-
আমার কাছে অনেক কঠিন মনে হয় এখনও যখন নতুন ছিলাম তখন এতোটা আমার কাছে কঠিন মনে হতো না। এখানে যত সময় ব্যয় করছি আমার কাছে ততটাই কঠিন বলে মনে হচ্ছে। কারণ এখানে ট্রেড করতে হলে সমগ্র বিশ্বের সকল মুদ্রার মান সম্পর্কে খবর রাখতে হয় প্রতিনিয়ত। প্রতিটি পেয়ারের সংযুক্ত্ মুদ্রা সম্পর্কে জ্ঞান নাথাকলে আমাদের জন্য মার্কেটের উঠানামা সম্পর্কে বোঝা খুবই কঠিন হয়ে যাবে। তাই ফরেক্স মার্কেটে প্রচুর সময় ব্যয় করা উচিত এবং বাস্তবিক জ্ঞান অর্জন করে ট্রেড করা উচিত।
-
আমি সবসময় এই ব্যবসাকে কঠিন মনে করি আর সেই জন্য আমি সবসময় অতিরিক্ত পরিশ্রম করার চেষ্টা করি। আমি মনে করি যারা এই ব্যবসাকে সহজ মনে করেন তারা কখনই বেশি পরিশ্রম করতে চান না। আর এখানে পরিশ্রম ছাড়া সফলভাবে মুনাফা উপার্জন করা সম্ভব নয়। আর যারা এখানে পরিশ্রম করেন না তারা বেশিদিন এই ব্যবসা সফলতার সহিত করতে পারেন না।
-
আজ পযন্ত আমি কারো কাছে *শুনি নি যে ফরেক্স করা সহজ। যদি এতই সহজ হত তবে সবাই আর সব কিছু বাদ দিয়ে খালি ফরেক্স এর পেছনেই পড়ে থাকত। এখানে কিছু করতে হলে আপনাকে অনেক বেশি পরিমাণে ধৈয্য ধরে সময় নিয়ে বসে থাকতে হবে। যদি পারেন তবেই আপনি ও হতে পারেন লিজেন্ড।
-
ফরেক্স ব্যবসা অনেক মজার ব্যবসা আমার কাছে এ ব্যবসা কঠিন মনে হয় না এই ব্যবসাকে আমি পেশা হিসেবে নিতে চাই তবে ফরেক্স ব্যবসাই অভিজ্ঞ হতে হলে অনেক সাধনা করতে হবে ।
-
যেকোন বিষয় প্রথম যখন জ্ঞান না থাকে তখন সেটাকে অনেক কঠিন মনে হয় এটা স্বাভাবিক তবে সেই বিষয়ে যদি জ্ঞান অর্জন করা যায় তখন কিছুটা সহজ হতে থাকে। তাই ফরেক্স এর বিষয়ে যদি স্টাডি করতে থাকেন এবং যা বঝলেন সেগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে একসময় বোধগম্য হতে থাকবে। তবে ফরেক্স এ অভিজ্ঞতা আসা এটা সময়ের বিষয়। যথেষ্ট সময় দিলে এই ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু আয় করা সম্ভব। তার জন্য দরকার মার্কেট নিয়ে রিসার্চ করা এবং সঠিক এন্ট্রির জন্য বসে থাকা।
-
প্রথম যখন আমি ট্রেড শুরু করি তখন আমার কাছে অনেক কঠিন লাগত। তারপর যখন আস্তে আস্তে আমি নিজে থেকে অনলাইনে ঘাটাঘাটি শুরু করি তখন আমি অনেকটাই ট্রেড সহজ হয়ে যায়। তখন মার্কেট বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে এনালাইসিস করি এবং ট্রেড চালিয়ে যাই।
-
আসলে যে কনো কিছু যখন আমার প্রথম শুরু করে থাকি তখন কঠিন মনে হয়,আমি যখন প্রথম ফরেক্স ডেমো তে সুরু করি আমার খুব কঠিন লাগতো,কিন্তু যখন আমি দিন এর পর দিন যখন প্রতিনিয়ত প্রাকটিস করতে থাকি আমি তখন খবু সহজে ফরেক্স ট্রেড সিখে ফেলি,শিখা যে কনো কঠিন কাজ কে সহজ করে ফেলে।
-
পৃথিবীর কোন ব্যবসাই সহজ নয়,ফরেক্স ব্যবসাতো আরও ভিন্ন ব্যাপার। এখানে শুধু অর্থ থাকলে হবে না,থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান অনুশীলন,প্রাকটিস সর্বোপরি ধৈর্যের পাহাড় তবেই আপনি ফরেক্স ব্যবসায় প্রফিট করে সফল হতে পারবেন্।
-
আসলে এই দুনিয়াতে কোনো বিজনেজ ই সহজ হয়। প্রতিটি বিজনেজ ই একটি চালেঞ্জ।ঠিক ফরেক্স ট্রেডিং টাও একটি চ্যালেঞ্জ মনে করি আমি। তবে সঠিক ভাবে জ্ঞান লাভ করতে পারলে আস্তে আস্তে ফরেক্স ট্রেডিং আপনার কাছে সহজ মনে হবে।ফরেক্স মার্কেট থেকে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন আবার খুব সহজেই আপনি টাকা লস করতে পারেন। সুতরাং আমি বলতে চাই ফরেক্স ট্রেডিং একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করুন।
-
ফরেক্স ট্রেডিং আমার কাছে কঠীন নয়। সে কারণে ফরেক্স ট্রেডিং এর পেয়ার, বিট, স্কেল/সুচক ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে ট্রেডিং মান উন্নত করা সম্ভব। আমার মনে হয় ফরেক্স এ যখন আপনি প্রবেশ করবেন তার আগে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট পর্যবেক্ষণ, গবেষণা, চিন্তাশীল, কৌশল এবং প্রচুর পরিমাণে পড়াশুনা করতে হবে।