-
ফরেক্স মার্কেট হল একটি ব্যবসার জায়গা । আমরা সব সময় এই ব্যবসার জায়গা দক্ষতা অর্জন করে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং ফরেক্স মার্কেট হল একটি টাকা আয় করার জায়গা যে বুঝে আয় করতে পারে । অামি সব সময়ই মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করি ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়। এখানে বিভিন্ন দেশের কারান্সি ক্র্য বিক্রয় করে আয় করা যায়। ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আপনাকে ট্রেড শিখতে হবে । ট্রেড শেখার পরে আপনাকে ডেমোতে ট্রেড করে নিজেক একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। ট্রেড করার আগে মার্কেট আনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।
-
ফরেক্স মার্কেট হল একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। এই ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা হয় এবং কোন দেশে মুদ্রা কত দাম কত মান তা জানা যায়।
-
যে মার্কেটে মুদ্রার কেনাবেচা হয় সেই মার্কেটকে ফরেক্স মার্কেট বলে। বৈদেশিক মুদ্রার কেনাবেচা সব দেশ সব শহরেই হয়। এমনকি গ্রামেও হতে পারে। এটারকোন নিদ্দিষ্ট জায়গা নেই। সারা বিশ্ব ব্যাপি এই মার্কেট বিস্তৃত। সোমবার থেকে একটানা শুক্রবার পর্যন্ত এই মার্কেটে কেনাবেচা চলে।
-
ফরেক্স মার্কেট হল অনলাইন ভিত্তিক একটি মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা - বেচা করা হয় । ফরেক্স মার্কেটে একই সাথে এক দেশের মুদ্রা কেনা হয় এবং একদেশের মুদ্রা বিক্রয় করা হয় । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে । অনান্য ব্যবসার মত এই মার্কেটেও লাভ লস আছে।
-
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের বাজার। কারন প্রত্যেক দেশের মুদ্রার দাম বাড়ে কমে। আমাদের দেশের মুদ্রার বিপরীতে আরেক দেশের মুদ্রার দাম বাড়ে কমে।দাম বাড়া এবং কমের মাধ্যমে বাই সেল করে প্রপ্রিট করা যায়।
-
ফরেক্স মার্কেট হল একটি আন্তজার্তিক মুদ্রা বাজার। এই ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা হয়। আর এই ফরেক্স মার্কেট এ কেনা-বেচার মাঝখানে কিছু টাকা ইনভেস্ট কারে ফরেক্স মার্কেট থেকে আয় করা হয়। এটাই হল ফরেক্স মার্কেট ।
-
ফরেক্স হল এমন একটি মার্কেট যেখনে আন্তজারতিক মুদ্রার ক্রয় বিক্রয় করা হয় এর মধ্যে আমারা বিভিন্ন দেশের মুদ্রার মান এবং এর উঠানাম পর্যবেক্ষণ করে এক মুদ্রার বিনিময়ে আরেক মুদ্রার নিয়ে ব্যাবস্যা করে প্রফিট আয় করে থাকি।
-
ফরেক্স মার্কেটে ঠিক সংজ্ঞাটা অাসলে একেকজনের দৃষ্টিতে একেকরকম । অল্প কথাতেই ফরেক্স এর মত বিশাল একটা জিনিসিকে সংজ্ঞায়িত করা যায় না । এটা পৃথিবীর সর্ববৃহৎ ক্রমবর্ধমান একটা আন্তর্জাতিক ট্রেডিং প্লাটফ্রম । যেটার মাধ্যমে যুক্ত আছে প্রচুর মানুষ । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে চাইলে অবশ্যই অনেক বেমি পরিমানে আমাদেরকে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা বেচা কেনার মার্কেট এখানে আমরা চাইলে অনেক দেশের কারেন্সি কেনা ও বেচা করতে পারি অনেক সহজেই এ জন্য আমাদের কে মুদ্রা বেচা কেনা সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে । ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার এখানে আমরা যে কোন মুহূর্তে ডলার বেচা কেনা করতে পারি ।