অনলাইনে হিন্দি গুরুকুল এর ভিডিও সহ ইউটিউব এ বাংলা অসংখ্য টিউটরিয়াল আছে যেখানে থেকে আপনি অনেক কিছুই শিখতে পারেন তার পর আসুন প্র্যক্টিকাল জ্ঞান এর দিকে ,কারন আপনার প্র্যাক্টিকাল জ্ঞান আর সিমাহিন জ্ঞান এর দরকার নেই আপনার কৌশল ও এখানে অনেক কাজ এ আসবে।
Printable View
অনলাইনে হিন্দি গুরুকুল এর ভিডিও সহ ইউটিউব এ বাংলা অসংখ্য টিউটরিয়াল আছে যেখানে থেকে আপনি অনেক কিছুই শিখতে পারেন তার পর আসুন প্র্যক্টিকাল জ্ঞান এর দিকে ,কারন আপনার প্র্যাক্টিকাল জ্ঞান আর সিমাহিন জ্ঞান এর দরকার নেই আপনার কৌশল ও এখানে অনেক কাজ এ আসবে।
ফরেক্স সম্বন্ধে জানতে হলে আপনি ভাল কোনও ট্রেডার থেকে কৌশলগুলো জানতে পারবেন বা গুগলে সার্চ দিয়ে অথবা ফরেক্স ফোরাম থেকে ট্রেডের কৌশলগুলো জানতে এবং আয়্ত্ব করে নিতে পারবে।
এখান থেকে ও অনেক নিউজ জানতে পারবেন।
http://www.investing.com/
অনলাইনে ফরেক্স শিখার বিভিন্ন মাধ্যম রয়েছে তাছাড়া আপনি চাইলে কোন প্রশিক্ষন সেন্টার থেকেও ফরেক্স শিখতে পারবেন।এছাড়া ফোরামে কাজ করে আপনি ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।আর ফরেক্স বিষয়ে যথেষ্ট জ্ঞান হলে আপনি সরাসরি রিয়াল মার্কেটে ট্রেড না করে ঐ জ্ঞান ডেমো ট্রেড এ খাটিয়ে ট্রেডিং বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন।কিছুদিন ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে ভালো বুঝলে তখন রিয়াল ট্রেড করতে পারেন।
ফরেক্স বিশয়ে জানার জন্ন কোন প্রশিক্ষন কেন্দ্র নাই । তবে অন লাইনে সারচ দিইয়ে বিভিন্ন মাধ্যম থেকে ফরেক্স বিষয়ে জানা যায় । তাই এজন্ন প্রশিক্ষন স্কুলের দরকার নাই বলে আমি মনে করি ।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান ার্জন করতে হলে অবশ্যই আপনার অগ্রহ এবং ইচ্ছা শক্তি থাকতে হবে আর আপনার মধ্যে যদি এগুলো থাকে তা হলে আপনি কারর সহায়তা ছাড়াই অনলাইনের মাদ্রমে ফরেক্স ট্রেডিং বিষয়ে বেশ ভাল অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে পারবেন আর আপনার সেই জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক বেশি বিস্তৃতি লাভ করবে আপনার ডেমো ট্রেডিংয়ে অনুশীলনের মধ্য দিযে।
ফরেক্স সম্পর্কে জানার জন্য বাংলাদেশ ফরেক্স স্কুল ফোরাম থেকে অনেক তথ্য জানতে পারেন। ফরেক্স বিজিনেসস করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে ধারনা নিতে হবে।ফরেক্স শিখে আপনাকে দক্ষ হতে হবে।অনলাইন এ আপনি চাইলে ফরেক্স সম্পর্কে বিভিন্ন কোর্স করতে পারেন। আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ফরেক্স শিখতে পারবেন।আপ্নি চাইলে বিভিন্ন ফরেক্স সম্পর্কে প্রশিক্ষন নিতে পারেন ।
বর্তমানে ফরেক্স সম্পর্কে জানার অনেক মাধ্যেম রয়েছে , তবে এই সময়ে জানার জনপ্রিয় মাধ্যম হিসাবে মানুষ ইন্টারনেটক কে ব্যাবহার করছে । এছাড়াও অনেক মাধ্যম যেমন ফরেক্স সম্পর্কে বই পড়া ও বেশী বেশী করে ফরেক্স সম্পর্কে দক্ষ ব্যক্তিদের সাহায্য নেওয়া ও নিজের জ্ঞানকে প্রয়োগ করা । ইত্যাদি করে ফরেক্ম সম্বন্ধে জানতে পারেন ।
ফরেক্স সম্পর্কে জানার সব থেকে বড় রিসোর্স হল গুগল। আপনি অনেক ওয়েবসাইটে বাংলায় অনেক পিডিএফ পাবেন। পড়তে পারেন। আবার কোন বড় ভাই ধরতে পারেন। তবে কাউকে গুরু হিসেবে নেওয়ার আগে দেখে নিবেন সেই গুরুর রিয়েল একাউন্ট আছে কিনা্।
ফরেক্স শিক্ষার জন্য অনলাইনে এখন অনেক pdf ফাইল আকারে অনেক বই পাওয়া যাই । তাছাড়া অনলাইনেও অনেক ব্লগ চালু হয়েছে ফরেক্সে শেখবার জন্য। আপনি চাইলে যেকোনো পথেই ফরেক্সে কাজ শিখতে পারেন। তবে অনলাইন থেকে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ শিখলে ভালো কাজ শিখতে পারবেন অল্প কয়েকদিনেই।
আমি বলবো আপনি যদি ফরেক্স এ উন্নতি করতে চান তাহলে আপনাকে ফরেক্স সম্পর্কে বেশি করে জানতে হবে । আর তার জন্য আপনাকে বেশি বেশি ফরেক্স নিউজ পড়তে হবে । অনলাইনে বেশি করে ফরেক্স বিষয়ে প্র্যাকটিস করতে হবে । আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে । আপনি ইচ্ছা করলে ফরেক্স ফোরাম এ কাজ করে ফরেক্স সম্পর্কে জানতে পারেন ।