-
ডেমো ট্রেড করলে অনেক লাভ হয়। লাভ গুলো হলো আপনি এই ডেমো ট্রেড করে শিখতে পারবেন যে রিয়াল একাউন্টে কিভাবে ট্রেড করতে হয় এই ডেমো থেকে আপনি আরও যানতে পারবেন ট্রেড কি টাইম ফ্রেম কি ট্রেন্ড লাইন কি আপট্রেন্ড ডাউনট্রেন্ড কি এছাড়া আপনি অনেক কিছু যানতে পারবেন এই ডেমো থেকে। তাই প্রত্যেকের উচিত ডেমো ভাল ভাবে প্রাকটিস করা এবং রিয়াল একাউন্ট ভেবে ডেমোতে ট্রেড করা তাতে আপনাদেরই মঙ্গল হবে।
-
ডেমো ট্রেড এর মাধ্যমে আপনি আপনার যদি কোন ধরনের ভুল করে থাকেন তাহলে এগুলে ঠিক করে রিয়াল ট্রেড এ এপ্লাই করতে পারবেন। ডেমো ট্রেড করলে আপনি বিভিন্ন স্ট্রেটিজি শিখতে পারেবন বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যাবহার শিখতে পারবেন, কন ইন্ডিকেটর কি কাজ করে বা কোন টা কোন দিকে উঠলে কি বুঝায় এই সব কিছু জানতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কারেন্সি এর পেয়ার গুলি সম্পর্কে এনালাইসিস এখান থেকে শিখতে পারবেন।
-
ডেমো ট্রেড করলে অনেক লাভ আছে। ডেমো ট্রেড থেকে রিয়াল ট্রেড কিভাবে করতে হয় সেটা সেখা যায় ফরেক্স ট্রেড সম্পর্কে অনেক কিছু যানা যায় ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড করে সেইটা যানা যায় কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন সেইটা বুঝানো হয় এ ছাড়াও আরও অনেক কিছু শিখা যায়। তাই সবার উচিত ডেমো ট্রেড বেশি বেশি করে করা ডেমো ট্রেডকে রিয়াল ট্রেড মনে করে করা।
-
ডিমু একাউন্ট হোল আপনার ফরেক্স মারকেট এর সম্পর্কে ভালো করে জানার উৎস।ডিমু একাউন্ট এর মাদ্দোমে আপনি ফরেক্স মার্কেট এ ভালবাবে ট্রেড কোরতে পারবেন।ডীমু একাউন্ট এর কারনে আপনি ফরেক্স মারকেট এর ভিবিন্ন ভুল থেকে রক্ষা পেতে পারবেন এবং ডিমু একাউন্ট এর মাদ্দোমে আপনি আপণার ভুলগুল ধরেনিতে পারবেন।এটী আপনাকে পরবর্তীতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার বিষয়ে আপনাকে সাহায্য করবে।যা আপনার জন্য পজিটিব হবে।ধন্নবাদ্*্*
-
ডেমো ট্রেডিং এর মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স এ ডেমো ট্রেডিং করে ফরেক্স মার্কেট সম্মন্ধে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে । ডেমো ট্রেডিং করে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে তার ট্রেডিং এর দুর্বল দিক গুলো সম্মন্ধে চিহ্নত করে এর সঠিক সমাধান করতে পারে এবং রিয়েল মার্কেটে এর যথাযথ সঠিক প্রয়োগ করতে সক্ষম হয় । একজন ট্রেডার ফরেক্স মার্কেটে বেশি বেশি ডেমো ট্রেড করে ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করে অভিজ্ঞ হতে পারে যা তাকে ফরেক্স মার্কেটে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ।
-
অনেক লোক আছেন যারা প্রথমে এসেই ট্রেডিং শুরু করে দেয়।এটা একেবারেই উচিৎ নয়।তাদের উচিৎ প্রথমে ডেমো ট্রেড করা।যখন তাদের মনে হবে যে এখন আমি ট্রেড করতে পারব কেবল তখনই তাদেও উচিৎ ট্রেড শুরু করা।
-
ডিমো ট্রেড হল ফেক মানি দিয়ে ট্রেড করা । অর্থাৎ এই ট্রেড এর লাভ আপনি তুলতে পারবেন না । আবার লস হলে আপনার কোন সমস্যা ও নেই । নতুন দের জন্য ডিমো তড়েদ অত্যাধিক প্রয়োজনীয়। নতুনরা বাদেও অনেক অভিজ্ঞ ট্রেডার তাদের স্ট্রাটিজি গুলো পরীক্ষা করার জন্য ডিমো ট্রেড ব্যবহার করে থাকেন ।
-
ডেমো ট্রেড করে অরথনইতিক কোন লাভ নাই। কিন্তু ডেমো ট্রেড করলে অভিগত্তা বারবে। তাই অভিজ্ঞতা বারাতে হলে ডেমো ট্রেড কয়া দরকার। অভিজ্ঞতা চারা অন কাজ যেমন সফল হই না। তেমনি ট্রেড ও সফল হতে পারে না। টাকার বিষয় বাদ
দিলে ডেমো আর রিয়ালে ট্রেড মতাও আলাদা না।
-
হাঁ,ডেমো ট্রেড করলে আপনি নিজেকে বুজতে পারবেন।আপনার নিজের উপর আত্ম বিশ্বাস বাড়বে।আর এই জন্যেই ডেমো ট্রেড গুরুত্ব পূর্ণ।
-
প্রিয় বন্দুরা ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। ফরেক্স মার্কেট নীরবর করে আপনাদের মেদার উপর। আপ্নারা ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি জত ভাল জানবেন তত বেসি আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারেণ। ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হওয়ার জন্য আমরা ডিমো একাওণ্ট এর মাধ্যমে শিক্ষা নিয়ে থাকি। আমরা সাধারনত ডিমো একাউন্ট এর মাদ্ধমে ফোরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা পরবর্তীতে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।