অনেকেই মনে করেন ফরেক্স খুব সহজ।ফরেক্স করতে হলে অবশ্যয় শিক্ষিত হতে হবে এবং কম্পিউটার সম্পরকে ভাল জ্ঞান থাকতে হবে।এজন্য ফরেক্স এর ট্রেড সবার জন্য নয়।ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যয় ফরেক্স জ্ঞান থাকতে হবে আর এজন্য শিক্ষিত হওয়া তা জরুরি।
Printable View
অনেকেই মনে করেন ফরেক্স খুব সহজ।ফরেক্স করতে হলে অবশ্যয় শিক্ষিত হতে হবে এবং কম্পিউটার সম্পরকে ভাল জ্ঞান থাকতে হবে।এজন্য ফরেক্স এর ট্রেড সবার জন্য নয়।ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যয় ফরেক্স জ্ঞান থাকতে হবে আর এজন্য শিক্ষিত হওয়া তা জরুরি।
আমি মনেকরি ফরেক্স সকলের জন্য নয়।। কারন ফরেক্স খুবি রিস্কি ব্যাবসা।। আর বিশেষ করে অনলাইন ফরেক্সে কম্পিউটার এবং ইন্টারনেট জ্ঞান ছাড়া ফরেক্স করা কারো পক্ষে সম্ভব নয়।। ফরেক্স করতে হলে অবশ্যইঈ কম্পিউটার এবং ইন্টারনেট সম্নধে মুটামুটি জ্ঞান থাকা আবশ্যক।।।।।।
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও উন্মুক্ত একটি বিজনেস। বর্তমানে সমগ্র বিশ্বে কোটি কোটি মানুষ নিজের ঘরে বসেই শুধুমাত্র ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেডিং করছেন। ফরেক্স বিজনেস সবার জন্য উন্মুক্ত। এই মার্কেটে যে কেউ চাইলে ট্রেডিং করতে পারেন। এর জন্য বিশেষ কোন যোগ্যতা অথবা ডিগ্রি দরকার হয় না।
ফরেক্স একটা মুক্ত এবং স্বাধীন ব্যবসা।যে কেউ স্বীয় ইচ্ছায় ফরেক্সে জয়েন করতে পারে।এজন্য বলা হয় ফরেক্স ট্রেডিং সকলের জন্য। কিন্তু ফরেক্সে জয়েনের পর অদক্ষতার কারনে অনেকেই ফরেক্স কে গুডবাই জানায়।এই দৃষ্টিতে ফরেক্স তাদেরই জন্য যারা ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্সে দক্ষ হতে পারে।
ফরেক্স অবশ্যই সকলের জন্যই । কেননা সারা বিশ্বব্যাপি অসংখ্যা ট্রেডার নিয়মিত এখানে ট্রেড করছেন যার মাধ্যমে প্রমাণিত হয় যে ফরেক্স এর মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে আয় করতে পারি যদি সঠিকভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারি । ফরেক্সে কোন শ্রেণীভেদে কিংবা যোগ্যতার মাপকাঠি নেই বলেই আজ ফরেক্স যে কেউ করতে পারে । তবে যোগ্যতা সৃষ্টি করাতেই লাভ আসবে ।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং সেই সকল লোকের জন্যই উপযুক্ত আয়ের উতস যাদের রয়েছে ফরেক্স ট্রেডিংযে৩র উপর প্রপার দক্ষতা এবং জ্ঞান কারন ফরেক্স ট্রেডিং এমনই এক ধরনের ব্যাবসা যেখান থেকে আয় করতে হলে আপনার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার কোন বিকল্প নেই।
সাধারণ শিক্ষিত লোক যারা কম্পিউটার অপারেট করতে সক্ষম তারাও ট্রেড শিখতে পারবেন। এখানে বুদ্ধির রাজত্ব চলে। তাই প্রাকটিস করে যে যত বেশি অভিজ্ঞতা নিতে পারবেন, সে তত বেশি আয় করতে পারবেন। তাই ফরেক্স মার্কেটে রাত দিন পড়ে থেকে ট্রেড শিখলে লাভ ছাড়া কোন লোকসান নেই। আমাদেরকে বেশি বেশি সময় দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড প্রাকটিস করা উচিত যাতে আমরা এখান থেকে প্রফিট করে একজন সফল ট্রেডার হতে পারি।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যাদের আছে যা ফরেক্সের বিভিন্ন বিষয় পড়তে ও বুঝতে সাহায্য করবে এমন সকলেই ফরেক্স ট্রেড করতে পারবে। কারন ট্রেড করার জন্য ট্রেডের মূল বিষয় গুলো জানা বেশি জরুরী। এখানে ভালো ট্রেড শিখতে পারলে যে কেউ নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবে। এছাড়াও ট্রেড করার জন্য কম্পিউটার পরিচালন জ্ঞানও থাকা দরকার হয়।
একজন অল্প শিখত মানুষও চাইলে ফরেক্সে কাজ করতে পারে । তবে তার কম্পিউটার বিষয়ে ভাল জ্ঞান থাকতে হবে । এবং ফরেক্সের নিয়ম গুলি ভালো ভাবে শিখারমত জ্ঞান থাকতে হবে তবেই সে ফরেক্সে কাজ করতে পারবে ।
একটা বিষয় আমি সবার নিকট জানতে চাই দয়া কোরে জানা থাকলে জানাবেন । বিষয়টে হলো যখন মারকেট ব্যাস্ত থাকে তখন বাই/ সেল /ক্লোজ ওপেন কিছুই কাজে লাগাতে পারিনা । অরথাত কমান্ড মানে না তখন করনীয় কি অন্য কোন উপায় আছে কি?