হ্যা আমি মনে করি ফরেক্স মাকেট হালাল ফরেক্স থেকে আমি আপনি সথিক ভাবে আয় করে থাকি তাই ফরেক্স হালাল | ফরেক্স সবাই করতে পারে আর এখান থেকে আপনি আমি লাভ বা লস করে থাকি যেখানে লস বা লাভ বিদ্যমান তাকে আমার মতে হালাল |
Printable View
হ্যা আমি মনে করি ফরেক্স মাকেট হালাল ফরেক্স থেকে আমি আপনি সথিক ভাবে আয় করে থাকি তাই ফরেক্স হালাল | ফরেক্স সবাই করতে পারে আর এখান থেকে আপনি আমি লাভ বা লস করে থাকি যেখানে লস বা লাভ বিদ্যমান তাকে আমার মতে হালাল |
প্রথমেই বলি ফরেক্স ট্রেডিং হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা। সেসব দেশের সেন্ট্রাল ব্যাংক কর্তৃক তাদের মুদ্রার একটা ইন্টারেস্ট রেট থাকে। আপনি ফরেক্স ট্রেড করলে সেই ইন্টারেস্ট রেট আপনার বেলায়ও প্রযোজ্য হবে। এই ইন্টারেস্ট মুসলিমদের জন্য হারাম। এই ঝামেলা দূর করার জন্য প্রায় সব ব্রোকার আজকাল ইন্টারেস্ট ফ্রি একাউন্ট / ইসলামিক একাউন্ট / মুসলিম ফ্রেন্ডলি একাউন্ট সাপোর্ট করে যেখানে ঐ ইন্টারেস্ট হিসাব হয় না। তাহলে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট যেটা হারাম সেটা থেকে আমরা মুক্ত।
আমার মতে ফরেক্স বিজনেস হালাল কারন এখানে লাভ যেমন আছে তেমনি লস ও আছে লাভ লস যে ব্যবসায় আছে সে ব্যবসা হারাম হতে পারেনা। আপনাকে এ ফরেক্স ট্রেডিং এর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক অভিজ্ঞতা ব্যয় করতে আর্জন করতে হয়। পরিশ্রম করে যে টাকা আয় করা হয় তা সাধারণত হালাল হবার কথা।
ফরেক্স হালাল হবে কেন । আমি নিজে কাজ করে ওপারজনকে কি হালাল বলা যায় । আমি ফরেক্স এ কাজ করি তাই সেখান থেকে টাকা পায় আমিতো আর টাকা সুদ দেয় না ।
হুম ফরেক্স ব্যবসা হালাল ব্যবসায় আমার মনে হয় কারন আল্লাহ বিজনেস কে করেছে হালাল আর যে ব্যবসা লাভলস আছে সেই।ব্যবসা হালাল আর ফরেক্স বিজনেসে আপনে চাইলে প্রফিট করতে পারবেন না কারন এখানে অনেক কষ্ট করে এখানে লাভ করতে হয় তাই ফরেক্স ব্যবসা আমার কাছে হালাল মনে হয়।
আমার মতে ফরেক্স অবশ্যই হালাল একটি ব্যবসা। কারণ ফরেক্স মার্কেটে আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা খাটিয়ে মুনাফা উপার্জন করতে সক্ষম। কিন্তু আপনি যদি এই মার্কেটে দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া কখনও উপার্জন করা সম্ভব নয় বরং লস ক্রমাগত হতে থাকবে। ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে কষ্ট করে ও জ্ঞান অভিজ্ঞতা দ্বারা আপনি যে কর্ম করে মুনাফা উপার্জন করতে সক্ষম হতে পারবেন সেটা অবশ্যই হালাল একটি ব্যবসা। আর এখান লাভ লস দুটো পক্ষই জড়িত আছে তো এটা অবশ্যই হালাল একটি ব্যবসা আমি মনে করি।
ফরেক্স পুরোপুরি হালাল একটা ব্যবসা। তাই এখানে বিন্দুমাত্র সন্ধেহের অবকাশ নেই। কারন এই ব্যবসাটা এতটাই সেনসেটিভ যে এর সাইকোলোজি বুঝতে আপনার কয়েক বছর সময় লেগে যাবে। সুতরাং এটা এ কারনেই হালাল যে, এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে, জ্ঞান ও অভিজ্ঞতাও অর্জন করতে হবে অনেক, তারপর আপনাকে খুব সজাগ দৃষ্টিভঙ্গি রেখে অনেক ভেবে-চিন্তে, এরপর আপনাকে একটা ট্রেডের জন্য ডিসিসন নিতে হবে, কারন এখানে লাভও যে রকম হবে সেরকম লসও হতে পারে। তাই যেহেতু এখানে লাভ-লস দুটোই রয়েছে তাই এটা ১০০% হালাল একটা ব্যবসা।
হ্যাঁ ফরেক্স মার্কেট এ ট্রেড করা হালাল কারন আপনি ফরেক্স মার্কেট এ সুদ বিহিন অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ হালাল ইনকাম করছেন কারন আমারা ফরেক্স মার্কেট এ কিনা বেচা করছি আর কোন কিছু কিনা বা বেচা হারাম না এই কারন এ ফরেক্স মার্কেট এ ট্রেড করে ইনকাম করা টা হালাল এই কারন এ বাংলা দেশ এ অনেক মানুষ ফরেক্স মার্কেট এ ট্রেড করে
আমার মনে হয় ফরেক্স কোন ভাবেই হারাম নয় কারন এখানে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় । আর পরিশ্রম করে অর্জন করা কোন কিছুই হারাম হতে পারে না । হ্যাঁ, ফরেক্স কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে অনেকের কাছে এটাকে একটা জুয়া মনে হতে পারে । কিন্তু আমি কখনই এটাকে জুয়া বলতে পারি না । এখানে বুদ্ধি দিয়ে টাকা ইনকাম করতে হয়, আর সেই বুদ্ধির পারিশ্রমিক আপনি পেয়ে থাকেন ফরেক্স থেকে ।
ফরেক্স বিজনেস হালাল তবে প্রথমেই আপনাকে সুদমুক্ত একাউন্ট খোলা লাগবে।আপনি সুদযুক্ত একাউন্ট খুললে এটা হালাল হবেনা।প্রথম শর্ত আপনাকে য়থাযথ পালন করতে হবে।আর ফরেক্স এ যেহেতু লাভ-লস আছে এবং পরিশ্রম করে টাকা আয় করতে হবে সেহেতু এটা হালাল।আপনি এখানে পরিশ্রমের বিনিময়ে আয় করছেন লস ও করবেন সুতরাং এটা হারাম হওয়ার প্রশ্নই উঠেনা।আমরা সবাই সুদমুক্ত একাউন্ট খুলে ট্রেডিং করব।