-
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক ব্যাবসা এই খানে যে কেই স্বাধীন ভাবে কাজ করতে পারে । ফরেক্স মার্কেটে নারীরা অনেক সুবিদা পেতে পারে কারন ফরেক্স ব্যাবসা ঘরে বসে করা যায় তাদের পারিবারিক কাজের পাশাপাশি ফরেক্স করে পরিবারে অর্থনৈতিক ভাবে গুরুত্ব পর্ন ভুমিকা রাখতে পারে । ফরেক্স করে তারা নিজেদের খুব তারা তারি উন্নতি করতে পারে ।
-
ফরেক্স এমন সিস্টেমের একটা ব্যবসা যেটা থেকে যে কোন মানুষ যে কোন পেশার লোক সুবিধা নিতে পারবে । তবে সুবিধার শ্রেণিবিভাগ করতে গেলে অবশ্যই এতে প্রথম স্থান পাবে গৃহিণীরা । তবে তাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে । ফরেক্স আসলে যে কোন পেশার মানুষকে সুযোগ প্রদান দেয় । গৃহিনীরা সারাদিন বাসায় থাকে যার কারণে তারা চায়লে ভালভাবে ফরেক্স থেকে ইনাকাম করতে পারে । তবে তাদের অবশ্যই সঠিক ও যথার্থ প্রশিক্ষণ নিতে হবে ।
-
মহিলাদের এই ফরেক্স করা উচিৎ না। কারণ তাদের হৃদয় অনেক দুর্বল। তারা ভালমত ট্রেড করতে পারবে না। ছেলেদের অনেক সময় নিজেদের ঠিক রাখতে পারে না। কিন্তু সব মেয়ের বেলায় যে এটি হবে সেটাও ঠিক না। বিপরীতও হতে পারে।
-
উপ্পার্জন হিসেবে গৃহিনীরা ফরেক্স এর মত একটি মাধ্যম পাচ্ছে এইটি ই হলো সুবিধা.বাংলাদেশ এমন একটি দেশ যেখানে চাকরি একটি দুর্লভ বেপার আর যদি তা হয় গৃহিনীদের জন্য তবে তা অনেক চ্যালেঞ্জিং বেপার.কিন্তু ফরেক্স গৃহিনীদের একটি উপ্পার্জন এর মাধ্যম এর বেবস্থা করেছে যেখানে গৃহিনীরা ঘরে বসে আয় করতে পারে তাদের সুবিধা অনুযায়ী যেকোনো সময়.
-
গৃহিনীরা ঘরে বসে ফরেক্স করে টাকা ইনকাম করার মতো বড় সুবিধা পেতে পারে।কারন ফরেক্স হচ্ছে অনলানভিত্তিক ব্যবসা। ফরেক্সের যাবতীয় লেনদেন এবং অ্যাকাউন্টের পরিচালন সবই অনলাইনে সম্পাদন করার প্রয়োজন।এতে করে অনলাইনে ফরেক্সের যাবতীয় কাজ করা যায় বলে ফরেক্স করে প্রফিট করে ঘরে বসে ইনকামের সুবিধা গৃহিনীরা পেতে পারে।
-
আমাদের দেশে নারীদের আয়ের জন্য বাইরে বের হতে অনেক সমস্যা হয় পরিবার থেকে বাদা দেয় এমন কি মা বাবা বলে বাইরে গিয়ে কাজ করলে বিয়ে দিতে সমস্যা হবে। তাই ফরেক্স নারীদের কে দিতে পারে এক যুগান্তকারী কাজের সন্ধান যা তাদের যেয়ে করা লাগবেনা। ফরেক্স চব্বিশ ঘন্টা খোলা থাকে বাসায় বসে এই কাজ করা যায়। পরিবারে অার্থিক ভােব অবদান রাখতে পারে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও পেশা হিসেবে সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন অসংখ্য মানুষ এই মার্কেটে ট্রেডিং করতে আসছে। গৃহিণীরা ঘরের কাজে ব্যস্ত থাকেন বলে ঘরের বাইরে কাজ করতে যেতে পারেন না। তাই তারা দিনের মধ্যে অবশ্যই কিছু সময় বাঁচিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারেন।
-
ফরেক্স আন্তর্জাতিক একটি ব্যবসায় কেন্দ্র । যে কোন পেশার বা যে কোন শ্রেনির লোকই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারে । এর জন্য চাই শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান এবং ইন্টারনেট সংযোগ । *নারীরাও ঘরে বসে অবসর সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে আয়ের মাধ্যমে অর্থনৈতিক চাহিদা মেটাতে পারে ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে গৃহিণীরা অনেক সুবিদা নিতে পারে।আমরা সাধারণত দেখি যে আমাদের দেশের অনেক গৃহিণী আছে যারা অনেক অলস সময় কাটাই।তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে অনেক সুযোগ সুবিদা পেতে পারে।যেমন-তারা ঘরে বসে টাকা আয় করতে পারে।এতে তারা ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করে তাদের পরিবার কে সাহায্য করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে তারা তাদের মূল্যবান সময় কে কাজে কাগিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে।
-
ফরেক্সে কাজ করা অতটা সহজ নয় যতটা মনে হয়।।। একজন গ্রিহিনি ফরেক্সে কাজ করতে পারে কিন্ত তাকে অবশ্যই ফরেক্স সম্পরকে অভিজ্ঞ হতে হবে।। কম্পিউটার এবং ইন্টারনেট জ্ঞান থাকতে হবে।। তাহলেই একজন গ্রিহিনি ফরেক্সে কাজ করতে পারে।।