-
আমি প্রতিদিন অনেক প্রফিট করেছি আবার অনেক লস করেছি । অরথাত যা প্রফিট করেছি তার চেয়ে বেশি লস করেছি । এর কারন অতিরিক্ত ট্রেড করা । প্রতিদিন আমি সকালের দিকে প্রফিট করতাম আর মনে করতাম আজ আর ট্রেড ওপেন করবনা । কিন্ত বিকাল হলেই ট্রেড ওপেন না করলে ভাল লাগতো অপেনা আর অমনি লস । তাই প্রফিট ধরে রখা শিখতে হবে সেটা হলো কম ট্রেড ওপেন করা ।
-
এই কথা আবার বলা লাগে ফরেক্স ট্রেড কেও লচ করেছে কি না, আজ যারা ফরেক্স ব্যবসার সাথে আছে, (পুরাতন যারা) তারা সবাই ফরেক্স এ বড় বড় লচ করে ফরেক্স ব্যবসায় নিজের যায়গা করে নিয়েছে, তাছাড়া ব্যবসায় লচ না হলে আপনি জানতে পারবেন না, কিভাবে লাভ করা যায়, তাই আমিও অনেক ডলার লচ করে আজ এই পর্যন্ত।
-
ফরেক্স মার্কেটে লস করেনাই এরকম লোক খুজে পাওয়া কঠিন কারন ফরেক্স মার্কেটে আমাদের কে লস করে জানতে হয়। ফরেক্স মার্কেটে আপনি লস করেচেন আর সেটা থাকে আমাদের কে খুজে বের করতে হয় কেন লস হয়েছে।
-
আমি আমার লাইফে এত লস করি নি যা কিনা এই ফরেক্স মার্কেট এ আমি অনেক লস করেছি। তা ছাড়া এই ফরেক্স মার্কেট এ লস করাটাই স্বাভাবিক। কারন এই ফরেক্স মার্কেট এ লস না করলে ালাভ করা যায় না। এই ফরেক্স মার্কেট লস করা স্বাভাবিক। ফরেক্স মার্কেট লাভ-লস করেই ফরেক্স মার্কেট করা হয়।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স বিজনেসে আমি অনেক লস করেছি আবার লাভ ও করেছি।আর আমার লাভের চাইতে লস অনেক কম।তাই আমি মনে করি ফরেক্স বিজনেসে যে পরিশ্রম জ্ঞ্যান অভিজ্ঞতা কৌশল ছারা লাভ করতে চাইবে সে লাভ করতে পারবে না।সে অনেক ক্ষতি করে ফেলবে তার নিজের মূলদন।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে আমাদের ভালো করে ডেমোতে ট্রেডিং করে তার পর রিয়েলে ট্রেড করলে আমরা লাভ করতে পারবো।
-
ফরেক্স এ লস করেনি এমন লোক খুজে পাওয়া দুষ্কর। হাজারে ১ জন আছে কিনা তা আমার জানা নেই। তবে আমার জানা মতে ফরেক্স মার্কেটে প্রথমে সবাই লস করে থাকে। যদি কেউ লস না করে তবে সে ফরেক্স শিখতে পারবে না। সেই লস থেকে যারা শিক্ষা নিয়ে ট্রেড করে তারাই পরবর্তীতে সফল হয়ে থাকে। আমিও লস করেছি ফরেক্স এ। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত লোভের কারনেই ফরেক্স এ লস হয়ে থাকে।
-
ফরেক্স যারা নতুন এবং যারা অনঅভিজ্ঘ তারাই বেশি লসকরে । আমি যখন নতুন তখন প্রচুর লস করেছি । লোভ বেশি করলে লসহবেই ফরেক্স করতে গেলে অনেক দইরজের প্রয়জন।
-
আপনার সাথে আমি একমত যদিও আমি বর্তমানে ডেমুতে ট্রেড করতেছি ।যদি কেউ মনে করে ফরেক্স এ লস করা যাবেনা তাহলে ভুল করবে
তাই ১০০% লাভ করার পরিবর্তে যদি ৭০% ও প্রফিট করতে পারেন তাহলে আপনাকে সফল বলতে হবে
-
হ্য্ঁ আমি ফরেক্স এ লস করেছি অনেক বার প্রয় ৪৫০০০ টাকার মত । তখন আমি ফরেক্স সম্পর্কে মাএ জানলাম । তখন আমি ফরেক্স কে মানি মেশিন মনে করতাম । না বুঝে বড় লটের ট্রেড করতাম । শুধু আমি না যারা প্রথম ফরেক্স এ আসে তারা ফরেক্স কে এরকম মনে করে । তবে এখন আস্তে আস্তে ফরেক্স শিখে এখন লাভ করি । লাভ লস মিলে অমার মাস শেষে লাভই থাকে ।
-
আমি প্রতিদিন অনেক প্রফিট করেছি এবং অনেক লস করেছি । এর কারন অতিরিক্ত ট্রেড করা এর কারন বেশি লোভ। অনেক সময় সকাল বেলা ইনকাম করতাম এবং রাতের বেলা লস করতাম। এবং অনেক সময় ট্রেড দরতাম তারপর সকাল বেলা
দেখতাম একাউন্ট জিরো