-
ফরেস্কে ট্রেডিং এর জন্য জ্ঞান এর প্রোয়োজন আর যেকোন জ্ঞান এর জন্য প্রশিক্ষক লাগে একথা ফরেস্কে না হলে চেলবে। ফরেস্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতার মাধেম্যে ফআর এজন্য আপনি ডেমো একাউন্ট এ ট্রেড করে বাস্তব ট্রেডিং এ ধারনা নিতে হবে। ফরেস্কে দক্ষ অভিজ্ঞ আর পরিস্চমি যারা তারাই সফল । যারা ফরেস্কে মানি মেকিং মেশিন মনে করে ট্রেড করবে তারাই বার বার ডিপোজিট শুন্য করবে। নবীনদের চেয়ে ফেরেস্কে অভিজ্ঞরা সফল বেশী।
-
ফরেক্স এর ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য । অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম । ফরেক্স একজন ভালো ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি জানতে হবে এবং সে জন্য ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং শিখতে হলে অনেক সময় ভাল প্রশিক্ষক না থাকলেও আমরা ফরেক্স শিক্ষার কিছু ই বুক ডাউনলোড করে তার সাথে ফরেক্স শিক্ষার কিছু ভিডিও টিউটোরিয়াল ইউটিউব হতে ডাউনলোড করে তার সাথে যদি ডেমো প্রেক্টিস করা যায় তাহলে প্রশিক্ষক ছাড়াও ভাল ট্রেডার বা সফল হুয়া যায়।
-
কোন কিছু শেখার জন্য কোন মাধ্যম বা প্রভাবক দরকার হয়।আপনি প্রশিক্ষক না যেকোন ভাবে ফরেক্স শিখতে পারেন।যেমন ফরেক্স সম্পর্কিত কোন ওয়েবসাইট বা ভিডিও লার্নিং থেকেও শিখতে পারেন।তার সাথে আপনাকে অবশ্যই ডেমো একাউন্ট খুলে নিয়মিত প্রাক্টিস করবেন।
-
এটা সম্পুর্ন নির্ভর করে আপনার ধৈর্য,ত্যাগ এবং পরিশ্রম এর উপর । আপনি যদি ভালঅভাবে ফরেক্স এর নিয়মকানুন মেনে চলেন,আবেগকে নিয়ন্ত্রন করতে পারেন,ভালভাবে এনালাইসিস করতে পারেন তবেই এখানে সফল হতে পারবেন ।
-
আমি মনে করি ফরেক্সে সফল হওয়ার জন্য কোন প্রশিক্ষক লাগবেনা। আপনি জইদি ফরতেক্স শিখতে আগ্রহি হন তাহলে আপনি নিজে নিজে ফরেক্স শিখতে পারবেন। এজন্য আপনি ফরেক্স ফোরাম পোস্ট এ অ্যাকাউন্ট করে পোস্ট করে অনেক কিছি শিখতে পারবেন ফরেক্স সম্পর্কে।
-
যেকোনো কাজে সফল হতে হলে প্রপার প্রশিক্ষণ লাগে। সঠিক শিক্ষাই আপনাকে সফলতা এনে দেয় । তাই ফরেক্স এ সফল হতে গেলে একজন দক্ষ প্রশিক্ষকের দরকার হয়। যে আপনাকে শিখাতে পারবে কিকরে ফরেক্স মার্কেট এ ভাল আয় করতে হলে ভাল করে প্লান করতে হয় । কখন ট্রেড ধরতে হয়, কখন ধরতে হয় না ইত্যাদি । তাহলেই আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন ।
-
যে কোন কাজ সঠিকভাবে করতে চাইলে প্রশিক্ষন নেয়া ভাল। ফরেক্স করতে চইলে প্রশিক্ষন নিয়ে তারপর শুরু করা ভাল। প্রশিক্ষন মানুষকে প্রশিক্ষিত করে তোলে। প্রশিক্ষন অবশ্যই সফল ট্রেডার তৈরী করতে পারবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ প্রশিক্ষন ছাড়া সফল হওয়াটা অনেকটা কঠিন বেপার। ফরেক্স মাকের্ট এ প্রশিক্ষন ছাড়া সফল হওয়া যায় আর তার জন্য নিজেকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে হবে। প্রশিক্ষন ছাড়া ফরেক্স করা যাবে তা হল: ফরেক্স মার্কেট এ ই-বুক, বিভিন্ন ধরনের ফরেক্স মার্কেট এর ভিডিও দেখে, ফরেক্স মার্কেট এ ডেমো একাউন্ট খোলে প্রাকটিস্ করে।
-
আমাদের অভিজ্ঞ সদস্যরা যদি একটু ব্যাখ্যা করে ফোরামে পোস্ট করতেন তাইলে একটু উপকার পেত নতুনরা।দু-চার লাইন বলে নতুনদের বুঝানো আমার মতে সহজ না।