালোবাসি । কেননা সবাই চায় অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে । আর এই স্বাবলম্বী লুকায়িত রয়েছে এই ফরেক্স ব্যবসার মধ্যে । সবদিক বিবেচনা করে আমি এই ফরেক্স ব্যবসাকে খুব বেশী ভালোবাসি ।
ফরেক্স আমার কর্মসংস্থানের ব্যাবস্থা করছে আগে যা আমি করতে পারতাম না,এখন তা মন খুলে করতে পাঁড়ই যার অনেক টা ফরেক্স এর জন্য।তাই আমি ফরেক্স কে অনেক ভালবাসি।
বেড়ার ঘরে থেকে এখন 100 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখছি। ফরেক্স আমাকে অনেক স্বপ্ন দেখায়। আমি যেন এখনি কোটিপতি। এমন সময় যদি কেউ ভালবাসার কথা বলে , তাহলে তো এই মন ঘরে রাখা দায়। আমিও আপনার মত ফরেক্স প্রেমে হাবু হাবু ডুবু ডুবু খাচ্ছি।
আমি ফরেক্সকে খুববই ভালোবাসি। দিনরাত ফরেক্স নিয়েই বর্তমানে আমার চিন্তা। কারন বর্তমানে আমি চেষ্টা করছি যথাসম্ভব ভালোভাবে ফরেক্স শিখে নিতে। কারন বড় বড় ট্রেডাররা বলেন যে কোনো কিছু নয় আগে ভালোভাবে ট্রেড শিখো পরে সবকিছুই নিজে বুঝতে পারবে। তাই ফরেক্সের পেছনে আমি আমার সর্বোচ্চ ভালোবাসা উজার করে দিতে চাই।
ফরেক্স মার্কেট কে আমি অনেক বেশি ভালবাসি কারন একানে থেকে আমি অর্থ ইনকাম করতে পারি,তাই আমি ফরেক্স মার্কেট কে ভালবাসি,ফরেক্স মার্কেট এর ইনকাম করার জন্য দূরে কোথাও যেতে হয়না,ঘরে বসে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায় অনলাইনের মাধ্যমে,ফরেক্স আয়ের উতস্য।