-
ফরেক্স যেহেতু একটি অনলাইন ভিত্তিক ব্যবসা সেহেতু মার্কেট কে বুজার জন্য একজন নতুন ট্রেডারের প্রতিদিন ২ বা ৩ ঘন্টা সময় দিতে পারলে ভাল হয়,কেননা কিছু না বুজে ফরেক্স মার্কেট এ ট্রেড করলে বিভিন্ন ধরনের সমস্যা পেশ করতে হবে তাই যত অবসর সময় পাওয়া যাবে সেই সময়কে কাজে লাগিয়ে ফরেক্স করলে সফলা আনা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে আপনি কতি ক্ষন সময় দিলে ভাল হবে সেটা নির্ধারন করবেন আপনি নিযেই। আপনি যদি মনে করেন যে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পেরেছেন তাহলে আপনি শুধউ ট্রেড যখন করবেন তখনেই সময় দিলেই চলবে। আর যদি মনে করেন আপনার অনেক কিছু শিখার আছে তবে অনেক সময় দিতে হবে।
-
এটা নির্ভর করে আপনার উপর । আপনি যত বেশি সময় দিতে পারবেন আপনি তত দ্রুততার সাথে ফরেক্স আয়ত্ব করতে পারবেন । তবে নিয়মিত ৪ থেকে ৫ ঘন্টা সময় দিতে পারলেই আমার মতে যথেষ্ঠ । এভাবে ২-৪ বছর লেগে থাকতে পারলে আপনি ইনশা আল্লাহ একদিন ভালো ট্রেডার হবেন ।
-
সবাই প্রতিদিন এক রকম সময় দিতে পারেনা। তবে আমার মনে হই প্রতিদিন ফরেক্সে নিম্ন ৭-৮ ঘণ্টা সময় দেওয়া ভালো। যদি আমরা ফরেক্সে নিয়মিত সময় দিতে পারি তাহলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে খুব অল্প সময়ে পারবো। তাই সর্বদা চেষ্টা করতে হবে ফরেক্সে নিয়মিত সময় দেওয়ার জন্য তাহলে জীবনে খুব তারাতারি সফলতা বয়ে আনা যাবে।
-
ফরেক্সে দৈনিক কতসময় দেওয়া প্রয়োজন সেটা সঠিকভাবে বলা সম্ভব না। কারন আপনি চাইলে দৈনিক সময় না দিয়ে সপ্তাহে একদিন সময় দিয়েও প্রফিট করে নিতে পারেন। অর্থাত ফরেক্সে সবাই যার যার চাহিদামত সময় দিয়ে প্রফিট করে থাকে।বিশেষ করে প্রফেশনাল ট্রেডাররা প্রফেশন হিসেবে ফরেক্স করায় সর্বোচ্চ সময় ফরেক্সে ব্যয় করে। আর পার্ট টাইম ট্রেডাররা কাজের ফাকে সময় ব্যয় করে।
-
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে প্রতিদিন কতটুকো সময় ব্যয় করতে হবে তা নির্ভর করবে আপনার উপর॥ আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় ফরেক্স মার্কেটে দিলে যতেষ্ট বলে অামি মেনে করি । ধন্যবাদ ।।
-
ফরেক্স একটি অনলাইন বিসনেস বিধায় আপনি ট্রেড করার জন্য ২৪ ঘন্টা সময় পাচ্ছেন.এই চব্বিশ ঘন্টার মধ্যে ট্রেড করার জন্য আপনার সব চেয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন.আসলে সত্তি কথা বলতে গেলে ট্রেড দৈনিক কোনো নির্দিষ্ট ঘন্টা মাফিক কাজ করা যায়না.কারণ আপনার ভালো ট্রেড যেকোনো সময় ই আসতে পারে তারে আপনাকে এই উপযুক্ত ট্রেড পাবার জন্য চব্বিশ ঘন্টা মার্কেট এ নজর রাখাটা জরুরি.
-
যেকনো কাজেই সফল হতে গেলে আপনাকে দিনের অন্য কাজের চেয়ে আপনার প্রধান কাজের প্রতি বেশি সময় দিতে হবে।আপনি যদি প্রতিদিন ধৈর্য ধরে ৩-৪ ঘণ্টা ফরেক্স বিজনেস শেখার জন্য সময় দেন, ডেমো ত্রদিং করে রিয়েল ট্রেডিং সম্পরকে অভিজ্ঞতা বাড়ান তাহলে আপনি সফল হবেন।
-
ফরেক্স মার্কেট এ কতটুকু সময় দিতে হবে সেটা নির্দিষ্ট না । আপনি যখন ইচ্ছে তখন সময় দিতে পারবেন । সময় যত বেশি ব্যয় করবেন সফলতাও তত বেশি পাবেন । তবে ৩-৪ ঘন্টা করে নিয়মিত বুঝে শুনে সময় ব্যয় করলে আপনি লাভবান হতে পারবেন আশা করি । তবে একটা কথা, লস গেলেও লেগে থাকতে হবে । তবেই সফলতা পাবেন ।
-
ফরেক্সে আসলে কত সময় দেয়া দরকার তা প্রকৃতপক্ষে বলা মুশকিল । যতটা সময় পর্যন্ত কোন একটি বিষয় আপনার কাছে বোধগম্য না হবে আমার মতে ততক্ষন পর্যন্তই ফরেক্স নিয়ে অ্যানালাইসিস, স্টাডি করা প্রয়োজন । আর জানা এবং শোখার কোন শেষ নেই । আপনি ফরেক্স নিয়ে যতই ঘাটাঘাটি করবেন ততই শিখতে পারবেন । বিশেষ করে প্লাটফর্মাট ভালভাবে বোঝার জন্যও নতুনদের অনে সময় দেয়া দরকার । ধন্যবাদ ।