-
আমার মতে যেকোন কাজ সফল হওয়া নির্ভর করে তার সেই কাজটি সম্পর্কে অভিজ্ঞতার উপর। আপনি যদি কোন কাজের প্রতি পরিশ্রম করেন তাহলে অবশ্যই সেই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে। তাই ফরেক্সে সফল হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স সম্পর্কে পড়তে হবে। ডেমোতে ট্রেড করতে হবে। এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। তাহলেই সফল হতে পারবেন বলে আমি মনে করি।
-
আসলে আমরা যারা ফরেক্স কে অতি সহজ মনে করি ফরেক্স আসলে অতি সহজ নয়।আমাদের মধ্যে অনেকেই ফরেক্স সম্পর্কে অভিজ্গতা না নিয়েই ফরেক্সে ট্রেড শুরু করি আর পরবর্তীতে লস খেয়ে বসে থাকি। ফরেক্সে সফল হতে হলে আমাদের ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে।ফরেক্সে সফল হতে হলে দরকার দক্ষতা ধৈর্য মেধাবুদ্ধি সব মিলে ফরেক্স ব্যবসা করতে পারলে তবেই লাভ করা সম্ভব।তাই নতুন দের জন্য আমি বলি ফরেক্স ব্যবসা করতে হলে আগে কমপক্ষে ৬ মাস ডেমাে প্রাট্রিস করুন তারপর রিয়েল ট্রেড করুন এবং যতদিন না ডেমো থেকে সফল হতে না পারছেন ততদিন ডেমো করতে থাকুন।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়া কিন্তু সহজ ব্যাপার না।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে জানি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারব।আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে।আমাদের কে ভালোভাবে এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।
-
ফরেক্স এ সফল হতে আপনাকে বেশী করে মার্কেট থেকে এনালাইসিস করতে হবে বিভিন্ন স্টার্টেজি নিয়ে আপনাকে ডেমো একাউন্টে প্রাকটিস করতে হবে ভাল করে মার্কেট থেকে অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
না আমি মনে করি ফরেক্স মার্কেটে সফল হয়া খুব সহজ লাজ না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় জানতে হবে যে ফরেক্স মার্কেট কোন দিকে মুব করবে। আর এই বিষয় গুলো কেউ যদি না জানে তবে সে ফরেক্স মার্কেট থেকে সফল হয়া তো দুরের কথা সে লস করার উপরেই থাকবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে আয় করা একেবারে সহজ বিষয় নয় আর আপনি যদি ফরেক্স সম্পর্কে জানেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন। আপনাকে ধৈর্যহারা হলে চলবে না জীবনের অনেকটা সময় তো চলে গেছে মনে করে আরো কিছুটা সময় ফরেক্স মার্কেট এর পিছনে ব্যয় করুন তা হলে দেখবেন সফলতা আসবে।
-
না ফরেক্স মার্কেটে সফল হওয়া সহজ বিষয় নয় । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে । ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ।
-
আসলে ফরেক্সে সফলতা পাওয়ার ব্যপারটা নির্ভর করে পরিশ্রম, প্যাশন আর দক্ষতা অর্জনের উপর। দিনে নির্দিষ্ট কত ঘন্টা কাজ করতে হবে তার উপর নয়। আপনি প্যাশন নিয়ে ফরেক্সে কাজ করুন, শিখুন ফরেক্স, পরিশ্রম করুন। টার্গেট ঠিক করে নিন আর নিজের দক্ষতা বাড়ান। তাহলে আপনি সফল হবেন।
-
ফ*রেক্স এ সফল হওয়া সহজ ব্যাপার নয় কেননা এ*টি কাজ কর*তে অ*নেক দক্ষ তা প্র*য়োজন হয়। দক্ষ তা ছাড়া কোন ভা*বে ফ*রেক্স এ সহজ ভা*বে কাজ করা যায়না ত*কব হা কাজ জান*লে এ*টি একটি খুব সহজ কাজ এবং সহ*জে কাজ শি*খে কাজ করা যায়।
-
ফরেক্স এ সফল হওয়া একদমই সহজ কাজ নয়।এর জন্য দরকার পরিশ্রম। অনেক বেশি শেখার ইচ্ছা না থাকলে শেখা সম্ভব নয়।আর ফরেক্স মার্কেট নিয়ে যদি ভাল ধারনা থাকে,তবেই আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারব। না জেনে বুঝে ট্রেড না করে বুঝে বুঝে ট্রেড করতে হবে।তাহলেই একমাত্র এই মার্কেটে লাভের মুখ দেখা যাবে।