-
আমি বর্তমানে প্রতিদিন এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারছি না। কারণ আমি এই ব্যবসা আপনার মত নতুন, তবে আমি আশা করি আর কয়েকমাস এই ব্যবসায় সময় দেওয়ার পর আমি প্রতিনিয়ত ভাল উপার্জন করতে পারবো। আর আমার বিশ্বাস আপনিও যদি এই ব্যবসা অনেক গভীরভাবে গ্রহণ করেন আর শিক্ষার প্রতি গুরুত্ব দেন তাহলে অবশ্যই আপনিও প্রতিনিয়ত এই ব্যবসা থেকে উপার্জন করতে পারবেন।
-
আমি এখনও রিয়াল ট্রেড শুরু করি নি । আমি এখন শুধু ডেমো তে ট্রেড করে এবং এনালাইসিস করে নিজেকে ফরেক্স এর জন্য উপযোগী করে গরে তোলার প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছি । সফল হব ইনশা-আল্লাহ । তবে আমি মার্চ মাস থেকে ফরেক্স এ রিয়াল ট্রেড করার চিন্তা করছি । আপনারা আমার জন্য শুভকামনা করবেন আমি যেন সফল হতে পারে এবং আমার হাত ধরে যেন আরও অনেকে ফরেক্স এ আসতে পারে এবং সফল ট্রেডার হিসেবে আত্নপ্রকাশ করতে পারি ।
-
মেটাট্রেডার টার্মিনালে অনেক ইন্ডিকেটর রয়েছে আপনি আপনার পছন্দমত ইন্ডিকেটর এখান থেকে বেছে নিতে পারেন।তবে কিছু কমন ইন্ডিকেটর রয়েছে বেশিরভাগ ট্রেডাররাই এইসকল ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে যেমন আরএসআই,মুভিং এভারেজ, ফিবোনাকি যা আপানাকে টেকনিক্যালি এনালাইসিস করতে অনেক সাহায্য করবে।
-
আমি ২০১২ সাল থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আমার ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে অনেক সময় লাগছে কারন আমি তখন ফরেক্স মার্কেট এ ভাল ট্রেড করতে পারতাম না তারপর জানলাম ফরেক্স মার্কেট এ সফল হতে হলে ১ঃ৫ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে হয় তারপর ১ঃ৫ ট্রেডিং সিস্টেম খুজে বের করলাম এখন সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি আর মাস শেষ এ আমার এখন লাভ থাকে
-
ফরেক্স থেকে প্রতিদিন তাদের পক্ষেই আয় করা সম্ভব যারা নিজেদেরকে দক্ষ করে তুলছে।আমি এখনও নিজেকে দক্ষ করে তুলতে পারি নি তাই নিয়মিতও প্রফিটও করতে পারি না তবে মাঝে মাঝে প্রফিট করে থাকি।
-
ভাই আমি অনেকদিন ধরে এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত। তবে আমার সেরকম অভিজ্ঞতা নেই বলা যায়। তাই আমি যখন এখানে প্রথম নতুন অবস্থায়, সেই মুহূর্তটা আসলে ভোলার মত নয়। কারন সেই সময় আমি ফরেক্স সম্পর্কে ওত কিছু জানতাম না, সবকিছু যেন অন্ধকার মনে হত আমার। এবং সেই সময় আমি প্রতিটি ট্রেডে বার-বার শুধু লস খেতাম। তাই পরিশেষে এতটুকুই বলতে চাই, প্রচুর ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে এবং লসগুলো থেকে আসলেই অনেক কিছু শেখার আছে।
-
আমি খুবই সাধারন একজন ট্রেডার এখান থেকে প্রতিদিন প্রফিট করা আমার পক্ষে সম্ভব নয় ।হ্যা তবে লাভ লস মিলিয়ে আমি যতটুকু প্রফিট করি তা নিয়ে আমি সন্তুষ্ট ।তবে আমিও চাই নিয়মিত প্রফিট করতে এজন্য নিজেকে অভিজ্ঞ করে তুলতে চাই ।
-
আয় সবাই করতে চায় বা করতে চাওয়া উচিত কিন্তু সবাই তা পারে না। আমি নিজেও একজন আল্টিমেট লুজার। অনেক ভাবে ট্রাই করেছি নিজেরে পুলব্যাক করানোর কিন্তু এখনও পেরে উঠিনি। তাই বর্তমানে সেই চেষ্টা বাদ দিয়েছি। এখন একটাই টার্গেট যে কোন ভাবে খালি ঠিকে থাকা। আর কিছু দরকার নাই।
-
আমি ফরেক্স থেকে খুব বেশি আয় করতে পারি নি তাছাড়া ফরেক্স থেকে প্রতিদিন আয় করাটা আমার সাধ্যের বাহিরে কারন আমি ফরেক্স সম্পর্কে খুব বেশি জ্ঞানী নই আমার অনেক বেশি দক্ষতাও নেই।
-
আমি যখন নতুন ছিলাম তখন আমি আয় করতে পারতাম না অনেক লস করে ফেলতাম।পরে আমি ডেমোতে ট্রেডিং করি এবং আমি ডেমো থেকে শিখলাম ফরেক্স বিজনেস কি করে আয় করতে হয়।আমি এখন প্রতিদিন ২০ডলার থেকে ৫০ডলার প্রযন্ত আয় করতে পারি।তাই আমি মনে করি আপনাকে প্রতিদিন আয় করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল ধারনা নিয়ে শিখে ট্রেড করলে আপনি ও পারবেন প্রতিদিন আয় করতে।আর না শিখে ট্রেড করেল অনেক ক্ষতি করবেন।