ট্রেড করতে গেলে আগে আপনাকে প্রথমে ব্রোকার নির্বাচন করতে হবে । ব্রোকার নির্বাচনের উপর ব্যবসায়ের সাফল্য অনেকাংশ নির্ভর করে । আমার কাছে instaforex ভাল মনে হয়।
Printable View
ট্রেড করতে গেলে আগে আপনাকে প্রথমে ব্রোকার নির্বাচন করতে হবে । ব্রোকার নির্বাচনের উপর ব্যবসায়ের সাফল্য অনেকাংশ নির্ভর করে । আমার কাছে instaforex ভাল মনে হয়।
ফরেক্স ব্যবসায় ট্রেড করে প্রফিট পেতে হলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার এ ট্রেড করতে হবে। আপনি ফরেক্সে অনেক ব্রকারে ট্রেদ করার সুযোগ পাবেন । তার মধ্য থেকে বুঝে শুনে ভাল ব্রোকারে ত্রেদ করতে পারলে আপনি লাভবান হবেন । আমি মনে করি instaforex.com একটি ভাল মানের ব্রোকার এখানে ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক কম থাকে।
ট্রেডার হিসেবে আমি মনে করি ইন্সটাফরেক্স একটি অনেক ভাল মানের ব্রোকার । এই ব্রোকারে আপনি যদি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক কম থাকবে। সুতরাং আমি মনে করে ইন্সটফরেক্স অনেক ভাল মানে ব্রোকার।
আমার মতে নতুনদের জন্য ইনস্টা ফরেক্স ধারুন একটি ব্রোকার। এরা নতুনদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। বোনাস ডলার এর মাধ্যমে ট্রেড করার মত সুবিধা। আর ট্রেড এর পর প্রফিট উইথড্র করার মত সুবিধাও দিয়ে থাকে ইনস্টা ফরেক্স ব্রোকার। তাছাড়াও ফোরাম থেকে নতুন মেম্বাররা অনেক কিছু শিখতে/জানতে পারেন।