ফরেক্স এ লস করার প্রধান কারন ভালভাবে ফরেক্স না শিখে ট্রেড করা।তাছাড়া অধিক লোভ,এলোমেলো ট্রেড ধৈর্য্যশিল না হওয়া মানিম্যানেজমেন্ট এবং মার্কেট এনালাইসিস না করা ফরেক্স এ লসের কারন। ফরেক্স এ সফল হতে হলে উপরিউক্ত বিষয় গুলো দিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।
Printable View
ফরেক্স এ লস করার প্রধান কারন ভালভাবে ফরেক্স না শিখে ট্রেড করা।তাছাড়া অধিক লোভ,এলোমেলো ট্রেড ধৈর্য্যশিল না হওয়া মানিম্যানেজমেন্ট এবং মার্কেট এনালাইসিস না করা ফরেক্স এ লসের কারন। ফরেক্স এ সফল হতে হলে উপরিউক্ত বিষয় গুলো দিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।
ফরেক্স খুব সহজ কিছু না। ফরেক্স করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকা লাগবে। না বুঝে ট্রেড করলে, আবেগের সাথে ট্রেড করলে, খুশি মত ট্রেড করলে ফরেক্সে লস হয়। ফরেক্স হচ্ছে বুঝার বিষয়, বুঝে চিন্তা ভাবনা করে ট্রেড করলে ফরেক্সে লস এর পরিমাণ খুব কম হয়, অন্য দিকে লাভ বেশি হয়।
আমার মনে হয় ফরেক্স ব্যাবসাতে কমবেশি সবাই লস করে, আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। বেশিরভাগ ট্রেডার লস খাই বেশি লোভ আর ওভার ট্রেড করার জন্য কিন্তূ ওইসব ট্রেডার যদি কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড করত তাহলে বেশি লাভ না হলেও লস করত না।
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
ফরেক্স মার্কেটে লস করার বিভিন্ন কারন আছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় কারন হল ফরেক্স মার্কেটে সম্পর্কে ভালমত না জেনে ট্রেড করা। ফরেক্স মার্কেটে লস করার আরও অনেক কারন আছে যেমন অধিকাংশ ট্রেডার ইমোশনাল ট্রেড করে,নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার না করা, টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি দেয়া, সঠিক মানি ম্যানেজমেন্ট না করা, অতিরিক্ত লোভ করা। এ সব কিছু মিলিয়ে একজন ট্রেডার লস করে থাকে।
ফরেক্স মার্কেট এ অনেক কারন এ লস হতে পারে । আপনি কি কারন এ লস করছেন তা আপ্নাকেই খুজে বের করতে হবে আপনি যদি নিজের লস নিজে খুজে বের করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করতে পারবেন । ফরেক্স মার্কেট এ লস হবার অনেক বড় কারন হল নিজের টেড ইং সিস্টেম ভাল করে না বুঝে টেড করা ।
লস করার কারন হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম না করা ও র্ধৈয্য না ধরা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না করা
আমার মনে হয় লস করার কারন ভাল করে প্রশিক্ষন না নিয়ে ফরেক্স ফোরাম করলে।অর্ডার করতে পারি।কিন্তু আমি যখন বায় অর্ডার করেছিলাম সেটা আমার বিপরিত গেছে তাই তখন আমাকে সেল অর্ডার করতে হবে তাহলে কিছু হলে ও আমার লস কাভার করতে পারবো।সেল অডার তখই দিবেন যখন মার্কেট নামতে থাকবে নিচের দিকে।আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে।
আমার মনে হয় ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিৎ।
ট্রেডিং এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর।মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ, বিনিময় হার ইত্যাদি পরিসংখ্যান সম্পর্কে না জানলে ফরেক্সে লস হবে।