-
সকল ব্যবসাথে ধনি হওয়া যায়। কিন্তুু আমি বলবো ফরেক্স এমন একটা ব্যবসা যদি ফরেক্স সম্পকে ভালো গিয়ান থাকে তাহলে ফরেক্স এ অনেক কম সময়ে অনেক টাকা উপারজন করা যাই। ভালো মতো ট্রেড করতে পারলে অনেক সহজে ধনি হওয়া যায়। ফরেক্স এ সময় দিতে হয়।অবশ্যই ব্যবসায় যাইবার আগে ব্যবসা সম্পকে জানা থাকলর।তাই অবশ্যই ফরেক্স ধনী হওয়ার উপাই
-
আমার মনে হয় ফরেক্স ধনী হওয়ার উপায় ঠিক তখনি যখন ফরেক্স আপনাকে ধনী করে। ফরেক্স আপনাকে গরীব করে যখন আপনি ভুল ফরেক্স ট্রেড করেন । এর যদি ফরেক্স বুঝে তারপর ট্রেড করা যায় তাহলে ফরেক্স অবশ্যই আপনাকে ধনী করবে । কারন ফরেক্স এ লাভ খুব বেশী যদি আপনি সেই লাভের দিকেই বেশী ঝুকে পরেন । আপনি ফরেক্স এ আপনার নিজের লাভের উপর নিয়ন্ত্রন করতে পারেন অথবা আপনার একটুখানি অসাবধানতাই আপনাকে শেষ করে দিতে পারে । তাই সবাইকে সচেতন হয়ে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স একটা ব্যবসায় এবং এই ব্যবসা করার মাধ্যমে মানুষ ধনী হতে পারে । তবে এর জন্য অনেক বেশি পরিমাণে আপনাকে এখানের সাথে যুক্ত হতে হবে । ট্রেডের পর ট্রেড করতে হবে । ট্রেডের ধারাবাহিকতা বজায় রেখে যদি ট্রেড করেন তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন । ফরেক্স মার্কেটে তারাই লাভবান হতে পারে যারা কিনা নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে পারে এবং শেষ পর্যন্ত ধৈর্য্য রাখতে পারে ।
-
ফরেক্স বিজনেসে ধনী হতে হলে আমি মনে করি অনেক পরিশ্রম করতে হবে আপ্নাকে।ফরেক্স কি জানতে হবে ফরেক্স শিখতে হবে।তাহলে আমার মনে হয় এখান থেকে ভাল অর্থ উপার্জন করা সম্ভব।আর যদি অভিজ্ঞতা জ্ঞ্যান কৌশল ধৈয না থাকে তাহলে পারবেন না।মুলদন কম হলে ও আপনি অর্থ উপার্জন পারেন যদি ট্রেডিং কৌশল যানা থাকে।
-
হা, ফরেক্স ধনী হওয়ার উপায় । কিন্তু ফরেক্স ব্যবসা থেকে ধনী হতে হলে ফরেক্স মার্কেটে জয়েন করে বসে থাকেই হবে না । কঠোর পরিশ্রম করতে হবে । ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জেনে ট্রেড করতে হবে । তাহলে ফরেক্স ব্যবসা থেকে ধনী হওয়া যাবে । এবং তখন বলতে পারবো যে ফরেক্স ধনী হওয়ার উপায় ।
-
ফরেক্স ধনী হওয়ার উপায় তবে তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে । কষ্টের বিনিময়ে আপনাকে সফলতা পেতে হবে এই ফরেক্ম মার্কেটে । আপনি যদি চান লোভ করে ধনী হবেন তাহলে সেটা কখনো সম্ভব নয় । কারণ আপনাকে ফরেক্স এ ধনী হতে হলে আপনাকে অবশ্যই সত্ব হয়ে কাজ করতে হবে ।
-
আসলে ফরেক্স থেকে যেহেতু টাকা উপার্জন করা যায় তাই এখান থেকে অনেকেই ধনী হতে পারেন। তবে ধনী হতে হলে যে পরিমান টাকা দরকার ফরেক্স সম্পর্কে ঠিক সেই পরিমান জ্ঞান অর্জন করতে হবে এবং ধৈর্য্য ধরে এই ব্যাবসায় টিকে থাকতে হবে।তাহলেই হয়তোবা ধনী হওয়া সম্ভব।
-
আমার মনে হই সম্ভব কিন্তু ভালভাবে ফরেক্স শিখতে হবে। তা না হলে এর বিপরীত হবে। আর বিপরীত হওয়া টা একদম সহজ। তাই আগে শিখতে হবে তার পর এনালাইসিস করে ট্রেড করতে হবে। তখন আশাকরি অনেক ভাল করতে পারবেন।
-
ফরেক্স মাকেটে করে অনেকে অনেক টাকা আয় করছে | ফরেক্স হল লাভ লসের ব্যবসা আপনার কপার যদি ভাল হয় তবে আপনি ফরেক্স থেকে আয় করে ধ্নি হতে পারবেন আর যদি না হয় তবে আপনি ফতুর হয়ে জাবেন|
-
অনেকটা তাই বলা যায় যে ফরেক্স হল একটা ধনী হওয়ার উপায় । কেননা ধনী হতে হলে যে কোন একটা পেশা অবলম্বন করে সে পেশার সাথে লেগে থাকতে হবে এবং দিন রাত পরিশ্রম করতে হবে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে । আর যত বেশি বিনিয়োগ করে সুষ্টু মানি-ম্যানেজমেন্ট করা যাবে তত লাভবান হওয়া যাবে ।