-
সব সময় আমরা ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডকে চ্যালেঞ্জস্বরু হিসেবে দেখবো কেননা এই মার্কেট অত্যন্ত জটিল এবং বোঝা বড় মুশকিল। তাই প্রথম অবস্থায় যদি ট্রেডকে চ্যালেঞ্জস্বরূ হিসেবে না নিতে পারি তাহলে এখানে কোনভাবেই টিকে থাকা যাবে না বরং এ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না। তাই নিজের এ্যাকাউন্টকে সঠিকভাবে পরিচালনার বা টিকে থাকার জন্য প্রত্যেক ট্রেডিং কৌশলকে গুরুত্বসহকারে দেখতে হবে। আর এভাবেই সে তার নিজের মানি ম্যনেজমেন্ট এর কৌশলগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে আর তখন থেকেই সে ফরেক্স মার্কেটে নিজেকে গড়ে তুলতে পারবে।
-
ট্রেড করার সময় একটা কথা মনে করে ট্রেড করা উচিত ফরেক্স ট্রেড করতে হয় লাভ করার জন্য তাই ফরেক্স মার্কেটে যখন ট্রেড করবেন তখন প্রত্যেক ট্রেড করতে হবে চ্যালেঞ্জ সরুপ তাহলে ফরেক্স ট্রেড করে প্রফিট করা যাবে।
-
আমি আপনার সাথে একমত।।। ফরেক্স ট্রেডিং এর প্রতিটি ট্রেড কে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিৎ।। ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের যে দিক গুলো বেশি ফলো করা উচিৎ তা হলো ফরেক্স জ্ঞান, ফরেক্স অভিজ্ঞতা আর ফরেক্স দক্ষতা। এই বিশয় গুলী একজন ট্রেডারের মধ্যে থাকলে সে কখনো লস করতে পারেনা।।
-
ফরেস্কে আমাদের কাছে একটি গুরুত্ব পূর্ণ আয়ের সাইট এ সাইটের আমাদের আয় করা খুবিই কষ্টসাদ্ধ ব্যাপার ছো আমি মনে করি আপনি যদি ফরেক্স বুঝতেই পেরেই থাকেন অবশ্যই ফরেক্স চ্যালেন্স হিসাবে নেওয়া উচিত কারণ এটা আয়ের একটা মাধ্যোম আর চেষ্ট করেলে সবিই সম্ভাব।
-
জি আমি এই প্রশ্নের সাথে একমত। আসলে ফরেক্স ব্যাবসা বলতে চেলেঞ্জ সরুপ। প্রতিদিন ফরেক্স ট্রেড করে প্রফিট করতে গেলে প্রফিট আসে না। অনেক সময় লস রিকভার করে লাভ বের করতে হয়। আবার অনেক সময় ৪ ঘন্টার লস রিকভারি করতে ৩ দিন লাগে। যাইহোক আমাদের কে প্রতিদিন এর ট্রেড প্রতিদিন ক্লোজ করতে হবে। লাভ আর লস যাইহোক। কারন সল্প লস অনেক সময় অনেক বড় লসে পরিনত হয়ে জায় তখন আর কিছু করার থাকে না। তাই মার্কেট আমাদের বিপরিতে গেলে আমাদের কে এনালাইসিস করতে হবে। লস এর কারন খুজে বের করতে হবে। আমার এনসিউর হয়ে ট্রেড নিতে হবে এটাই নিয়ম।
-
হ্যা ভাই আপনি যদি ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডকে চ্যালেঞ্জস্বরূপ হিসেনে না নিতে পারেন তাহলে কখনই টিকে থাকতে পারবেন না বরং দ্রুত লস করে মার্কেট ছেড়ে যেতে বাধ্য হবেন। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত সঠিকভাবে টাইম ফ্রেম অবলম্বন করে ট্রেড করার কৌশল শিখুন। তারপর আপনি ডে ওয়াইজভাবে ১ দিন অথবা ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করে ট্রেড করুন। এবং পাশাপাশি প্রত্যেক ট্রেডকে অবশ্যই গুরুত্বসহকারে মাথায় রেখে ট্রেডিং কৌশল পরিচালনা করতে শিখুন। তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে দ্রতই সফলতা অর্জন করতে পারবেন।
-
আমি ফরেক্স মার্কেটের প্রতিটি ট্রেড কে চলেঞ্জ হিসাবে গ্রহন করে থাকি । কারন ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় সঠিক ভাবে সঠিক ট্রেড নিতে হবে এ জন্য কোন হেলা করলে আমরা লসের সম্মুখীন হতে পারি তাই আমাদের লস হতে মুক্ত থাকতে হলে আমাদের প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ।
-
সব সময় ফরেক্স মার্কেট এ আমার প্রতিটি ট্রেড কে আমি আমার কাছে চেলেঞ্জ হিসাবেই গ্রহন করে থাকি কারন ফরেক্স করতে কে সব সময় সঠিক ভাবে সঠিক ট্রেড নিতে হবে এ জন্য কোন হেলা করলে আমরা লসের সম্মুখীন হতে পারি তাই আমাদের লস হতে মুক্ত থাকতে হলে আমাদের প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে .
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ প্রতিটি ট্রেডই চ্যলেজ্ঞ স্বরুপ। কেননা এখানে নিজের অর্জিত টাকা দিয়ে ট্রেড করা হয়।তবে যদি ডেমো বা বোনাস ডলার দিয়ে করা হয় তা হলে সেটি হবে অন্য কথা। তবে নিজের পকেটের টাকা দিয়ে কেউ লস করতে চাইবে না আর তখনই হলো মূল চ্যলেজ্ঞ। তবে আমি আমার সব ট্রেড চ্যালেঞ্জ হিসেবে নেই কারন লস হলে আমার ই হবে।
-
আসলে আপনি যদি প্রতিটি ট্রেডে চ্যালেঞ্জ মনে করেন তাহলেই প্রতিটি ট্রেড আপনার কাছে চ্যালেঞ্জস্বরুপ মনে হবে। আর আপনি যদি প্রতিটি ট্রেড সাধারণভাবে চিন্তা করে ট্রেড করেন তাহলে আপনার কাছে কোন ট্রেডই চ্যলেঞ্জস্বরুপ মনে হবে না। এটা আসলে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আমিও অতীতে আমার ট্রেডগুলোকে অনেক চ্যালেঞ্জস্বরুপ মনে করতাম কিন্তু বর্তমানে সেটা মনে করি না। আর সবসময় চেষ্টা করি মনকে শান্ত রেখে ট্রেড করতে।