-
ফরেক্স শুধু বাই আর সেল নয়,কখন বাই সেল করতে হবে এটা বুঝতে পারার নামই হল ফরেক্স ট্রেড। ফরেক্সে এন্ট্রি নেয়ার আগে আপনাকে অনেক কিছু এনালাইসিস করতে হবে বিভিন্ন নিউজ দেখতে হবে,ব্যাকটেস্ট করতে হবে,তারপর নিশ্চিত হয়ে ফরেক্সে ট্রেড ওপেন করতে হবে।তবে বিষয়টা এত সহজ না বলে আমি মনে করি । বাই এবং সেল করাটা যথেষ্ট কঠিন বলে আমি মনে করি । আপনি মনে করতে পারেন বাই এবং সেল করার মাধম্যে আপনি প্রফিট করবেন তাহলে অনেকদিন পযর্ন্ত চেষ্টা করতে হবে ।
-
ফরেক্স মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের উচিত হবে বাই এন্ট্রি নেওয়া এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকবে তখন উচিত হবে সেল এন্ট্রি নেওয়া তাহলে আমাদের ট্রেড লস হার ঝুকি অনেক কম থাকবে প্রতি টি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আমাদের উচিত হবে কারেন্সি পিয়ার গুলোর চার্ট নিয়ে খুব ভালো করে এনালাইসিস করে ট্রেড এর এন্ট্রি নেওয়া নাহয় একটু সামান্য ভুলের জন্য আমাদের অনেক বড় লস হয়ে যেতে পারে । তবে আমি ফরেক্স ফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পাই যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।
-
শুধু বাই আর সেল করতে পারা বা শিখার মানেই ফরেক্স ট্রেড করতে পারা নয়। ফরেক্স ট্রেড করতে গেলে অনেক কিছুর সমন্বয় দরকার। বাই আর সেল করার আগে দেখা দরকার যে যে পেয়ার নিয়ে আমি টেড করবো এর ভ্যালু কেমন আছে, কোন দিকে যেতে পারে, দেশ দুইতির ইকোনোমিক অবস্থা কি এখন। তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি বাই করবো নাকি সেল করবো। যদি পেয়ারের দাম কমার সম্ভবনা থাকে তবে আমরা সেল ট্রেড নিবো আর যদি বাড়ার সম্ভবনা থাকে তবে বাই ট্রেড নিয়ে একটা রেশিওতে স্টপ লস টেক প্রফিট বসিয়ে দিবো
-
আমি যখন বাই করব তখন আমাকে বাজার দিকে খেয়াল রাখতে হবে । আপনারা যখন বাই করবেন তখন খেয়াল রাখবেন যে আপনে কোন দেশের বা কোন মার্কেট এ সেল করবেন তা বুজে শুনে সেল করবেন । আপনি যদি জাপানি ইয়েন কিনেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনে যে সেল করবেন তখন মার্কেট এ আপনার সেল বাড়ছে কিনা তা দেখবেন । বুঝে শুনে কাজ করলে অবশ্যই উপকার পাবেন।
-
মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে। আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে। আর মার্কেট মুভমেন্ট না বুঝতে পারলে আপনি হইতো লসও করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন খুব ভোলেটাইল একটা পজিশনে তখন কিন্তু ট্রেড নিবেন না, যখন মনে করেন একটা নির্ধারিত রেন্জের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তখন আপনি নিশ্চিন্তে আপনার ডিরেকশন মোতাকে বাই অথবা সেল করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময়তে আমি অনেকটা কনফিউস এ পরে যাই। কেননা আমি যখন কোন একটা টার্গেট এ ট্রেড করি তখন মনে হয় যে বায় দিব নাকি সেল এ দিব। আমি কিছু রুল ও অভিজ্ঞতা দিয়ে ট্রেড করার সময়ও দশটা টার্গেট করে দুইটার টার্গেট এর ফলো করে ট্রেড করলেও অনেকটা কনফিউটশন এ থাকি। তবে যাই হোক ট্রেড করার সময় যার যার দক্ষ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেড করবেন তাহলে আপনার টার্গেট অনুযায়ী ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের বাই এন্ট্রি করা উচিত এবং মার্কেট ডাউন ট্রেন্ড হলে সেল এন্ট্রি করা উচিত। এছাড়া মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে। আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে।মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের বাই এন্ট্রি করা উচিত এবং মার্কেট ডাউন ট্রেন্ড হলে সেল এন্ট্রি করা উচিত। এছাড়া মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে। আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে।
-
ফরেক্স বিজনেসে সেল বা বায় দেওয়ার আগে অনেক চিন্তা করে নিতে হয়। প্রথমে মার্কেট পযবেক্ষন করে জেনে নিতে হয়। কোন শিয়ারটি এখন কিনে রেখে পরে সেল দিলে লাভ হতে পারে সে ধারনাটি পরিষ্কার হয়ে যাওয়াার পর সে শেয়ার টি ক্রয় করা উচিত। কারন ফরেক্স সম্পর্কে অনেক কিছু না জানলে অনেক কিছু না শিখলে অনেক অভিজ্ঞতা অর্জন না করলে শুধু বায় সেল শিখলে হবে না তাই সবার উচিত ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা।
-
ট্রেড বাই সেল করার জন্য ব্রকার যাচাই বাছাই করে নিতে হবে। রেগুলেটেড ব্রকার যাচাই বাছাই করে ডিপোজিট করে ব্রকার অনুমদিত আপ্স মাধ্যমে আপনি ট্রেড বাই আর সেল করতে পারেন আর প্রফিট লস হলে বিনিয়োগ বা উত্তলন করতে পারবেন।
-
আমাদের যেকোনো দেশের মুল্র উপর নিভৃর করে বায় বা সেল করতে হয় *যেমন আমরা usd/eur প্রথম টা হবে সেল আর দ্বিতীয় টা হবে বায় মানে আমরা একটার দামের উপর আরেকটা কিনছি ।আমি মনে করি আমি যখন বাই করব তখন আমাকে বাজার দিকে খেয়াল রাখতে হবে ।