আমি কারো কোন সিগ্নাল ব্যবহার করি না। নিজে সিগনাল তৈরি করার চেস্টা করি। আমি ফ্রেস চার্ট এ ট্রেড করি। মার্কেট এ ভাল পজিশন পেলে সেখানে ইন করি আর সুযোগ মত বেরিয়ে আসি প্রফিট নিয়ে।
Printable View
আমি কারো কোন সিগ্নাল ব্যবহার করি না। নিজে সিগনাল তৈরি করার চেস্টা করি। আমি ফ্রেস চার্ট এ ট্রেড করি। মার্কেট এ ভাল পজিশন পেলে সেখানে ইন করি আর সুযোগ মত বেরিয়ে আসি প্রফিট নিয়ে।
আমি সিগন্যাল ব্যবহার করিনা।আর একটা কথা কি জানেন ভাই আপনি কোন দিনই আরেক জনে সিগ্নাল দিয়ে প্রফিট করতে পারবেন না । যত ভাল সিগ্নালই দেক না কেন। আপনাকে তার সিস্টেম এর কিছু জিনিস বুঝতেই হবে।
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট একদম নতুন তাই সিগনাল সম্পর্কে আমার ধারনা নেই।আম ডেমো একাউন্ট অনুশীলন করে যাচ্ছি আসা করি আমি ঠিক সিগনাল ছাড়া ফরেক্স মার্কেটে ভাল আয় করতে পারবো।তাই বেশি করে ডেমো একাউন্ট অনুশীলন করে যাচ্ছি।আর আপনারা কি বলতে পারেন কোন সিগনাল ব্যাবহার করা উচিত?
না, আমি কখনোই সিগন্যাল ব্যবহার করে ট্রেড করি না কারণ সিগন্যাল এর উপর আমার পরিপূর্ণ কোন আস্থা নেই। তাছাড়া আমার মনে হয় যে এ সিগন্যাল সব সময় কাজ করে না আর এই কারনেই আমি সিগন্যাল ব্যবহার করা থেকে বিরত থেকে নিজের যতটুকু ধারনা অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি। এবং এটাই আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তারপর ও আমি ট্রেড করার সময় কোনো প্রকার সিগনাল ব্যবহার করি না । যার মাধ্যমে আমি এই ফরেক্স মার্কেটে এসেছি,,, সে আমাকে এই ফরেক্স মার্কেট সম্পর্কে আগে থেকেই একটা আউট নলেজ দিয়ে দিয়েছিল । তার সেই আউট নলেজের ভিত্তিতে আমি এই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি,,, আমি এই ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব একটা লাভবান না হতে পারলেও লচ হয়নি । তারপর ও আমি এখনো বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি ।
না আমি কারো সিগনাল ব্যাবহার বা ফলো করিনা । কেননা আমি মনে করি কারো সিগনাল আমার ফরেক্স ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে । মনে করুন যে আমারকে সিগনাল দেয় সে যদি কখনো আমায় সিগনাল দেয়া বন্ধ করে দেয় তাহলে আমার কি হবে । তখন কি আমি ফরেক্স ছেড়ে দেব । নিশ্চই না এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে খুব ভালোভাবে।
সিগ্ন্যাল কিনে ট্রেড করাটা তেমন ভালো না। কারন না হলে সারাজীবন পরের সিগ্ন্যালের উপর ডিপেন্ড করতে হবে। এভাবে ট্রেড করা শিখা যাবে না। এর চাইতে যদি মার্কেট এ কিভাবে ট্রেড করে লাভবান বা ট্রেড করে প্রফিট করা যায় তা যদি জানা বা শেখা যায় এক্ষেত্রে নিজের লাভ হবে। আর নিজে ট্রেড না করতে পারলে ফরেক্স থেকে কিছু করা সম্ভব না।
হ্যাঁ আমি ফরেক্স এ যখন নতুন ছিলাম তখন আমি ফরেক্স এ সিগনাল ব্যবহার করে আমি লাভ করতে পারিনি । আমার অ্যাকাউন্ট অনেক সময় জিরো হয়ে যেত । আমি মনে করি আপনে যদি ফরেক্স এ ট্রেড করে সফল হতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করতে পারেন ।
না, আমি কোন সিগন্যাল ফলো করি না। সিগন্যাল ফলো করলে নিজের এ্যানালাইসিস এর মনোযোগ থেকে দূরে সরে যেতে হয় এবং অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তাতে আপনার জানা এবং ভাল প্রফিট করার ক্ষেত্রে একটি বড় বাধা হয় বলে আমি মনে করি। তাই আমি কোন সিগন্যাল কে ফলো করি না।
ফরেক্স এ নিজের মেধা বুদ্ধি কেই প্রাধান্য দিতে হবে তাহলেই আপনি সফল অন্নের দেওয়া সিগন্যাল সবসময় প্রফিট হিট করে না, আমি সিগন্যাল এ ট্রেড করে অনেক অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি তাই সিগন্যালে ট্রেড করলেও আপনার অভিজ্ঞতা দিয়ে একটু জ্বালিয়ে নিন যে এটা আপনাকে লাভ/লস কোনটা দিতে পারে, সবচেয়ে ভালো নিজে এনালাইসিস করে বুঝে ট্রেড করা।