আমরা মতে পুরো্পুরি ইন্ডিকেটারের উপর নির্ভর হওয়া উচিত নয়। কেননা ইন্ডিকেটার গুলো বেশির ভাগই মার্কেটের অতীতে যা ঘটেছে তা প্রদশন করে। অতীতে মার্কেটে যা ঘটেছে ভবিষ্যতে ও যে তা ঘটবে এমন কোন কথা নেই তাই ইন্ডিকেটারের উপর নির্ভর না করাটাই ভাল।
Printable View
আমরা মতে পুরো্পুরি ইন্ডিকেটারের উপর নির্ভর হওয়া উচিত নয়। কেননা ইন্ডিকেটার গুলো বেশির ভাগই মার্কেটের অতীতে যা ঘটেছে তা প্রদশন করে। অতীতে মার্কেটে যা ঘটেছে ভবিষ্যতে ও যে তা ঘটবে এমন কোন কথা নেই তাই ইন্ডিকেটারের উপর নির্ভর না করাটাই ভাল।
ইন্ডিকেটর ফরেক্স এ এনালাইসিস এর সহায়তা কারী। ইন্ডিকেটর দেখে ট্টেড করা এটা তাহলে বোকামি কাজ হবে। কারন ইন্ডিকেটর ফরেক্স এ চার্ট বা ধাপ গুলো দেখিয়ে দেয়। যদি ইন্ডিকেটর সঠিক সিগনাল দিতে পারত তাহলে সিওর হয়ে সিওর লাভ করা যেত। তো আমাদের এই ইন্ডিকেটর দেখে ট্টেক করে বা ভরসা করা উচিত না।
ফরেক্স ট্রেডিং এ প্রফিটেবল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য মেটা ট্রেডার এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে যা আমরা ব্যবহার করে অনেক ভাল ট্রেড এন্ট্রি নিতে পারি এবং বেশি প্রফিট করতে পারি । কিন্তু তাই বলে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর করে ট্রেড করা ঠিক না , এতে করে অনেক সময় বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে।
ইন্ডিকেরট নির্ভর করা আমার মতে এটা সুফল ভাল হবে না। কারন ইন্ডিকিটর ফরক্স এর চার্ট এর গতিবিধি দেখিয়ে দেয়। ইন্ডিকেটর হল এনালাইসিস এর সহায়তা কারী। যদি ইন্ডিকেটর দেখে সিওর হওয়া গেত তাহলে কেউ ফরেক্সেএ লস করতে পারত না। সবাই এ ইন্ডিকেটর দেখে ট্টেড করত এবং লাভ করতে পারত। তো ইন্ডিকিটর এ ভরসা করা যাবে না।
আমার মনে হয় ইন্ডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে।কিন্তু নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না।
আপনি যদি ইন্ডিকেটর দেখে ট্টেড করেন, তাহলে আপনার লস হবে। ইন্ডিকেটর দেখে ট্টেড করা বোকামি কাজ হবে। কারন ইন্ডিকেটর মার্কেট উঠানামার চার্ট এর গতিবিধি গুলো দেখিয়ে দেয়। তবে আপনি এনালাইসিস দেখে ট্টেড করতে পারেন। কারন এনালাইসিস আমাদের অনেকটা ধারনা করে দেয় যে মার্কেট কোন দিকে যেতে পারে।
মেটা ট্রেডার প্লাটফরামে ডিফল্ট ভাবে অনেক ইন্ডিকেটর দেয়া আছে। আপনি যেটা ব্যবহার জানেন সেটা ব্যবহার করতে পারেন। ইন্ডিকেটর এর উপর সম্মপূর্ন ভাবে নির্ভরশীল হওয়া ভালো নয়। আপনি ইন্ডকেটর এর সাহায্য নিয়ে ট্রেড করতে পারেন। এ ক্ষেত্রে নিজের এনালাইসিস ও কাজে লাগাতে হবে।
ইন্ডিকেটর নির্ভর হওয়া অবশ্যই প্রশংসাযোগ্য না তবে টাইম টেবিল, ট্রেন্ড, ইনস্ট্রুমেন্ট এবং লিমিটেশন মেনে ইন্ডিকেটরের সাহায্যে কোনো স্ট্রাটেজি নির্ধারণ আমার চোখে দোষণীয় নয়। টেকনিক্যাল এনালাইসিস মানেই হচ্ছে প্রাইসের গাণিতিক হিসাব। আর ইনডিকেটর এই বিষয়টাই চিত্রের মাধ্যমে প্রদর্শন করে। তাই ব্যবহার অবশ্যই ভালো। তবে না বুঝে নির্ভরশীল হওয়া দোষের।
যদিও ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না।তবে ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
আমাদের কিছু আছে যারা সবসময় ঈন্ডিাকেটর নির্ভরতা পছন্দ করে । আসলে আমি মোটেও ঈন্ডিকেটর নির্ভরতা পছন্দ করি না । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে লাভ করতে পারি নিজের দক্ষতা ও যোগ্যতার যথার্থ ব্যবহার করার মাধ্যমে । ফরেক্স মার্কেটে আমরা যদি ঈন্ডিকেটর নির্ভর হয়ে পড়ি তবে তা আমাদের জন্য ভাল ফলাফল বয়ে আনবে না ।