ফরেক্স মার্কেটে লেভারেজ একটি ভাল ভহুমিকা রাখে কারন লেভারেজ না নিলে ট্রেড করতে গেলে অনেক সমসার সম্মুখীন হতে হয় তাই লেভারেজ একটি ভাল গুরুত্ব পূর্ণ জিনিষ কারন লেভারেজ ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে গেলে বড় লট ব্যবহার করা যায় না ।
Printable View
ফরেক্স মার্কেটে লেভারেজ একটি ভাল ভহুমিকা রাখে কারন লেভারেজ না নিলে ট্রেড করতে গেলে অনেক সমসার সম্মুখীন হতে হয় তাই লেভারেজ একটি ভাল গুরুত্ব পূর্ণ জিনিষ কারন লেভারেজ ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে গেলে বড় লট ব্যবহার করা যায় না ।
ফরেক্স ব্যবসায়ে আমরা খুব ভাল করে জানি লিভারেজ একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে লিভারেজ হলো এক ধরনের প্রক্রিয়া বা অনুপাত যে অনুপাতে আপনি আপনার ফরেক্স ব্রোকারের নিকট হতে আপনার বিনিয়োগকৃত মুলধনের উপর লোন গ্রহন করতে পারেন এর উপর নির্ভর করে আপনি আপনার ডলার কত বড় লট দিয়ে সাজাবেন এবং সে অনুপাতে লাভ লস হবে
ব্রোকার আমাদের যে লোন দেয় সেটিই লিভারেজ । লিভারেজ আছে বলেই আমরা কম ব্যালেন্স এ অনেক বড় ট্রেড ওপেন করতে পারি । তবে লিভারেজ সবসময় কম নেয়াই ভাল । বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স সব হারানোর ঝুঁকি ১০০% । মার্কেটে লোভ স্বংবরন করা মানুষ খুবই কম । বিশেষ করে কম ব্যালেন্স দিয়ে ট্রেড করা মানুষেরাই তারাতারি ব্যালেন্স দ্বিগুন করতে চায় । আর বড় ট্রেড ওপেন করে দ্রুত নিঃশ্বেষ হয়ে যায় । তাই আমার মতে লিভারেজ ১ঃ৫০ নেয়াই ভাল । তাতে করে ঝুকি কমে যাবে ।
হ্যা ঠিকই বলেছেন একজন গৃহিনী বাসার কাজের পাশাপাশি ফ্রি সময়টুকু ফরেক্সে কাজে লাগাতেই পারে। আসলে আমাদের দেশে এরকম অনেক শিক্ষিত মহিলা আছে যারা আউটসোর্সিং এ কাজ করে তারা চাইলেই ফরেক্সেও কাজ করে ভালো প্রফিট করতে পারবে বলে আমার ধারনা।
লিভারেজ হলো ফরেক্স এ আপনি যা ইনভেষ্ট করবেন তার ওপর ব্রকার আপনাকে লোন দেয় আর আপনার ব্যালেন্স অনুযায়া আপনি ব্রকার থেকে কত লোন পাবেন সেটিই হলে লেভারেজ। আমি নতুন তাাই আমি এটুকই জানি । আমার যদি ভুল হয় তাহলে আমার পোষ্টটিকে ক্ষমা সুন্দার দৃষ্টিতে দেখবেন।
লিভারেজ হলো ব্রোকার প্রদত্ত একটি লোন যার মাধ্যমে অল্প মুলধন দিয়েও বেশি লটে ট্রেড করা সম্ভব হতে পারে। তবে বেশি লিভারেজ ব্যাবহার করা আবার ট্রেডের জন্য ক্ষতি হতে পারে কারন বেশি লিভারেজের দরুন ওভার লটে ট্রেড করার আগ্রহ জাগে যে কারনে অনেক সময়ই বড় লসের সম্মুখীন হতে হয়। আমার মতে লিভারজে যত কম নেওয়া যাবে ততোই ভালো যেমন ১ঃ১০০ বা ১ঃ২০০ লিভারেজই ভালো হতে পারে।
ফরেক্সে যা ইনভেস্ট করি তার তার সমানুপাতিক হারে ব্রোকার একটা লোন দেয় বা হিসাব অনুযায়ী বিনিয়োগের উপর ভিত্তি করে ব্রোকার থেকে কত লোন পাবেন সেটাই হল লিভারেজ আমি একজন নতুন ট্রেডার হিসেবে এটাই জানি যদি ১০০ডলার বিনিয়োগ করেন তাহলে লিভারেজ অনুপাত ১:৫০ হলে ৫০০০ ডলার লিভারেজ পাবেন তবে লিভারেজ যত কম নিবেন তত ভাল কারণ অতিরিক্ত লিভারেজ এর কারনে আপনি অতিরিক্ত ট্রেড নিতে পারবেন এবং যদি তখন লস হয় তাহলে একাউন্ট জিরো হতে সময় লাগবে না ।
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । ফরেক্স অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ কম করে নিতে হয় তাহলে বেশি ট্রেড ওপেন করা যায় না । যদি ফরেক্স অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ বেশি করে নেওয়া হয় তাহলে বেশি করে ট্রেড ওপেন করা যাবে কিন্তু রিস্ক বেরে যাবে ।
প্রভাব হ'ল এমন একটি ক্রেডিট যা আপনার মূলধনকে প্রদান করা হয়। এই প্রভাবের কারণে আমরা আমাদের মূলধন কম হ'ল সত্ত্বেও আমাদের সমতার বৃহত্তর আদানপ্রদান খুলতে পারি। বিভিন্ন বিশেষজ্ঞ আপনাকে সাধারণত প্রভাব দেয়। ইন্সটাফরেক্সের প্রতিনিধিরা আপনার রেকর্ডের একাধিকবার আপনাকে অগ্রিম অফার করে। যাই হোক না কেন, যদি আপনার রেকর্ডটি কোনও ষড়যন্ত্র মুক্ত ইসলামী রেকর্ড হয় তবে আপনি প্রভাবের বহুগুণ বেশি পাবেন না।
লিভারেজ খুবই গুরত্বপূর্ণ আপনার ট্রেড করার ক্ষেত্রে। কেননা শুধু লিভারেজ বেশি নিলেই লাভ হয় না। বরং অনেক সময় বেশি লিভারেজ থা্কার কারনে বেশি ট্রেড নেওয়া যায়। এবং যদি লস হয় তাহলে বড় ধরনের লস হতে পারে। আপনি যদি লিভাজের ১:৫০ রাখেন তাহলে ভালো। এর বেশি লিভারেজ না নেওয়াই ভালো।